আমেদাবাদ, 31 মার্চ: সব বাধা কাটিয়ে আইপিএল ফিরল পুরনো ছন্দে। চেনা মেজাজের আইপিএল লিগে বলিউডি বিনোদনের ছোঁয়া থাকবে না, তাও আবার হয় নাকি ! যদিও গতকাল আমদাবাদে বৃষ্টি হলেও আজ সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়তো কাটল গায়ক ও নায়িকাদের নাচে ৷ বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, আইপিএল 2023-এর উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন রশ্মিকা মান্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।
-
𝙈𝙚𝙡𝙤𝙙𝙞𝙤𝙪𝙨!
— IndianPremierLeague (@IPL) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
How about that for a performance to kick off the proceedings 🎶🎶@arijitsingh begins the #TATAIPL 2023 Opening Ceremony in some style 👌👌 pic.twitter.com/1ro3KWMUSW
">𝙈𝙚𝙡𝙤𝙙𝙞𝙤𝙪𝙨!
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
How about that for a performance to kick off the proceedings 🎶🎶@arijitsingh begins the #TATAIPL 2023 Opening Ceremony in some style 👌👌 pic.twitter.com/1ro3KWMUSW𝙈𝙚𝙡𝙤𝙙𝙞𝙤𝙪𝙨!
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
How about that for a performance to kick off the proceedings 🎶🎶@arijitsingh begins the #TATAIPL 2023 Opening Ceremony in some style 👌👌 pic.twitter.com/1ro3KWMUSW
সেই মতো ঠিক সন্ধ্যা 6টার পরপরই শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন মেলোডি কিং অরিজিৎ সিং। ঝুমে জো পাঠানের সুরে গলা মেলায় দর্শকভর্তি গ্যালারি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে মাথা নাড়াতে দেখা যায় 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিকে ৷
প্রকৃতি সদয় হওয়ায় যথারীতি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় যথা সময়ে। ম্যাচের টসও হয়ে গিয়েছে ৷ টসে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাতের হার্দিক সিদ্ধান্ত নেন বোলিংয়ের ৷ তাই ফিল্ডিং করবেন ধোনিব্রিগেড ৷ শুধু সাজানো মঞ্চেই নয়, বরং স্টেডিয়ামে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন বাঙালি গায়কের পিছনে। আধ ঘণ্টার পর শেষ হয় অরিজিৎ-এর অনুষ্ঠান।
-
Sound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMN
">Sound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMNSound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMN
অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের পরে মঞ্চে চলে আসেন তামান্না ভাটিয়া। মিনিট দশেক মঞ্চে ঝড় তোলেন তামান্না। তারপর মঞ্চে আসেন পর্দার শ্রীবল্লী তথা ওরফে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা। আমেদাবাদের মঞ্চে বিশ্বের দরবারে নাম লেখানো আরআরআরের (RRR)-এর নাতু নাতুর সম্মোহন বেজে ওঠে ।
আরও পড়ুন: অনিশ্চয়তা কাটিয়ে বাইশ গজে মাহি, উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটিং চেন্নাইয়ের
তাঁর অনিষ্ঠান চলে প্রায় 50 মিনিট ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। তার পরেই একে একে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ট্রফির সঙ্গে দুই ক্যাপ্টেন পোজ দেওয়ার পরেই মাঠজুড়ে শুরু হয় আতশবাজির খেলা।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী।
-
𝘿𝙖𝙯𝙯𝙡𝙞𝙣𝙜 𝙖𝙨 𝙚𝙫𝙚𝙧!@tamannaahspeaks sets the stage on 🔥🔥 with her entertaining performance in the #TATAIPL 2023 opening ceremony! pic.twitter.com/w9aNgo3x9C
— IndianPremierLeague (@IPL) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝘿𝙖𝙯𝙯𝙡𝙞𝙣𝙜 𝙖𝙨 𝙚𝙫𝙚𝙧!@tamannaahspeaks sets the stage on 🔥🔥 with her entertaining performance in the #TATAIPL 2023 opening ceremony! pic.twitter.com/w9aNgo3x9C
— IndianPremierLeague (@IPL) March 31, 2023𝘿𝙖𝙯𝙯𝙡𝙞𝙣𝙜 𝙖𝙨 𝙚𝙫𝙚𝙧!@tamannaahspeaks sets the stage on 🔥🔥 with her entertaining performance in the #TATAIPL 2023 opening ceremony! pic.twitter.com/w9aNgo3x9C
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
দীর্ঘ দিন পর তাঁকে আবার দেখা গেল ক্রিকেটের প্রাঙ্গণে। তিন জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠানে মাতল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। একের পর এক জনপ্রিয় গানের কোলাজে মেতে উঠল ক্রিকেট জনতা।