ETV Bharat / sports

IPL 2023: সিএসকে বোলারদের অতিরিক্ত রান খরচের জেরে ‘ব্যান’ হবেন ধোনি, মত বীরুর

মহেন্দ্র সিং ধোনি ব্যান হতে পারেন ৷ এমনই মন্তব্য বীরেন্দ্র সেওয়াগের ৷ কারণ, সিএসকে বোলারদের অতিরিক্ত রান খরচ ৷ আর সেটা বন্ধ না হলে ধোনিকে নির্বাসনে যেতে হতে পারে বলে মন্তব্য করেন বীরু ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 18, 2023, 8:16 PM IST

বেঙ্গালুরু, 18 এপ্রিল: চেন্নাই সুপার কিংসের বোলারদের নিয়ে এবার বিরক্তি প্রকাশ করলেন বীরেন্দ্র সেওয়াগ ৷ আর সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করলেন, যদি সিএসকে বোলাররা তাঁদের অতিরিক্ত রান দেওয়ার সমস্যায় নিয়ন্ত্রণ না-করে, তাহলে অধিনায়ক ধোনির উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে ৷ একমাত্র বোলাররাই এই সমস্যা থেকে চেন্নাইকে বাঁচাতে পারেন ৷ সেওয়াগ জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় যেন না যায়, যেখানে ধোনিকে ব্যান করা হল ৷ আর সিএসকে-কে তাদের অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে ৷

উল্লেখ্য, এ বারের আইপিএল-এ প্রতি ম্যাচে সিএসকে বোলাররা অতিরিক্ত রানের বন্যা বইয়ে দিচ্ছেন ৷ আরসিবির বিরুদ্ধে সোমবারের ম্যাচে 11 রান অতিরিক্ত খরচ করেছেন সিএসকে বোলাররা ৷ যার মধ্যে 6টি ওয়াইড বল করেছেন তাঁরা ৷ এমনকি স্পিনাররা পর্যন্ত ওয়াইড বল করে গিয়েছেন ৷ যা নিয়ে ধোনি নিজেও অসন্তোষ প্রকাশ করেছিলেন ৷ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের বোলাররা অতিরিক্ত 18 রান দিয়েছিলেন ৷ যা নিয়ে ধোনি অসন্তোষ চেপে রাখতে পারেননি ৷

আর সেই নিয়েই বীরেন্দ্র সেওয়াগের ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকার তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে ধোনিকে ছাড়াই মাঠে নামতে হতে পারে চেন্নাই সুপার কিংসকে ৷ সেওয়াগ বলেন, ‘‘ধোনি নিজেও আগে বলেছেন যে, বোলারদের ওয়াইড ও নো বলে নিয়ন্ত্রণ করতে হবে ৷ বিশেষত, স্পিনারদের ৷ তাঁরা একটা ম্যাচে 6টা ওয়াইড করছে এটা মানা যায় না ৷’’ উল্লেখ্য, ধোনি সুপার জায়েন্টস ম্যাচের পর বোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন ৷ স্পষ্ট ভাষায় বলেছিলেন, এভাবে চললে দলকে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ৷

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিরাটের 10 শতাংশ ম্যাচ ফি কাটলেন ম্যাচ রেফারি

উল্লেখ্য, টুর্নামেন্টের শুরু থেকেই চেন্নাইয়ের বোলিং দুর্বল ৷ শুধুমাত্র ব্যাটাররা স্কোরবোর্ডে বড় রান তুলে দেওয়ার কারণে, পরিস্থিতি সামলে যাচ্ছে ৷ কিন্তু, বাস্তবে চেন্নাইয়ের বোলিং এই আইপিএল-এ সবচেয়ে দুর্বল ৷ তার মধ্যে দীপক চাহার, মুকেশ চৌধুরী এবং সিসাঙ্গা মাগালা চোটের কারণে বাইরে ৷ বেন স্টোকস হাঁটুর চোটের জন্য বল করতে পারবেন না ৷ এই অবস্থায় তরুণ বোলারদের নিয়ে কাজ চালাতে হচ্ছে ধোনিকে ৷

বেঙ্গালুরু, 18 এপ্রিল: চেন্নাই সুপার কিংসের বোলারদের নিয়ে এবার বিরক্তি প্রকাশ করলেন বীরেন্দ্র সেওয়াগ ৷ আর সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করলেন, যদি সিএসকে বোলাররা তাঁদের অতিরিক্ত রান দেওয়ার সমস্যায় নিয়ন্ত্রণ না-করে, তাহলে অধিনায়ক ধোনির উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে ৷ একমাত্র বোলাররাই এই সমস্যা থেকে চেন্নাইকে বাঁচাতে পারেন ৷ সেওয়াগ জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় যেন না যায়, যেখানে ধোনিকে ব্যান করা হল ৷ আর সিএসকে-কে তাদের অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে ৷

উল্লেখ্য, এ বারের আইপিএল-এ প্রতি ম্যাচে সিএসকে বোলাররা অতিরিক্ত রানের বন্যা বইয়ে দিচ্ছেন ৷ আরসিবির বিরুদ্ধে সোমবারের ম্যাচে 11 রান অতিরিক্ত খরচ করেছেন সিএসকে বোলাররা ৷ যার মধ্যে 6টি ওয়াইড বল করেছেন তাঁরা ৷ এমনকি স্পিনাররা পর্যন্ত ওয়াইড বল করে গিয়েছেন ৷ যা নিয়ে ধোনি নিজেও অসন্তোষ প্রকাশ করেছিলেন ৷ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের বোলাররা অতিরিক্ত 18 রান দিয়েছিলেন ৷ যা নিয়ে ধোনি অসন্তোষ চেপে রাখতে পারেননি ৷

আর সেই নিয়েই বীরেন্দ্র সেওয়াগের ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকার তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে ধোনিকে ছাড়াই মাঠে নামতে হতে পারে চেন্নাই সুপার কিংসকে ৷ সেওয়াগ বলেন, ‘‘ধোনি নিজেও আগে বলেছেন যে, বোলারদের ওয়াইড ও নো বলে নিয়ন্ত্রণ করতে হবে ৷ বিশেষত, স্পিনারদের ৷ তাঁরা একটা ম্যাচে 6টা ওয়াইড করছে এটা মানা যায় না ৷’’ উল্লেখ্য, ধোনি সুপার জায়েন্টস ম্যাচের পর বোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন ৷ স্পষ্ট ভাষায় বলেছিলেন, এভাবে চললে দলকে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ৷

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিরাটের 10 শতাংশ ম্যাচ ফি কাটলেন ম্যাচ রেফারি

উল্লেখ্য, টুর্নামেন্টের শুরু থেকেই চেন্নাইয়ের বোলিং দুর্বল ৷ শুধুমাত্র ব্যাটাররা স্কোরবোর্ডে বড় রান তুলে দেওয়ার কারণে, পরিস্থিতি সামলে যাচ্ছে ৷ কিন্তু, বাস্তবে চেন্নাইয়ের বোলিং এই আইপিএল-এ সবচেয়ে দুর্বল ৷ তার মধ্যে দীপক চাহার, মুকেশ চৌধুরী এবং সিসাঙ্গা মাগালা চোটের কারণে বাইরে ৷ বেন স্টোকস হাঁটুর চোটের জন্য বল করতে পারবেন না ৷ এই অবস্থায় তরুণ বোলারদের নিয়ে কাজ চালাতে হচ্ছে ধোনিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.