ETV Bharat / sports

IPL 2023: আইপিএল ক্লাসিকোয় বোলিং বিভাগই নিয়ে চিন্তায় দুই অধিনায়ক - আইপিএল ক্লাসিকোয় বোলিং

আজ আরব সাগরের পাড়ে মুখোমুখি হচ্ছে আইপিএল এর সবচেয়ে সফল দুই দল ৷ যে ম্যাচে একাধিক বিভাগে নিজেদের গাফিলতি গুলি শুধরে নিতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ৷

IPL 2023 MI vs CSK ETV BHARAT
IPL 2023 MI vs CSK
author img

By

Published : Apr 8, 2023, 10:34 AM IST

Updated : Apr 8, 2023, 12:14 PM IST

মুম্বই, 8 এপ্রিল: শনিবার আইপিএল ক্লাসিকোয় মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ৷ আইপিএল-এর সফলতম দুই দলের লড়াইয়ে আজ মুখোমুখি রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি ৷ আরব সাগরের পারে সন্ধ্যার এই ম্যাচে আজ কিছুটা হলেও এগিয়ে থেকে নামতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের দল ৷ অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রি হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মারা ৷ তবে, আজকের ম্যাচ জিততে হলে মুম্বই ইন্ডিয়ান্সকে একাধিক গলদ শুধরোতে হবে ৷ ব্যাটিং থেকে বোলিং নানা বিভাগেই উন্নতি করতে হবে রোহিতদের ৷

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হার দিয়ে শুরু হয়েছিল চেন্নাই সুপার কিংসের 16 তম সিজনের যাত্রা ৷ কিন্তু, ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই মুম্বইয়ের বিরুদ্ধে নামবে সিএসকে ৷ চেন্নাইয়ের ওপেনিং জুটি গত ম্যাচে কামাল করেছে ৷ ওপেনিংয়ে এবারের আইপিএল-এর দ্বিতীয় সেঞ্চুরি পার্টনারশিপ এসেছে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের মধ্যে ৷ রুতুরাজ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন ৷ কনওয়ে জাতীয় দলের ফর্ম বজায় রেখেছেন ৷

তবে, চেন্নাইয়ের চিন্তা কেবল তাঁদের মিডল-অর্ডার ৷ মইন আলি ভালো শুরু করেও দ্রুত উইকেট দিয়ে আসছেন ৷ আর গত দুই ম্যাচে বেন স্টোকস ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ৷ এই দুই বিদেশি ক্রিকেটারের রান না পাওয়া চেন্নাইকে চাপে রাখবে মুম্বইয়ের বিরুদ্ধে ৷ তবে, বল হাতে চেন্নাইয়ের স্পিনাররা অসাধারণ পারফর্ম করছেন ৷ মইন আলি শেষ ম্যাচে 4 উইকতেট নিয়ে সিএসকে-কে ম্যাচ জিতিয়েছেন ৷ কিন্তু, ধোনির চিন্তা তাঁর পেস ব্যাটারি ৷ দীপক চাহার, বেন স্টোকস, তুষার দেশপান্ডে এবং রাজবর্ধন হাংগারগেকর, কোনও পেসারই রান আটকাতে ব্যর্থ ৷ এমনকি নতুন বলে উইকেট তুলতে পারছেন না ৷

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বাবা, প্রতিকূলতাকে হারিয়ে আইপিএল মঞ্চে উজ্জ্বল দিল্লির সুয়াশ

অন্যদিকে, মুম্বই এবারের আইপিএল-এ সবে একটি মাত্র ম্যাচ খেলেছে ৷ তাই প্রথম ম্যাচের হিসেবে মূল্যায়ণ করলে, মুম্বইকে তাদের একশো শতাংশ পারফর্ম্যান্স নিয়ে ভাবতে হবে ৷ ব্যাটিংয়ে ওপেনিং প্রথম ম্যাচে চলেনি ৷ রোহিত এবং ঈশান কিষাণ দু’জনেই ব্যর্থ ৷ ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে প্রভাবিত করতে পারেননি 3 নম্বরে নেমে ৷ সূর্যকুমার যাদবও ব্যর্থ ৷ একমাত্র তিলক বর্মা মুম্বইয়ের পজিটিভ পাওয়া ৷ আর বোলিং বিভাগও মুম্বই ইন্ডিয়ান্সের পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷ বিশেষত, দুই বিদেশি জ্যাসন বেহর্নড্রফ এবং জোফরা আর্চার ৷ পীযূশ চাওলা বাদে সব বোলারই ব্যর্থ প্রথম ম্যাচে ৷ কোনও সুযোগই তৈরি করতে পারেননি তাঁরা ৷ তাই চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে আজকের ম্যাচ মুম্বই পল্টনদের জন্য বড় পরীক্ষা ৷

মুম্বই, 8 এপ্রিল: শনিবার আইপিএল ক্লাসিকোয় মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ৷ আইপিএল-এর সফলতম দুই দলের লড়াইয়ে আজ মুখোমুখি রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি ৷ আরব সাগরের পারে সন্ধ্যার এই ম্যাচে আজ কিছুটা হলেও এগিয়ে থেকে নামতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের দল ৷ অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রি হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মারা ৷ তবে, আজকের ম্যাচ জিততে হলে মুম্বই ইন্ডিয়ান্সকে একাধিক গলদ শুধরোতে হবে ৷ ব্যাটিং থেকে বোলিং নানা বিভাগেই উন্নতি করতে হবে রোহিতদের ৷

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হার দিয়ে শুরু হয়েছিল চেন্নাই সুপার কিংসের 16 তম সিজনের যাত্রা ৷ কিন্তু, ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই মুম্বইয়ের বিরুদ্ধে নামবে সিএসকে ৷ চেন্নাইয়ের ওপেনিং জুটি গত ম্যাচে কামাল করেছে ৷ ওপেনিংয়ে এবারের আইপিএল-এর দ্বিতীয় সেঞ্চুরি পার্টনারশিপ এসেছে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের মধ্যে ৷ রুতুরাজ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন ৷ কনওয়ে জাতীয় দলের ফর্ম বজায় রেখেছেন ৷

তবে, চেন্নাইয়ের চিন্তা কেবল তাঁদের মিডল-অর্ডার ৷ মইন আলি ভালো শুরু করেও দ্রুত উইকেট দিয়ে আসছেন ৷ আর গত দুই ম্যাচে বেন স্টোকস ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ৷ এই দুই বিদেশি ক্রিকেটারের রান না পাওয়া চেন্নাইকে চাপে রাখবে মুম্বইয়ের বিরুদ্ধে ৷ তবে, বল হাতে চেন্নাইয়ের স্পিনাররা অসাধারণ পারফর্ম করছেন ৷ মইন আলি শেষ ম্যাচে 4 উইকতেট নিয়ে সিএসকে-কে ম্যাচ জিতিয়েছেন ৷ কিন্তু, ধোনির চিন্তা তাঁর পেস ব্যাটারি ৷ দীপক চাহার, বেন স্টোকস, তুষার দেশপান্ডে এবং রাজবর্ধন হাংগারগেকর, কোনও পেসারই রান আটকাতে ব্যর্থ ৷ এমনকি নতুন বলে উইকেট তুলতে পারছেন না ৷

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত বাবা, প্রতিকূলতাকে হারিয়ে আইপিএল মঞ্চে উজ্জ্বল দিল্লির সুয়াশ

অন্যদিকে, মুম্বই এবারের আইপিএল-এ সবে একটি মাত্র ম্যাচ খেলেছে ৷ তাই প্রথম ম্যাচের হিসেবে মূল্যায়ণ করলে, মুম্বইকে তাদের একশো শতাংশ পারফর্ম্যান্স নিয়ে ভাবতে হবে ৷ ব্যাটিংয়ে ওপেনিং প্রথম ম্যাচে চলেনি ৷ রোহিত এবং ঈশান কিষাণ দু’জনেই ব্যর্থ ৷ ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে প্রভাবিত করতে পারেননি 3 নম্বরে নেমে ৷ সূর্যকুমার যাদবও ব্যর্থ ৷ একমাত্র তিলক বর্মা মুম্বইয়ের পজিটিভ পাওয়া ৷ আর বোলিং বিভাগও মুম্বই ইন্ডিয়ান্সের পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷ বিশেষত, দুই বিদেশি জ্যাসন বেহর্নড্রফ এবং জোফরা আর্চার ৷ পীযূশ চাওলা বাদে সব বোলারই ব্যর্থ প্রথম ম্যাচে ৷ কোনও সুযোগই তৈরি করতে পারেননি তাঁরা ৷ তাই চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে আজকের ম্যাচ মুম্বই পল্টনদের জন্য বড় পরীক্ষা ৷

Last Updated : Apr 8, 2023, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.