ETV Bharat / sports

IPL 2023: বিভ্রান্ত-ময়ঙ্কের ব্যাটে 2 বছর পর ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপ সানরাইজার্সের - IPL

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মুম্বই ইন্ডিয়ান্সকে নির্ধারিত 20 ওভারে করতে হবে 201 রান ৷ ওপেনিং জুটির সেঞ্চুরি পার্টনারশিপের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ 5 উইকেট হারিয়ে 200 রান তুলেছে স্কোর বোর্ডে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 21, 2023, 5:58 PM IST

মুম্বই, 21 মে: ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেওয়ার পর থেকে ওপেনিংয়ে কোনও সেঞ্চুরি পার্টনারশিপ ছিল না অরেঞ্জ আর্মির ৷ দুই সিজন পর অবশেষে সানরাইজার্সের কোনও ওপেনিং জুটি সেঞ্চুরি পার্টনারশিপ করল ৷ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ময়ঙ্ক আগরওয়াল (83) এবং বিভ্রান্ত শর্মা (69) 140 রানের পার্টনারশিপ করেছে প্রথম উইকেটে ৷ আর এই দু’জনের ইনিংসের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেট হারিয়ে 200 রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷

জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বিভ্রান্ত শর্মা সানরাইজার্সের এবারের শেষ ম্যাচে আইপিএল অভিষেক করেছেন ৷ আর অভিষেকেই 47 বলে 69 রান করে নিজের স্পিন খেলার দক্ষতা দেখিয়েছেন ৷ সঙ্গে অভিজ্ঞ ময়ঙ্ক আগরওয়াল 46 বলে 83 রান করেছেন ৷ এই সিজনে এটি ময়ঙ্কের একমাত্র হাফ সেঞ্চুরি ৷ তবে, বিভ্রান্ত এবং ময়ঙ্ক আউট হতেই ভেঙে পড়ে অরেঞ্জ আর্মির ব্যাটিং লাইন-আপ ৷

গত ম্যাচে সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন 13 বলে মাত্র 18 রান করে আউট হন ৷ গ্লেন ফিলিপ্স মাত্র 1 রান করেন ৷ হ্যারি ব্রুক খাতা খুলতে পারেননি ৷ শেষে অধিনায়ক এডেন মার্করাম 7 বলে 13 রানে অপরাজিত থাকেন ৷ অন্যদিকে, শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা রানের বন্যা বইয়ে দিয়েছিলেন ৷ জেসন বেহার্নডর্ফ ক্রিস জর্ডন, আকাশ মাধওয়াল, পীযূষ চাওলা এবং কুমার কার্তিকেয়া প্রচুর রান খরচ করেছেন ৷

আরও পড়ুন: হার-জিত ও অংকের জটিল সমীকরণে আটকে প্লে-অফস এর চতুর্থ দলের ভাগ্য

পীযূষ চাওলা এ দিন কোনও উইকেট না পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে সমস্যা হয়ে যায় ৷ তবে, স্লগ ওভারে আকাশ মাধওয়ালের পেস বোলিং ও ইয়র্করের কাছে অসহয়া আত্মসমর্পণ করে সাইনরাইজার্সের মিডল অর্ডার ৷ অন্যদিকে, 11.4 ওভার অর্থাৎ, 70 বলে 201 রানের টার্গেটে পৌঁছতে পারলে মুম্বই ইন্ডিয়ান্স আরসিবি-কে নেট রানরেটে টপকে যেতে পারবে ৷ তবে, এর বাস্তবতা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে ৷

মুম্বই, 21 মে: ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেওয়ার পর থেকে ওপেনিংয়ে কোনও সেঞ্চুরি পার্টনারশিপ ছিল না অরেঞ্জ আর্মির ৷ দুই সিজন পর অবশেষে সানরাইজার্সের কোনও ওপেনিং জুটি সেঞ্চুরি পার্টনারশিপ করল ৷ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ময়ঙ্ক আগরওয়াল (83) এবং বিভ্রান্ত শর্মা (69) 140 রানের পার্টনারশিপ করেছে প্রথম উইকেটে ৷ আর এই দু’জনের ইনিংসের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেট হারিয়ে 200 রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷

জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বিভ্রান্ত শর্মা সানরাইজার্সের এবারের শেষ ম্যাচে আইপিএল অভিষেক করেছেন ৷ আর অভিষেকেই 47 বলে 69 রান করে নিজের স্পিন খেলার দক্ষতা দেখিয়েছেন ৷ সঙ্গে অভিজ্ঞ ময়ঙ্ক আগরওয়াল 46 বলে 83 রান করেছেন ৷ এই সিজনে এটি ময়ঙ্কের একমাত্র হাফ সেঞ্চুরি ৷ তবে, বিভ্রান্ত এবং ময়ঙ্ক আউট হতেই ভেঙে পড়ে অরেঞ্জ আর্মির ব্যাটিং লাইন-আপ ৷

গত ম্যাচে সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন 13 বলে মাত্র 18 রান করে আউট হন ৷ গ্লেন ফিলিপ্স মাত্র 1 রান করেন ৷ হ্যারি ব্রুক খাতা খুলতে পারেননি ৷ শেষে অধিনায়ক এডেন মার্করাম 7 বলে 13 রানে অপরাজিত থাকেন ৷ অন্যদিকে, শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা রানের বন্যা বইয়ে দিয়েছিলেন ৷ জেসন বেহার্নডর্ফ ক্রিস জর্ডন, আকাশ মাধওয়াল, পীযূষ চাওলা এবং কুমার কার্তিকেয়া প্রচুর রান খরচ করেছেন ৷

আরও পড়ুন: হার-জিত ও অংকের জটিল সমীকরণে আটকে প্লে-অফস এর চতুর্থ দলের ভাগ্য

পীযূষ চাওলা এ দিন কোনও উইকেট না পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে সমস্যা হয়ে যায় ৷ তবে, স্লগ ওভারে আকাশ মাধওয়ালের পেস বোলিং ও ইয়র্করের কাছে অসহয়া আত্মসমর্পণ করে সাইনরাইজার্সের মিডল অর্ডার ৷ অন্যদিকে, 11.4 ওভার অর্থাৎ, 70 বলে 201 রানের টার্গেটে পৌঁছতে পারলে মুম্বই ইন্ডিয়ান্স আরসিবি-কে নেট রানরেটে টপকে যেতে পারবে ৷ তবে, এর বাস্তবতা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.