ETV Bharat / sports

IPL 2023:  অরিজিৎ-রশ্মিকার জাদুতে আইপিএলের জমকালো উদ্বোধন - আইপিএলের 16তম সিজনের ঢাকে কাঠি

বেজে গেল আইপিএলের 16তম সিজনের দামামা ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন সুরের জাদুকর অরিজিৎ সিং ৷ সেই সঙ্গে মঞ্চে কোমর দুলিয়ে দর্শকের মনে আরও প্রাণ সঞ্চার করে দিলেন তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্দানা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 8:08 PM IST

আমেদাবাদ, 31 মার্চ: সব বাধা কাটিয়ে আইপিএল ফিরল পুরনো ছন্দে। চেনা মেজাজের আইপিএল লিগে বলিউডি বিনোদনের ছোঁয়া থাকবে না, তাও আবার হয় নাকি ! যদিও গতকাল আমদাবাদে বৃষ্টি হলেও আজ সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়তো কাটল গায়ক ও নায়িকাদের নাচে ৷ বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, আইপিএল 2023-এর উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন রশ্মিকা মান্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।

সেই মতো ঠিক সন্ধ্যা 6টার পরপরই শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন মেলোডি কিং অরিজিৎ সিং। ঝুমে জো পাঠানের সুরে গলা মেলায় দর্শকভর্তি গ্যালারি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে মাথা নাড়াতে দেখা যায় 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিকে ৷

IPL 2023
স্টেডিয়াম মাতালেন রশ্মিকা

প্রকৃতি সদয় হওয়ায় যথারীতি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় যথা সময়ে। ম্যাচের টসও হয়ে গিয়েছে ৷ টসে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাতের হার্দিক সিদ্ধান্ত নেন বোলিংয়ের ৷ তাই ফিল্ডিং করবেন ধোনিব্রিগেড ৷ শুধু সাজানো মঞ্চেই নয়, বরং স্টেডিয়ামে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন বাঙালি গায়কের পিছনে। আধ ঘণ্টার পর শেষ হয় অরিজিৎ-এর অনুষ্ঠান।

অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের পরে মঞ্চে চলে আসেন তামান্না ভাটিয়া। মিনিট দশেক মঞ্চে ঝড় তোলেন তামান্না। তারপর মঞ্চে আসেন পর্দার শ্রীবল্লী তথা ওরফে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা। আমেদাবাদের মঞ্চে বিশ্বের দরবারে নাম লেখানো আরআরআরের (RRR)-এর নাতু নাতুর সম্মোহন বেজে ওঠে ।

IPL 2023
স্টেডিয়াম মাতালেন তামান্না

আরও পড়ুন: অনিশ্চয়তা কাটিয়ে বাইশ গজে মাহি, উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটিং চেন্নাইয়ের

তাঁর অনিষ্ঠান চলে প্রায় 50 মিনিট ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। তার পরেই একে একে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ট্রফির সঙ্গে দুই ক্যাপ্টেন পোজ দেওয়ার পরেই মাঠজুড়ে শুরু হয় আতশবাজির খেলা।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী।

দীর্ঘ দিন পর তাঁকে আবার দেখা গেল ক্রিকেটের প্রাঙ্গণে। তিন জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠানে মাতল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। একের পর এক জনপ্রিয় গানের কোলাজে মেতে উঠল ক্রিকেট জনতা।

আমেদাবাদ, 31 মার্চ: সব বাধা কাটিয়ে আইপিএল ফিরল পুরনো ছন্দে। চেনা মেজাজের আইপিএল লিগে বলিউডি বিনোদনের ছোঁয়া থাকবে না, তাও আবার হয় নাকি ! যদিও গতকাল আমদাবাদে বৃষ্টি হলেও আজ সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়তো কাটল গায়ক ও নায়িকাদের নাচে ৷ বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, আইপিএল 2023-এর উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন রশ্মিকা মান্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।

সেই মতো ঠিক সন্ধ্যা 6টার পরপরই শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন মেলোডি কিং অরিজিৎ সিং। ঝুমে জো পাঠানের সুরে গলা মেলায় দর্শকভর্তি গ্যালারি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে মাথা নাড়াতে দেখা যায় 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিকে ৷

IPL 2023
স্টেডিয়াম মাতালেন রশ্মিকা

প্রকৃতি সদয় হওয়ায় যথারীতি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় যথা সময়ে। ম্যাচের টসও হয়ে গিয়েছে ৷ টসে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাতের হার্দিক সিদ্ধান্ত নেন বোলিংয়ের ৷ তাই ফিল্ডিং করবেন ধোনিব্রিগেড ৷ শুধু সাজানো মঞ্চেই নয়, বরং স্টেডিয়ামে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন বাঙালি গায়কের পিছনে। আধ ঘণ্টার পর শেষ হয় অরিজিৎ-এর অনুষ্ঠান।

অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের পরে মঞ্চে চলে আসেন তামান্না ভাটিয়া। মিনিট দশেক মঞ্চে ঝড় তোলেন তামান্না। তারপর মঞ্চে আসেন পর্দার শ্রীবল্লী তথা ওরফে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা। আমেদাবাদের মঞ্চে বিশ্বের দরবারে নাম লেখানো আরআরআরের (RRR)-এর নাতু নাতুর সম্মোহন বেজে ওঠে ।

IPL 2023
স্টেডিয়াম মাতালেন তামান্না

আরও পড়ুন: অনিশ্চয়তা কাটিয়ে বাইশ গজে মাহি, উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটিং চেন্নাইয়ের

তাঁর অনিষ্ঠান চলে প্রায় 50 মিনিট ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। তার পরেই একে একে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ট্রফির সঙ্গে দুই ক্যাপ্টেন পোজ দেওয়ার পরেই মাঠজুড়ে শুরু হয় আতশবাজির খেলা।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী।

দীর্ঘ দিন পর তাঁকে আবার দেখা গেল ক্রিকেটের প্রাঙ্গণে। তিন জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠানে মাতল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। একের পর এক জনপ্রিয় গানের কোলাজে মেতে উঠল ক্রিকেট জনতা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.