ETV Bharat / sports

MS Dhoni: মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার - আইপিএলের ফাইনাল ম্যাচ

মুম্বইয়ের হাসপাতালে মহেন্দ্র সিং ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হল বৃহস্পতিবার ৷ দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

MS Dhoni
MS Dhoni
author img

By

Published : Jun 1, 2023, 8:43 PM IST

মুম্বই, 1 জুন: গত সোমবার আইপিএলের ফাইনাল ম্যাচে খেলেছেন ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব ৷ সেই সাফল্যের রেশ কাটার আগেই হাসপাতালে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তাঁর হাঁটুর একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হল ।

জানা গিয়েছে যে ধোনিকে বুধবার সন্ধ্যায় বাণিজ্যনগরীর ওই হাসপাতালে ভরতি করানো হয় ৷ স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ড. দিনশ পারদিওয়ালা অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ এই চিকিৎসকই ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থেরও অস্ত্রোপচার করেছেন ৷

বৃহস্পতিবার ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ধোনির হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ সিএসকে-র এই উইকেটরক্ষক-ব্যাটারকে 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে ৷ তার পর পুরোপুরি ফিট হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে ৷ এই সময়ের মধ্যে ড. পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন ৷

প্রসঙ্গত, ধোনির যে হাঁটুতে চোট রয়েছে, তা আইপিএলের শুরুতে স্পষ্ট হচ্ছিল ৷ সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং এর আগে জানিয়েছিলেন যে কিংবদন্তি এই ক্রিকেটারের বাম হাঁটুতে সমস্যা হচ্ছে এবং ধোনিকে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে । ধোনি পুরো আইপিএল মরসুম খেলেছেন হাঁটু শক্তভাবে বাঁধা অবস্থায় ।

কিন্তু আইপিএল শেষ হওয়ার পরই ধোনি আমেদাবাদ থেকে সোজা চলে যান মুম্বইতে ড. পারদিওয়ালার কাছে ৷ তাঁর স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভা এবং সিএসকে ম্যানেজমেন্টের নির্বাচিত একজন বিশেষজ্ঞ সঙ্গে ছিলেন ।

এবারের আইপিএলে ধোনির অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে ৷ তবে ফাইনালের পর ধোনি সেই জল্পনা উড়িয়ে দিয়ে আগামী মরশুমে আরও একবার হলুদ জার্সি পরে চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন ৷ এখন দেখার হাঁটুর চোট সারিয়ে তিনি আবার মাঠে ফেরেন নাকি আন্তর্জাতিক কেরিয়ারের মতো আইপিএল কেরিয়ার থেকেও নীরবে বিদায় নেন !

আরও পড়ুন: আইপিএল-এর পরিভাষা তিনিই, বলছে মাহি-র পরিসংখ্যান

মুম্বই, 1 জুন: গত সোমবার আইপিএলের ফাইনাল ম্যাচে খেলেছেন ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব ৷ সেই সাফল্যের রেশ কাটার আগেই হাসপাতালে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তাঁর হাঁটুর একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হল ।

জানা গিয়েছে যে ধোনিকে বুধবার সন্ধ্যায় বাণিজ্যনগরীর ওই হাসপাতালে ভরতি করানো হয় ৷ স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ড. দিনশ পারদিওয়ালা অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ এই চিকিৎসকই ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থেরও অস্ত্রোপচার করেছেন ৷

বৃহস্পতিবার ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ধোনির হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ সিএসকে-র এই উইকেটরক্ষক-ব্যাটারকে 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে ৷ তার পর পুরোপুরি ফিট হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে ৷ এই সময়ের মধ্যে ড. পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন ৷

প্রসঙ্গত, ধোনির যে হাঁটুতে চোট রয়েছে, তা আইপিএলের শুরুতে স্পষ্ট হচ্ছিল ৷ সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং এর আগে জানিয়েছিলেন যে কিংবদন্তি এই ক্রিকেটারের বাম হাঁটুতে সমস্যা হচ্ছে এবং ধোনিকে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে । ধোনি পুরো আইপিএল মরসুম খেলেছেন হাঁটু শক্তভাবে বাঁধা অবস্থায় ।

কিন্তু আইপিএল শেষ হওয়ার পরই ধোনি আমেদাবাদ থেকে সোজা চলে যান মুম্বইতে ড. পারদিওয়ালার কাছে ৷ তাঁর স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভা এবং সিএসকে ম্যানেজমেন্টের নির্বাচিত একজন বিশেষজ্ঞ সঙ্গে ছিলেন ।

এবারের আইপিএলে ধোনির অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে ৷ তবে ফাইনালের পর ধোনি সেই জল্পনা উড়িয়ে দিয়ে আগামী মরশুমে আরও একবার হলুদ জার্সি পরে চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন ৷ এখন দেখার হাঁটুর চোট সারিয়ে তিনি আবার মাঠে ফেরেন নাকি আন্তর্জাতিক কেরিয়ারের মতো আইপিএল কেরিয়ার থেকেও নীরবে বিদায় নেন !

আরও পড়ুন: আইপিএল-এর পরিভাষা তিনিই, বলছে মাহি-র পরিসংখ্যান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.