ETV Bharat / sports

IPL 2023: দিল্লিতে স্বমহিমায় রোহিত, শেষ বলের থ্রিলারে দিল্লি 'বধ' মুম্বইয়ের - আইপিএল

অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত রোহিত শর্মা । অধিনায়কের 45 বলে 65 রানের ইনিংসে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ।

IPL 2023
অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত রোহিত
author img

By

Published : Apr 11, 2023, 11:20 PM IST

Updated : Apr 11, 2023, 11:46 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত রোহিত । শর্মাজির ব্যাটিং কেরামতিতে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স । দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে গিয়ে ঝকঝকে পারফরম্যান্সে জয় তুলে নিল পল্টনরা । শেষ বলের থ্রিলারে 6 উইকেটে ম্যাচ পকেটে পুরল মুম্বই ইন্ডিয়ান্স ।

দিল্লির দেওয়া 173 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুরন্ত খেলছিল রোহিত শর্মা ও ঈষান কিষাণ জুটি । 7 ওভারেই 70 রান তুলে ফেলার পর ক্রিজ ছাড়েন কিষাণ । ঝাড়খণ্ডি পাওয়ার হিটারের সংগ্রহ 26 বলে 31 রান । সেখান থেকেই তিলক বর্মার সঙ্গে খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত । দ্বিতীয় উইকেটে 69 রানের পার্টনারশিপে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দলকে ।

আরও পড়ুন: ক্রিকেটকে বাহন করে গলি থেকে রাজপথে রিঙ্কু সিং

সেখান থেকেই আচমকা প্রবলভাবে ম্যাচে ফেরে দিল্লি ক্যাপিটালস । পরপর দু'বলে তিলক বর্মা, সূর্যকুমার যাদবকে ফেরান মুকেশ কুমার । তিলক মাত্র 29 বলে 41 রানের ইনিংস খেললেও মুম্বইকে চিন্তায় রাখবে সূর্যকুমারের অফ-ফর্ম । এদিনও প্রথম বলেই ক্রিজ ছাড়লেন স্কাই । পরের ওভারেই মুস্তাফিজুর রহমানের বলে দুরন্ত ক্যাচে রোহিতকে ডাগ-আউটে ফেরান অভিষেক পোড়েল । অধিনায়ক ফিরতেই ম্যাচে ক্রমশ কর্তৃত্ব হারাতে শুরু করে মুম্বই ।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 5 রান । ক্রিজে ছিলেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন । বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন এনরিখ নর্ৎজে । প্রোটিয়া বোলারের দাপটেও দুই অজি ব্যাটারের সৌজন্যে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত । শেষ বলে দু'রান দরকার ছিল । দ্বিতীয় রান নেওয়ার সময় টিম ডেভিডকে প্রায় পেড়ে ফেলেছিলেন পোড়েল । 11 বলে 13 রানে অপরাজিত ডেভিড । গ্রিন অপরাজিত রইলেন 8 বলে 17 করে ।

আরও পড়ুন: ওর সতীর্থ হিসেবে গর্ববোধ হয়, রিঙ্কুর নয়া ফ্যান লিটন

নয়াদিল্লি, 11 এপ্রিল: অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত রোহিত । শর্মাজির ব্যাটিং কেরামতিতে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স । দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে গিয়ে ঝকঝকে পারফরম্যান্সে জয় তুলে নিল পল্টনরা । শেষ বলের থ্রিলারে 6 উইকেটে ম্যাচ পকেটে পুরল মুম্বই ইন্ডিয়ান্স ।

দিল্লির দেওয়া 173 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুরন্ত খেলছিল রোহিত শর্মা ও ঈষান কিষাণ জুটি । 7 ওভারেই 70 রান তুলে ফেলার পর ক্রিজ ছাড়েন কিষাণ । ঝাড়খণ্ডি পাওয়ার হিটারের সংগ্রহ 26 বলে 31 রান । সেখান থেকেই তিলক বর্মার সঙ্গে খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত । দ্বিতীয় উইকেটে 69 রানের পার্টনারশিপে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দলকে ।

আরও পড়ুন: ক্রিকেটকে বাহন করে গলি থেকে রাজপথে রিঙ্কু সিং

সেখান থেকেই আচমকা প্রবলভাবে ম্যাচে ফেরে দিল্লি ক্যাপিটালস । পরপর দু'বলে তিলক বর্মা, সূর্যকুমার যাদবকে ফেরান মুকেশ কুমার । তিলক মাত্র 29 বলে 41 রানের ইনিংস খেললেও মুম্বইকে চিন্তায় রাখবে সূর্যকুমারের অফ-ফর্ম । এদিনও প্রথম বলেই ক্রিজ ছাড়লেন স্কাই । পরের ওভারেই মুস্তাফিজুর রহমানের বলে দুরন্ত ক্যাচে রোহিতকে ডাগ-আউটে ফেরান অভিষেক পোড়েল । অধিনায়ক ফিরতেই ম্যাচে ক্রমশ কর্তৃত্ব হারাতে শুরু করে মুম্বই ।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 5 রান । ক্রিজে ছিলেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন । বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন এনরিখ নর্ৎজে । প্রোটিয়া বোলারের দাপটেও দুই অজি ব্যাটারের সৌজন্যে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত । শেষ বলে দু'রান দরকার ছিল । দ্বিতীয় রান নেওয়ার সময় টিম ডেভিডকে প্রায় পেড়ে ফেলেছিলেন পোড়েল । 11 বলে 13 রানে অপরাজিত ডেভিড । গ্রিন অপরাজিত রইলেন 8 বলে 17 করে ।

আরও পড়ুন: ওর সতীর্থ হিসেবে গর্ববোধ হয়, রিঙ্কুর নয়া ফ্যান লিটন

Last Updated : Apr 11, 2023, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.