ETV Bharat / sports

IPL 2023: ঈশান-সূর্যর ব্যাটিং মূর্ছনা, 214 রান তাড়া করে 'পঞ্জাব জয়' মুম্বইয়ের

214 রান তাড়া করে পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারাল মুম্বই। পল্টনদের জয়ের নায়ক ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব ।

IPL 2023
মোহালিতে সূর্যর ব্যাটে ঝড়
author img

By

Published : May 4, 2023, 12:41 AM IST

মোহালি, 3 মে: লিগ টেবিলে ছয় বনাম সাতের লড়াই । যা প্লে-অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে ছিল ভীষণই গুরুত্বপূর্ণ । মোহালিতে গুরুত্বপূর্ণ সেই ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার প্রশ্নে অনেকটা এগোল মুম্বই ইন্ডিয়ান্স । 214 রান তাড়া করে পঞ্জাব কিংসকে ঘরের মাঠে হারাল তারা। পল্টনদের জয়ের নায়ক ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব । দুই টপ অর্ডার ব্যাটারের ব্যাটিং মূর্ছনায় সাত বল বাকি থাকতে 6 উইকেটে জিতল মুম্বই । 41 বলে 75 রান করলেন ঈশান । আরও বিধ্বংসী সূর্যর ব্যাট থেকে এল মাত্র 31 বলে 66 রান ।

অ্যাওয়ে ম্যাচে টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নেন পল্টনদের অধিনায়ক রোহিত শর্মা । দু'দলই গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় তুল্যমূল্য লড়াই দেখার প্রতীক্ষায় ছিলেন মোহালির দর্শকরা । তাদের সেই প্রত্যাশায় মান্যতা দিয়ে রানের পাহাড়ে চড়ে পঞ্জাব । প্রীতির দলের প্রথম তিন ব্যাটার প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান এবং ম্যাথু শর্ট বড় রান না-পেলেও চতুর্থ উইকেটে লিয়াম লিভিংস্টোন এবং জীতেশ শর্মার অবিচ্ছেদ্য জুটিতে বিপক্ষকে বিশাল রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় হোম টিম । চতুর্থ উইকেটে দু'জনে যোগ করেন 119 রান।

ইংরেজ ব্যাটার 42 বলে ঝোড়ো 82 রান করে অপরাজিত থাকেন । তাঁর ইনিংসে ছিল 7টি চার ও 4টি ছয় । অন্যদিকে 5টি চার, 2টি ছক্কা হাঁকিয়ে 27 বলে 49 রানে নট-আউট থাকেন জীতেশ । 20 ওভারে 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 214 রান তোলে পঞ্জাব । কঠিন লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রতি-আক্রমণের রাস্তায় হাঁটে মুম্বই । রোহিত শর্মা শূন্য রানে ফিরলেও কঠিন রানের টার্গেট কখনোই বোঝা হয়ে দাঁড়ায়নি মুম্বইয়ের জন্য । সৌজন্যে ঈশান কিষাণ-সূর্যকুমারের বিস্ফোরক ব্যাটিং । গ্রিন 23 রানে ফিরলেও তৃতীয় উইকেটে দুই ব্যাটারের জুটিতে 116 রান পাঁচবারের চ্যাম্পিয়নদের জয়ের রাস্তা অনেকটাই সুগম করে ।

আরও পড়ুন: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নিজামের শহরেও নাইটদের কাঁটা ধারাবাহিকতা

8টি চার, 2টি ছয়ে 31 বলে 66 করে আউট হন 'স্কাই' । ঈশান 75 রানে যখন ফেরেন দলের রান তখন 16.1 ওভারে 178 । বাকি কাজটা সারেন গত ম্যাচের নায়ক টিম ডেভিড এবং তিলক বর্মা । 10 বলে 19 রানে অপরাজিত থাকেন ডেভিড । ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিলক । 10 বলে অপরাজিত 26 রান করেন তিলক । জয়ের পর 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ছ'য়ে উঠে এলে মুম্বই । অন্যদিকে 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল পঞ্জাব ।

মোহালি, 3 মে: লিগ টেবিলে ছয় বনাম সাতের লড়াই । যা প্লে-অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে ছিল ভীষণই গুরুত্বপূর্ণ । মোহালিতে গুরুত্বপূর্ণ সেই ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার প্রশ্নে অনেকটা এগোল মুম্বই ইন্ডিয়ান্স । 214 রান তাড়া করে পঞ্জাব কিংসকে ঘরের মাঠে হারাল তারা। পল্টনদের জয়ের নায়ক ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব । দুই টপ অর্ডার ব্যাটারের ব্যাটিং মূর্ছনায় সাত বল বাকি থাকতে 6 উইকেটে জিতল মুম্বই । 41 বলে 75 রান করলেন ঈশান । আরও বিধ্বংসী সূর্যর ব্যাট থেকে এল মাত্র 31 বলে 66 রান ।

অ্যাওয়ে ম্যাচে টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নেন পল্টনদের অধিনায়ক রোহিত শর্মা । দু'দলই গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় তুল্যমূল্য লড়াই দেখার প্রতীক্ষায় ছিলেন মোহালির দর্শকরা । তাদের সেই প্রত্যাশায় মান্যতা দিয়ে রানের পাহাড়ে চড়ে পঞ্জাব । প্রীতির দলের প্রথম তিন ব্যাটার প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান এবং ম্যাথু শর্ট বড় রান না-পেলেও চতুর্থ উইকেটে লিয়াম লিভিংস্টোন এবং জীতেশ শর্মার অবিচ্ছেদ্য জুটিতে বিপক্ষকে বিশাল রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় হোম টিম । চতুর্থ উইকেটে দু'জনে যোগ করেন 119 রান।

ইংরেজ ব্যাটার 42 বলে ঝোড়ো 82 রান করে অপরাজিত থাকেন । তাঁর ইনিংসে ছিল 7টি চার ও 4টি ছয় । অন্যদিকে 5টি চার, 2টি ছক্কা হাঁকিয়ে 27 বলে 49 রানে নট-আউট থাকেন জীতেশ । 20 ওভারে 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 214 রান তোলে পঞ্জাব । কঠিন লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রতি-আক্রমণের রাস্তায় হাঁটে মুম্বই । রোহিত শর্মা শূন্য রানে ফিরলেও কঠিন রানের টার্গেট কখনোই বোঝা হয়ে দাঁড়ায়নি মুম্বইয়ের জন্য । সৌজন্যে ঈশান কিষাণ-সূর্যকুমারের বিস্ফোরক ব্যাটিং । গ্রিন 23 রানে ফিরলেও তৃতীয় উইকেটে দুই ব্যাটারের জুটিতে 116 রান পাঁচবারের চ্যাম্পিয়নদের জয়ের রাস্তা অনেকটাই সুগম করে ।

আরও পড়ুন: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নিজামের শহরেও নাইটদের কাঁটা ধারাবাহিকতা

8টি চার, 2টি ছয়ে 31 বলে 66 করে আউট হন 'স্কাই' । ঈশান 75 রানে যখন ফেরেন দলের রান তখন 16.1 ওভারে 178 । বাকি কাজটা সারেন গত ম্যাচের নায়ক টিম ডেভিড এবং তিলক বর্মা । 10 বলে 19 রানে অপরাজিত থাকেন ডেভিড । ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিলক । 10 বলে অপরাজিত 26 রান করেন তিলক । জয়ের পর 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ছ'য়ে উঠে এলে মুম্বই । অন্যদিকে 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল পঞ্জাব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.