ETV Bharat / sports

MI vs CSK in IPL 2022 : ধোনি ধামাকায় টানা সাত ম্যাচে হারের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের - mumbai indians vs chennai super kings match

এদিন 13 বলে 28 রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি ৷ শেষ ওভারে তাঁর ব্যাটে ভর করেই মুম্বইকে হারায় চেন্নাই সুপার কিংস (CSK beats MI)

IPL 2022 match
রোহিতদের জেতার স্বপ্নে জল ঢাললেন ধোনি
author img

By

Published : Apr 22, 2022, 8:56 AM IST

মুম্বই, 22 এপ্রিল : চলতি আইপিএলে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (CSK beats MI) ৷ সাত ম্যাচে সাতটিতেই হার, লজ্জার হারের নয়া নজির গড়ল নীতা আম্বানির দল ৷ বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ প্রায় জেতা ম্যাচ এদিন মুম্বইয়ের হাত থেকে ছিনিয়ে নেন মাহি ৷ শেষ ওভারে তাঁর দুটি চার ও একটি ছয়ে এদিন চেন্নাইকে জয় এনে দেয় ধোনি ৷ শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহি ৷ সেই সঙ্গে কোনও আইপিএল মরশুমে শুরুতে টানা সাত ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সাত উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ মুম্বইয়ের হয়ে এদিন সর্বোচ্চ 43 বলে 51 রান করে অপরাজিত থাকেন তিলক ভর্মা ৷ 21 বলে 32 রান করেন সূর্যকুমার যাদব ৷ ঋত্বিক শকিন করেন 25 বলে 25 রান ৷ চেন্নাইয়ের হয়ে 19 রানে 3 উইকেট নেন মুকেশ চৌধুরি ৷ ডোয়েন ব্র্যাভো নেন 36 রানে 2 উইকেট ৷

আরও পড়ুন : ‘দেশ সম্মান দেয়নি’, পদ্মশ্রী না পাওয়ার আক্ষেপ অশীতিপর জয়দীপের

156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই ৷ ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ 9 বলে 11 রান করে আউট হয়ে যান স্যান্টনার ৷ দুই উইকেট পড়ে যাওয়ার পর রবিন উথাপ্পা ও অম্বতি রায়ডু মিলে ম্যাচের হাল ধরেন ৷ দু'জনে মিলে 50 রানের জুটি বাঁধার পর 30 রান করে আউট হন উথাপ্পা ৷ মাত্র 3 রানে আউট হয়ে যান অধিনায়ক রবীন্দ্র জাদেজা ৷ 40 রানে আউট হন রায়ডুও ৷

চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ যখন বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে ঠিক, তখনই রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব হন ধোনি ৷ প্রিটোরিয়াসকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি ৷ শেষ ওভারের জয়ের জন্য 17 রান দরকার ছিল চেন্নাইয়ের ৷ দুটি চার ও একটি ছয়-সহ প্রয়োজনীয় রান তুলে নেন ধোনি ৷ মুম্বইয়ের হয়ে এদিন 30 রান দিয়ে 4 উইকেট নেন ড্যানিয়েল স্যামস ৷ 4 ওভারে 48 রান দিয়ে 2 উইকেট নেন উনাদকট ৷

মুম্বই, 22 এপ্রিল : চলতি আইপিএলে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (CSK beats MI) ৷ সাত ম্যাচে সাতটিতেই হার, লজ্জার হারের নয়া নজির গড়ল নীতা আম্বানির দল ৷ বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ প্রায় জেতা ম্যাচ এদিন মুম্বইয়ের হাত থেকে ছিনিয়ে নেন মাহি ৷ শেষ ওভারে তাঁর দুটি চার ও একটি ছয়ে এদিন চেন্নাইকে জয় এনে দেয় ধোনি ৷ শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহি ৷ সেই সঙ্গে কোনও আইপিএল মরশুমে শুরুতে টানা সাত ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সাত উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ মুম্বইয়ের হয়ে এদিন সর্বোচ্চ 43 বলে 51 রান করে অপরাজিত থাকেন তিলক ভর্মা ৷ 21 বলে 32 রান করেন সূর্যকুমার যাদব ৷ ঋত্বিক শকিন করেন 25 বলে 25 রান ৷ চেন্নাইয়ের হয়ে 19 রানে 3 উইকেট নেন মুকেশ চৌধুরি ৷ ডোয়েন ব্র্যাভো নেন 36 রানে 2 উইকেট ৷

আরও পড়ুন : ‘দেশ সম্মান দেয়নি’, পদ্মশ্রী না পাওয়ার আক্ষেপ অশীতিপর জয়দীপের

156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই ৷ ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ 9 বলে 11 রান করে আউট হয়ে যান স্যান্টনার ৷ দুই উইকেট পড়ে যাওয়ার পর রবিন উথাপ্পা ও অম্বতি রায়ডু মিলে ম্যাচের হাল ধরেন ৷ দু'জনে মিলে 50 রানের জুটি বাঁধার পর 30 রান করে আউট হন উথাপ্পা ৷ মাত্র 3 রানে আউট হয়ে যান অধিনায়ক রবীন্দ্র জাদেজা ৷ 40 রানে আউট হন রায়ডুও ৷

চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ যখন বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে ঠিক, তখনই রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব হন ধোনি ৷ প্রিটোরিয়াসকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি ৷ শেষ ওভারের জয়ের জন্য 17 রান দরকার ছিল চেন্নাইয়ের ৷ দুটি চার ও একটি ছয়-সহ প্রয়োজনীয় রান তুলে নেন ধোনি ৷ মুম্বইয়ের হয়ে এদিন 30 রান দিয়ে 4 উইকেট নেন ড্যানিয়েল স্যামস ৷ 4 ওভারে 48 রান দিয়ে 2 উইকেট নেন উনাদকট ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.