ETV Bharat / sports

WPL Champion MI Celebration: রাতভর চলল উদযাপন, উৎসবে মাতল ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স - হরমপ্রীত কৌর

ডব্লিউপিএল এর প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়ে উৎসব থামার নাম নেই মুম্বই ইন্ডিয়ান্সের (WPL Champion MI Celebration) ৷ যে উৎসবে সামিল হলেন ক্রিকেটারদের পরিবার এবং টিম মালিকরাও ৷

WPL Champion MI Celebration ETV BHARAT
WPL Champion MI Celebration
author img

By

Published : Mar 27, 2023, 8:10 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়নের শিরোপা উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের মাথায় ৷ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার খেতাব জয়ের পর স্বভাবতই দলের সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো ৷ মাঠের মধ্যেই থিম সংয়ের ছন্দে নাচতে দেখা যায় হরমনপ্রীত, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যামিলিয়া কের, যস্তিকা ভাটিয়া, ইজি ওং এবং সাইকা ইশাকদের (Mumbai Indians Players Celebration After Win WPL) ৷ নিজেদের পরিবারের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তাঁরা ৷ প্লেয়ারদের সঙ্গে সেই উৎসবে যোগ দেন দলের মালিক নীতা আম্বানি এবং আকাশ আম্বানিও ৷ রাতভর চলল উদযাপন ৷

দীর্ঘ কয়েকবছরের পরিকল্পনাকে বাস্তবে পরিণত করেছে বিসিসিআই ৷ উইমেন্স প্রিমিয়র লিগের অভিষেক মরশুমের সূচনা হয়েছিল গত 4 মার্চ ৷ 22 ম্যাচের লড়াই শেষে রবিবার রাতে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স দলের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে প্রথম সিজনের সমাপ্তিও হয়ে গেল ৷ আর সেটাও সাফল্যের সঙ্গে ৷ ব্রেবোর্ন স্টেডিয়ামে রবিবার সন্ধেয় স্টেডিয়াম কানায় কানায় দর্শক পূর্ণ ছিল ৷ সেইসঙ্গে ঘরের মাঠে মুম্বইয়ের জয় বাড়তি উল্লাস নিয়ে এল উপস্থিত দর্শকদের মধ্যেও ৷

তবে উচ্ছ্বাস শুধু দর্শকদের মধ্যে না ৷ ছিল ক্রিকেটারদের মধ্যেও ৷ ন্যাট শিভার-ব্রান্টের ল্যাপ শট বাউন্ডারি পেরোতেই মুম্বই ক্রিকেটাররা মাঠে উৎসব শুরু করে দেন ৷ প্লেয়ারদের সঙ্গে সমানতালে নাচতে দেখা যায় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ৷ এই ট্রফি জয় কোথাও গিয়ে অধিনায়ক হরমনপ্রীতকেও আশ্বস্ত করবে ৷ কারণ প্রতিপক্ষ অধিনায়কের নাম ছিল মেগ ল্যানিং ৷ আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে প্রত্যেকবার অস্ট্রেলিয়ান অধিনায়কের বিরুদ্ধে হার মানতে হয়েছে হরমনপ্রীত কৌরের ভারতকে ৷

উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সেই ল্যানিংয়ের বিরুদ্ধে জয় তাই বিশেষ হয়ে থাকবে ভারত অধিনায়কের জন্য ৷ রবিবারের ফাইনালেও টস হারেন হরমনপ্রীত কৌর ৷ দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ল্যানিং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরুটাও ভালো করেছিল দিল্লি ৷ কিন্তু, 11 নম্বর ওভারের পর থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যামিলিয়া কের ৷ মারিজন ক্যাপের উইকেট পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালের মিডল অর্ডার ৷ বিশেষত, আমনজ্যোত কৌরের থ্রোয়ে যস্তিকা ভাটিয়া দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে রান আউট করতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বই ৷

আরও পড়ুন: রোহিতদের সাফল্যের সরণিতে হাঁটা শুরু হরমনপ্রীতদের, আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই

ব্যাট হাতে মুম্বই শুরুতে 2 উইকেট হারায় ৷ তবে, প্লেয়ার অফ দ্য ম্যাচ ন্যাট শিভার-ব্রান্টের (60 অপরাজিত) সঙ্গে 72 রানের পার্টনারশিপ করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (37) ৷ হরমনপ্রীত আউট হওয়ার পর ব্রান্ট এবং অ্যামিলিয়া কের মুম্বইকে ম্যাচ জিতিয়ে ফেরেন ৷

নয়াদিল্লি, 27 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়নের শিরোপা উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের মাথায় ৷ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার খেতাব জয়ের পর স্বভাবতই দলের সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো ৷ মাঠের মধ্যেই থিম সংয়ের ছন্দে নাচতে দেখা যায় হরমনপ্রীত, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যামিলিয়া কের, যস্তিকা ভাটিয়া, ইজি ওং এবং সাইকা ইশাকদের (Mumbai Indians Players Celebration After Win WPL) ৷ নিজেদের পরিবারের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তাঁরা ৷ প্লেয়ারদের সঙ্গে সেই উৎসবে যোগ দেন দলের মালিক নীতা আম্বানি এবং আকাশ আম্বানিও ৷ রাতভর চলল উদযাপন ৷

দীর্ঘ কয়েকবছরের পরিকল্পনাকে বাস্তবে পরিণত করেছে বিসিসিআই ৷ উইমেন্স প্রিমিয়র লিগের অভিষেক মরশুমের সূচনা হয়েছিল গত 4 মার্চ ৷ 22 ম্যাচের লড়াই শেষে রবিবার রাতে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স দলের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে প্রথম সিজনের সমাপ্তিও হয়ে গেল ৷ আর সেটাও সাফল্যের সঙ্গে ৷ ব্রেবোর্ন স্টেডিয়ামে রবিবার সন্ধেয় স্টেডিয়াম কানায় কানায় দর্শক পূর্ণ ছিল ৷ সেইসঙ্গে ঘরের মাঠে মুম্বইয়ের জয় বাড়তি উল্লাস নিয়ে এল উপস্থিত দর্শকদের মধ্যেও ৷

তবে উচ্ছ্বাস শুধু দর্শকদের মধ্যে না ৷ ছিল ক্রিকেটারদের মধ্যেও ৷ ন্যাট শিভার-ব্রান্টের ল্যাপ শট বাউন্ডারি পেরোতেই মুম্বই ক্রিকেটাররা মাঠে উৎসব শুরু করে দেন ৷ প্লেয়ারদের সঙ্গে সমানতালে নাচতে দেখা যায় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ৷ এই ট্রফি জয় কোথাও গিয়ে অধিনায়ক হরমনপ্রীতকেও আশ্বস্ত করবে ৷ কারণ প্রতিপক্ষ অধিনায়কের নাম ছিল মেগ ল্যানিং ৷ আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে প্রত্যেকবার অস্ট্রেলিয়ান অধিনায়কের বিরুদ্ধে হার মানতে হয়েছে হরমনপ্রীত কৌরের ভারতকে ৷

উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সেই ল্যানিংয়ের বিরুদ্ধে জয় তাই বিশেষ হয়ে থাকবে ভারত অধিনায়কের জন্য ৷ রবিবারের ফাইনালেও টস হারেন হরমনপ্রীত কৌর ৷ দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ল্যানিং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরুটাও ভালো করেছিল দিল্লি ৷ কিন্তু, 11 নম্বর ওভারের পর থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যামিলিয়া কের ৷ মারিজন ক্যাপের উইকেট পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালের মিডল অর্ডার ৷ বিশেষত, আমনজ্যোত কৌরের থ্রোয়ে যস্তিকা ভাটিয়া দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে রান আউট করতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বই ৷

আরও পড়ুন: রোহিতদের সাফল্যের সরণিতে হাঁটা শুরু হরমনপ্রীতদের, আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই

ব্যাট হাতে মুম্বই শুরুতে 2 উইকেট হারায় ৷ তবে, প্লেয়ার অফ দ্য ম্যাচ ন্যাট শিভার-ব্রান্টের (60 অপরাজিত) সঙ্গে 72 রানের পার্টনারশিপ করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (37) ৷ হরমনপ্রীত আউট হওয়ার পর ব্রান্ট এবং অ্যামিলিয়া কের মুম্বইকে ম্যাচ জিতিয়ে ফেরেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.