ETV Bharat / sports

করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে ওয়াংখেড়ে-তে - ওয়াংখেড়ে

এমসিএ সচিব সঞ্জয় নায়েক এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে বলেছেন ৷ তা না হলে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না ৷

MCA officials have been asked to carry a negative Covid-19 report to attend IPL matches at the Wankhede Stadium
করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে ওয়াংখেড়ে-তে
author img

By

Published : Apr 10, 2021, 8:57 PM IST

মুম্বই, 10 এপ্রিল : আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হলে কোভিড-19 নেগেটিভ রিপোর্ট নিয়ে ঢুকতে হবে সকল অফিসিয়াল এবং সদস্যদের ৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে নজর রেখেই এই নির্দেশিকা জারি করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এমনকি ভ্যাকসিনের দু’টো ডোজ় নিয়েছেন এমন ম্যাচ অফিসিয়াল এবং সদস্যদেরও কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে স্টেডিয়ামে আসতে হবে ৷ তা না হলে তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না ৷

সংবাদ সংস্থার কাছে এ নিয়ে একটি চিঠি হাতে এসেছে ৷ যেখানে এমসিএ সচিব সঞ্জয় নায়েক এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে বলেছেন ৷ তা না হলে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না ৷ যে চিঠিতে এমসিএ সচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘বিসিসিআই প্রোটোকল অনুযায়ী, যাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল 2021-র ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবেন ৷ তাঁদের 48 ঘণ্টা আগে করানো কোভিডের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ম্যাচের দিন সঙ্গে নিয়ে আসতে হবে ৷’’

আরও পড়ুন : শেষ বলে দুরন্ত জয়, মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি

তাই নয়, যাঁরা ইতিমধ্যে করোনার ভ্যাকসিন নিয়েছেন তাঁদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে সঞ্জয় নায়েক চিঠিতে লিখেছেন, ‘‘যাঁরা টিকাকরণ করিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশিকা লাগু হবে ৷ সেই রিপোর্ট প্রতিটি ম্যাচের দিন প্রবেশের সময় দেখাতে হবে ৷ অতএব, আপনাদের কাছে আবেদন করা হচ্ছে, নিজেদের পরীক্ষা করান এবং সেই মতো নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে ম্যাচের দিন মাঠে আসুন ৷’’

আইপিএল 14-তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট 10 ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ 10 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে এই ম্যাচগুলি খেলা হবে ৷

মুম্বই, 10 এপ্রিল : আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হলে কোভিড-19 নেগেটিভ রিপোর্ট নিয়ে ঢুকতে হবে সকল অফিসিয়াল এবং সদস্যদের ৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে নজর রেখেই এই নির্দেশিকা জারি করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এমনকি ভ্যাকসিনের দু’টো ডোজ় নিয়েছেন এমন ম্যাচ অফিসিয়াল এবং সদস্যদেরও কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে স্টেডিয়ামে আসতে হবে ৷ তা না হলে তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না ৷

সংবাদ সংস্থার কাছে এ নিয়ে একটি চিঠি হাতে এসেছে ৷ যেখানে এমসিএ সচিব সঞ্জয় নায়েক এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে বলেছেন ৷ তা না হলে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না ৷ যে চিঠিতে এমসিএ সচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘বিসিসিআই প্রোটোকল অনুযায়ী, যাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল 2021-র ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবেন ৷ তাঁদের 48 ঘণ্টা আগে করানো কোভিডের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ম্যাচের দিন সঙ্গে নিয়ে আসতে হবে ৷’’

আরও পড়ুন : শেষ বলে দুরন্ত জয়, মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি

তাই নয়, যাঁরা ইতিমধ্যে করোনার ভ্যাকসিন নিয়েছেন তাঁদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে সঞ্জয় নায়েক চিঠিতে লিখেছেন, ‘‘যাঁরা টিকাকরণ করিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশিকা লাগু হবে ৷ সেই রিপোর্ট প্রতিটি ম্যাচের দিন প্রবেশের সময় দেখাতে হবে ৷ অতএব, আপনাদের কাছে আবেদন করা হচ্ছে, নিজেদের পরীক্ষা করান এবং সেই মতো নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে ম্যাচের দিন মাঠে আসুন ৷’’

আইপিএল 14-তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট 10 ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ 10 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে এই ম্যাচগুলি খেলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.