ETV Bharat / sports

IPL 2023: আইপিএল-এ ‘সূর্যাস্ত’ হায়দরাবাদের, দর্শকদের বিশৃঙ্খল আচরণে বন্ধ থাকল ম্যাচ - LSG Win by 7 Wickets Against SRH

লখনউ সুপার জায়ান্টসের কাছে 7 উইকেটে হেরে এই মরশুমে আইপিএল যাত্রা প্রায় শেষ সানরাইজার্স হায়দরাবাদের ৷ সেই সঙ্গে মাঠের বাইরে দর্শকদের বিশৃঙ্খলার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ম্যাচ ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 13, 2023, 8:36 PM IST

হায়দরাবাদ, 13 মে: আইপিএল প্লে-অফের দৌড় থেকে কার্যত বিদায় সানরাইজার্স হায়দরাবাদের ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে 7 উইকেটে হারল নিজামের শহরের দল ৷ শেষ 5 ওভারে এলএসজি-র ব্যাটারদের তাণ্ডবে রীতিমত দিশেহারা দেখাল হায়দরাবাদ দলকে ৷ 16 নম্বর ওভারে অভিষেক শর্মাকে 5টি ছক্কা হাঁকালেন মার্কস স্টইনিস এবং নিকোলাস পুরান ৷ 64 রানের অপরাজিত ইনিংস খেলেছেন প্রেরক মানকন্ড ৷ আর সব মিলিয়ে 4 বল বাকি থাকতে 183 রানের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টসরা ৷ তবে, এ সবের মাঝেই এসআরএইচ-এর ইনিংসের শেষ ওভারে দর্শকদের বিশৃঙ্খল আচরণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকল ৷

শনিবারের ডবল হেডারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্কক্রম ৷ আনমোলপ্রীত (36), রাহুল ত্রিপাঠী (20), মার্করাম (28), ক্লাসেন (47) এবং আব্দুল সামাদের (37 অপরাজিত) ইনিংসে ভর করে 6 উইকেট হারিয়ে 182 রান স্কোরবোর্ডে তোলে এসআরএইচ ৷ মোটের উপর যে রান ডিফেন্ড করা যাবে বলেই মনে করেছিল সানরাইজার্স ম্যানেজমেন্ট ৷ লখনউ সুপার জায়ান্টসের হয়ে 2 উইকেট নিয়েছিলেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ৷ 1টি করে উইকেট নেন যুদ্ধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর এবং অমিত মিশ্রা ৷

ব্যাটিং করতে নেমে কার্ল মায়ার্স 14 বল খেলে মাত্র 2 রান করে আউট হন ৷ এই আইপিএল-এ এটি মায়ার্সের সবচেয়ে খারাপ ইনিংস ৷ এরপর কুইন্টন ডি’কক (29) এবং প্রেরক মানকন্ড লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের হাল ধরেন ৷ দু’জনে মিলে সুপার জায়ান্টসের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ ডি’কক আউট হতে ক্রিজে আসেন অজি অলরাউন্ডার মার্কস স্টইনিস ৷ তিনি 25 বলে 40 রান করেন ৷

শেষ 5 ওভারে ওভারে 69 রান দরকার ছিল লখনউ সুপার জায়ান্টসের ৷ সেখানে অভিজ্ঞ কোনও বোলারকে না-এনে পার্টটাইম অভিষেক শর্মাকে বল দেন অধিনায়ক এইডেন মার্করাম ৷ পার্ট টইমারকে সামনে পেয়ে সুযোগ নষ্ট করেননি মার্কস স্টইনিস ৷ তৃতীয় বলে আউট হওয়ার আগে 2টি বিশাল ছক্কা হাঁকান তিনি ৷ তার মাঝে একটি ওয়াইড বল করেন অভিষেক ৷ এরপর নিকোলাস পুরান ব্যাট করতে নামেন ৷ ওই ওভারের শেষ তিন বলে তিনিও ওভার বাউন্ডারি মারেন ৷ 16 নম্বর ওভারে 31 রান দেন অভিষেক শর্মা ৷ আর সেখানেই ম্যাচ হাতছাড়া হয় সানরাইজার্সের ৷ প্রেরক মানকন্ড ম্যাচের সেরা হয়েছেন ৷

আরও পড়ুন: সূর্যচ্ছটায় ম্লান গুজরাত, কাজেই এল না রশিদের 10 ছক্কার ইনিংস

অন্যদিকে, সানরাইজার্সের ব্যাটিংয়ের শেষ ওভারে আম্পায়ারের ‘নো-বল’ কল না করার সিদ্ধান্ত নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় হায়দরাবাদের গ্যালারিতে ৷ শেষ ওভারে আবেশ খানের একটি ফুলটস বল লেগ আম্পায়ার ‘নো-বল’ ডাকেননি ৷ সানরাইজার্স সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ডিআরএস’ নেন ৷ কিন্তু, সেখানেও থার্ড আম্পায়ার যশবন্ত বারদে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন ৷ কিন্তু, জায়ান্ট স্ক্রিনে ফুটেজ দেখার পর, মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান হেনরিক ক্লাসেন ৷

কিন্তু, সমস্যা তৈরি হয় এর পরে ৷ অভিযোগ, লখনউ সুপার জায়ান্টসের ডাগআউট লক্ষ্য করে পিছনের গ্যালারি থেকে কিছু একটা ছোড়া হয় ৷ যে ঘটনায় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় গৌতম গম্ভীর এবং অন্যান্য কোচিং স্টাফদের ৷ সেই সঙ্গে ‘কোহলি-কোহলি’ চিৎকার শুরু হয় গ্যালারি থেকে ৷ এই ঘটনায় দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে ৷

হায়দরাবাদ, 13 মে: আইপিএল প্লে-অফের দৌড় থেকে কার্যত বিদায় সানরাইজার্স হায়দরাবাদের ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে 7 উইকেটে হারল নিজামের শহরের দল ৷ শেষ 5 ওভারে এলএসজি-র ব্যাটারদের তাণ্ডবে রীতিমত দিশেহারা দেখাল হায়দরাবাদ দলকে ৷ 16 নম্বর ওভারে অভিষেক শর্মাকে 5টি ছক্কা হাঁকালেন মার্কস স্টইনিস এবং নিকোলাস পুরান ৷ 64 রানের অপরাজিত ইনিংস খেলেছেন প্রেরক মানকন্ড ৷ আর সব মিলিয়ে 4 বল বাকি থাকতে 183 রানের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টসরা ৷ তবে, এ সবের মাঝেই এসআরএইচ-এর ইনিংসের শেষ ওভারে দর্শকদের বিশৃঙ্খল আচরণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকল ৷

শনিবারের ডবল হেডারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্কক্রম ৷ আনমোলপ্রীত (36), রাহুল ত্রিপাঠী (20), মার্করাম (28), ক্লাসেন (47) এবং আব্দুল সামাদের (37 অপরাজিত) ইনিংসে ভর করে 6 উইকেট হারিয়ে 182 রান স্কোরবোর্ডে তোলে এসআরএইচ ৷ মোটের উপর যে রান ডিফেন্ড করা যাবে বলেই মনে করেছিল সানরাইজার্স ম্যানেজমেন্ট ৷ লখনউ সুপার জায়ান্টসের হয়ে 2 উইকেট নিয়েছিলেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ৷ 1টি করে উইকেট নেন যুদ্ধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর এবং অমিত মিশ্রা ৷

ব্যাটিং করতে নেমে কার্ল মায়ার্স 14 বল খেলে মাত্র 2 রান করে আউট হন ৷ এই আইপিএল-এ এটি মায়ার্সের সবচেয়ে খারাপ ইনিংস ৷ এরপর কুইন্টন ডি’কক (29) এবং প্রেরক মানকন্ড লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের হাল ধরেন ৷ দু’জনে মিলে সুপার জায়ান্টসের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ ডি’কক আউট হতে ক্রিজে আসেন অজি অলরাউন্ডার মার্কস স্টইনিস ৷ তিনি 25 বলে 40 রান করেন ৷

শেষ 5 ওভারে ওভারে 69 রান দরকার ছিল লখনউ সুপার জায়ান্টসের ৷ সেখানে অভিজ্ঞ কোনও বোলারকে না-এনে পার্টটাইম অভিষেক শর্মাকে বল দেন অধিনায়ক এইডেন মার্করাম ৷ পার্ট টইমারকে সামনে পেয়ে সুযোগ নষ্ট করেননি মার্কস স্টইনিস ৷ তৃতীয় বলে আউট হওয়ার আগে 2টি বিশাল ছক্কা হাঁকান তিনি ৷ তার মাঝে একটি ওয়াইড বল করেন অভিষেক ৷ এরপর নিকোলাস পুরান ব্যাট করতে নামেন ৷ ওই ওভারের শেষ তিন বলে তিনিও ওভার বাউন্ডারি মারেন ৷ 16 নম্বর ওভারে 31 রান দেন অভিষেক শর্মা ৷ আর সেখানেই ম্যাচ হাতছাড়া হয় সানরাইজার্সের ৷ প্রেরক মানকন্ড ম্যাচের সেরা হয়েছেন ৷

আরও পড়ুন: সূর্যচ্ছটায় ম্লান গুজরাত, কাজেই এল না রশিদের 10 ছক্কার ইনিংস

অন্যদিকে, সানরাইজার্সের ব্যাটিংয়ের শেষ ওভারে আম্পায়ারের ‘নো-বল’ কল না করার সিদ্ধান্ত নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় হায়দরাবাদের গ্যালারিতে ৷ শেষ ওভারে আবেশ খানের একটি ফুলটস বল লেগ আম্পায়ার ‘নো-বল’ ডাকেননি ৷ সানরাইজার্স সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ডিআরএস’ নেন ৷ কিন্তু, সেখানেও থার্ড আম্পায়ার যশবন্ত বারদে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন ৷ কিন্তু, জায়ান্ট স্ক্রিনে ফুটেজ দেখার পর, মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান হেনরিক ক্লাসেন ৷

কিন্তু, সমস্যা তৈরি হয় এর পরে ৷ অভিযোগ, লখনউ সুপার জায়ান্টসের ডাগআউট লক্ষ্য করে পিছনের গ্যালারি থেকে কিছু একটা ছোড়া হয় ৷ যে ঘটনায় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় গৌতম গম্ভীর এবং অন্যান্য কোচিং স্টাফদের ৷ সেই সঙ্গে ‘কোহলি-কোহলি’ চিৎকার শুরু হয় গ্যালারি থেকে ৷ এই ঘটনায় দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.