ETV Bharat / sports

IPL 2023: শুভমন গিলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিকই ছিল, মত কেকেআর সিইও-র - গুজরাত টাইটান্স

শুভমনের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে কোনও আক্ষেপ নেই বলে জানালেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ৷ রবিবার নাইট গল্ফে অংশ নিয়ে এমনটাই জানালেন তিনি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 30, 2023, 7:02 PM IST

কলকাতা, 30 এপ্রিল: ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং শুভমন গিল ৷ কলকাতা নাইট রাইডার্স যেসব ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল, পরবর্তী সময়ে তাঁরাই নাইট শিবিরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ অতীত-বর্তমান দুই তাই বলছে ৷ কিন্তু, এ নিয়ে কোনও আক্ষেপ নেই কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হারের পর রবিবার এমনটাই জানালেন দলের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর ৷ জানালেন, শুভমন গিলের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ায় কোনও আক্ষেপ নেই ৷ সব সিদ্ধান্তই নাকি ফ্র্যাঞ্চাইজি তথ্যের উপর ভিত্তি করে নিয়েছিল ৷

তবে, কেকেআর শুভমন গিলকে ছেড়ে দেওয়ায় লাভ হয়েছে গুজরাত টাইটান্সের ৷ ভারতীয় দলের ওপেনার প্রথম বছরেই গুজরাতের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ৷ এবারেও দারুণ ফর্মে রয়েছেন তিনি ৷ এমনকী গতকাল তাঁর পুরনো দলের বিরুদ্ধেও 49 রানের ইনিংসে খেলেছেন শুভমন ৷ তবে নিজেদের ভুল সিদ্ধান্তের অজুহাত তৈরি রয়েছে নাইটদের কাছে ৷ ভেঙ্কি মাইসোর বলেন, "আসলে খুশি তখনই হয় ৷ যখন আমরা কোনও ক্রিকেটারকে তৈরি করি এবং তাঁরা অন্য দলে গিয়ে ভালো খেলে ৷ শুভমন তাঁদের মধ্যে একজন ৷"

তবে, প্রশ্ন উঠছে ভেঙ্কি মাইসোরের এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত ? কারণ অধিকাংশ ক্রিকেটারই আগের বছরগুলিতে কেকেআর-এর হয়ে ভালো পারফর্ম করেছিলেন ৷ আর তার পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এমনকি বহু ক্রিকেটারকে বছরের পর বছর বয়ে বেড়ালেও, তাঁদের না সব ম্যাচে খেলানো হয় ৷ আর যে ক’টা ম্যাচে সুযোগ পান, সেখানে ব্যর্থ হলে বসিয়ে দেওয়া হয় ৷ আর সেই কারণেই, হয় তো কলকাতায় খেলতে এসে অজিঙ্কা রাহানে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ঘুরিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷

আরও পড়ুন: হাসতে হাসতে বাংলা জয় গুজরাতের, ছয় হারে বিদায়ের দোরগোড়ায় নাইটরা

গতবছর শুভমন গিল গুজরাতের হয়ে 483 রান করে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম 5 জনের মধ্যে ছিলেন ৷ যা নিয়ে ভেঙ্কি মাইসোর জানান, এমন ক্রিকেটারদের হারিয়ে ফেললে খুবই খারাপ লাগে ৷ বিশেষত, তাঁরা যখন ভালো পারফরম্যান্স করেন ৷ গতকাল ইডেনে ম্যাচের পর শুভমনের সঙ্গে কথাও বলেছেন ভেঙ্কি মাইসোর ৷ সেখানে তিনি শুভমনকে বলেছিলেন, ‘‘আমি তোমার খেলা উপভোগ করেছি ৷ তবে, আমি আশা করেছিলাম তুমি ম্যাচটা আমাদের থেকে দূরে নিয়ে যাবে না ৷" কিন্তু বাস্তবটা হল, কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া ক্রিকেটাররা অন্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে আরও ভালো পারফর্ম করছেন ৷ আর তার শুরুটা হয়েছিল 2010 সালে ক্রিস গেইলকে দিয়ে ৷

কলকাতা, 30 এপ্রিল: ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং শুভমন গিল ৷ কলকাতা নাইট রাইডার্স যেসব ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল, পরবর্তী সময়ে তাঁরাই নাইট শিবিরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ অতীত-বর্তমান দুই তাই বলছে ৷ কিন্তু, এ নিয়ে কোনও আক্ষেপ নেই কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হারের পর রবিবার এমনটাই জানালেন দলের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর ৷ জানালেন, শুভমন গিলের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ায় কোনও আক্ষেপ নেই ৷ সব সিদ্ধান্তই নাকি ফ্র্যাঞ্চাইজি তথ্যের উপর ভিত্তি করে নিয়েছিল ৷

তবে, কেকেআর শুভমন গিলকে ছেড়ে দেওয়ায় লাভ হয়েছে গুজরাত টাইটান্সের ৷ ভারতীয় দলের ওপেনার প্রথম বছরেই গুজরাতের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ৷ এবারেও দারুণ ফর্মে রয়েছেন তিনি ৷ এমনকী গতকাল তাঁর পুরনো দলের বিরুদ্ধেও 49 রানের ইনিংসে খেলেছেন শুভমন ৷ তবে নিজেদের ভুল সিদ্ধান্তের অজুহাত তৈরি রয়েছে নাইটদের কাছে ৷ ভেঙ্কি মাইসোর বলেন, "আসলে খুশি তখনই হয় ৷ যখন আমরা কোনও ক্রিকেটারকে তৈরি করি এবং তাঁরা অন্য দলে গিয়ে ভালো খেলে ৷ শুভমন তাঁদের মধ্যে একজন ৷"

তবে, প্রশ্ন উঠছে ভেঙ্কি মাইসোরের এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত ? কারণ অধিকাংশ ক্রিকেটারই আগের বছরগুলিতে কেকেআর-এর হয়ে ভালো পারফর্ম করেছিলেন ৷ আর তার পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এমনকি বহু ক্রিকেটারকে বছরের পর বছর বয়ে বেড়ালেও, তাঁদের না সব ম্যাচে খেলানো হয় ৷ আর যে ক’টা ম্যাচে সুযোগ পান, সেখানে ব্যর্থ হলে বসিয়ে দেওয়া হয় ৷ আর সেই কারণেই, হয় তো কলকাতায় খেলতে এসে অজিঙ্কা রাহানে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ঘুরিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷

আরও পড়ুন: হাসতে হাসতে বাংলা জয় গুজরাতের, ছয় হারে বিদায়ের দোরগোড়ায় নাইটরা

গতবছর শুভমন গিল গুজরাতের হয়ে 483 রান করে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম 5 জনের মধ্যে ছিলেন ৷ যা নিয়ে ভেঙ্কি মাইসোর জানান, এমন ক্রিকেটারদের হারিয়ে ফেললে খুবই খারাপ লাগে ৷ বিশেষত, তাঁরা যখন ভালো পারফরম্যান্স করেন ৷ গতকাল ইডেনে ম্যাচের পর শুভমনের সঙ্গে কথাও বলেছেন ভেঙ্কি মাইসোর ৷ সেখানে তিনি শুভমনকে বলেছিলেন, ‘‘আমি তোমার খেলা উপভোগ করেছি ৷ তবে, আমি আশা করেছিলাম তুমি ম্যাচটা আমাদের থেকে দূরে নিয়ে যাবে না ৷" কিন্তু বাস্তবটা হল, কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া ক্রিকেটাররা অন্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে আরও ভালো পারফর্ম করছেন ৷ আর তার শুরুটা হয়েছিল 2010 সালে ক্রিস গেইলকে দিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.