মুম্বই, 8 এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হলেও নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল চেন্নাই সুপার কিংস ৷ পাওয়ার প্লে-তে এক উইকেটে 61 রান তুললেও 15 রানে 6 উইকেটে মাত্র 109 রান তোলে মুম্বই ৷ ইন্ডিয়ান্সের প্রথম ছয় ব্যাটারই ডাগ-আউটে ফিরে গিয়েছেন ৷ রবীন্দ্র জাদেজার স্পিনে নাস্তানাবুদ মুম্বই ব্যাটাররা ৷ চার ওভারে মাত্র 20 রান খরচ কর তিনটি উইকেট তুলে নেন জাড্ডু ৷ দারুণ বোলিং করেন মিচেল সান্টনার ৷ চার ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট নেন তিনি ৷ মহেন্দ্র সিং ধোনিদের সামনে 158 রানের লক্ষ্যমাত্র রাখল রোহিত অ্যান্ড কোং ৷
প্রথম ম্যাচ হেরে 16তম আইপিএল শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরুটা মন্দ হল না রোহিত শর্মাদের ৷ পাওয়ার প্লে-তে ক্যাপ্টেনের উইকেটে 61 রান তোলে মুম্বই ৷ 13 বলে তিনটি চার ও একটি ছক্ক-সহ 21 রানে ডাগ-আউটে ফেরেন রোহিত ৷
পাওয়ার প্লে-তে ভালো রান তুললেও পরের ওভারেই ঈশান কিষাণের উইকেট হারায় মুম্বই ৷ 21 বলে 32 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ পাঁচটি বাউন্ডারি হাঁকান বাঁ-হাতি এই ওপেনার ৷ এর পর বাকিরা একেএকে ডাগ-আউটে ফেরার মিছিলে নাম লেখান ৷ ক্যামেরন গ্রিন 12 ও তিলক ভার্মা 22 রান করেন ৷ এর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন টিম ডেভিড ৷ শেষ পর্যন্ত ডেভিড ও হৃত্বিকের লড়াইয়ে দেড়শো রানের গণ্ডি টপকাতে সক্ষম হয় মুম্বই ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 157 রান তুলেছে মুম্বই ৷ ডেভিড 22 বলে 31 এবং হৃত্বিক 13 বলে 18 রান করেন ৷
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দ্বাদশ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস । প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বড় ব্যবধানে হেরেছে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল । এই নিয়ে টানা 11 বার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বই । ফলে এদিন ভুল শুধরে নিতে মরিয়া থাকবে 'রোহিত অ্যান্ড কোং' । যদিও ওয়াংখেড়েতে টস হারলেন মুম্বইয়ের দলনেতা । টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস । অন্যদিকে প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে সিএসকে । লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে ধোনিব্রিগেড ।
আরও পড়ুন: টানা 11 সিজন প্রথম ম্যাচে হার মুম্বইয়ের, ‘বিরক্তিকর’ বলে মন্তব্য শেন বন্ডের
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, আরশাদ খান, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, পীযূষ চাওলা
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে