ETV Bharat / sports

KKR vs DC : ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়র সিদ্ধান্ত নাইটদের

শারজায় আজ লড়াই দিল্লি-কলকাতার ৷ প্রথম 10টি ম্যাচের মধ্যে 8টি জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ আর সমসংখ্যক ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ এদিন নাইটদের হারালেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে ঋষভ পন্থ ৷ অন্যদিকে প্লে-অফের দৌড়ে থাকতে 'দিল্লি বধ' অত্যন্ত জরুরি ইয়ন মরগ্যানদের ৷

KKR vs DC
ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়র সিদ্ধান্ত নাইটদের
author img

By

Published : Sep 28, 2021, 3:06 PM IST

Updated : Sep 28, 2021, 3:28 PM IST

শারজা, 28 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথমবার শারজায় খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ এর আগে নাইটরা প্রথমবার তিনটি ম্যাচ খেলেছে আবুধাবি ও দুবাইয়ে ৷ প্রথম দু'টি ম্যাচ জিতে দারণ শুরু করলেও আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার হজম করতে হয় কিং খানের দলকে ৷ অন্যদিকে দিল্লি ক্যাপিটলাস মরু শহরে তাদের প্রথম দু'টি ম্যাচ জিতে মঙ্গলবার কেকেআর-এর বিরুদ্ধে লড়াইয়ে নামছে ৷ শারজার ছোট মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন টস জিতে ফিল্ডিংয়র সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷

কেকেআর-এর দলে দুটি পরিবর্তন ৷ চোটের কারণে নেই ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল ৷ এছাড়া আগের ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে জঘন্য় বোলিংয়ের জন্য বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ রাসেলের পরিবর্তে দলে এসেছেন কিউয়ি অল-রাউন্ডার টিম সাউদি ৷ নাইট জার্সিতে এদিন অভিষেক হচ্ছে তাঁর ৷ আর কৃষ্ণার পরিবর্তে দলে এসেছেন সন্দীপ ওয়ারিয়র ৷ ক্যাপিটালসও এদিন দলে দুটি পরিবর্তন করেছে ৷ চোটের জন্য নেই পৃথ্বী শ ৷ তাঁর পরিবর্তে দলে এসেছেন ললিত যাদব ৷ আর মাকার্স স্টওনিসকে বসিয়ে স্টিভ স্মিথকে খেলাচ্ছে দিল্লি ৷

ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম পর্বে নাইটদের হারিয়েছিল ক্যাপিটালস ৷ টস জিতে নাইট অধিনায়ক বলেন, "পিচের চরিত্র কেমন হবে, তা বোঝা মুশকিল ৷ তবে দল হিসেবে আমরা ম্যাচে ফোকাস করতে চাই ৷ মরু শহরে টুর্নামেন্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় আমরা শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে ছিলাম ৷ কিন্তু দলগত পারফরম্যান্সে আমরা প্রথম চারে উঠে এসেছি ৷ এটা আমাদের ধরে রাখতে হবে ৷" গত বছরের মতো এবার এখানে শারাজার বাইশ গজে রানের ফুলঝুরি দেখা যায়নি ৷ দিল্লি অধিনায়ক পন্থ বলেন, "পিচ অত্যন্ত স্লো ৷ এখানে 150 থেকে 160 রান চ্যালেঞ্জিং স্কোর ৷ আশা করি ম্যাচ জিতে আমরা প্লে-অফ নিশ্চিত করতে পারব ৷"

আরও পড়ুন : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার , রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র ৷

দিল্লি ক্যাপিটালস একাদশ : শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নটর্জে ও আবেশ খান ৷

শারজা, 28 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথমবার শারজায় খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ এর আগে নাইটরা প্রথমবার তিনটি ম্যাচ খেলেছে আবুধাবি ও দুবাইয়ে ৷ প্রথম দু'টি ম্যাচ জিতে দারণ শুরু করলেও আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার হজম করতে হয় কিং খানের দলকে ৷ অন্যদিকে দিল্লি ক্যাপিটলাস মরু শহরে তাদের প্রথম দু'টি ম্যাচ জিতে মঙ্গলবার কেকেআর-এর বিরুদ্ধে লড়াইয়ে নামছে ৷ শারজার ছোট মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন টস জিতে ফিল্ডিংয়র সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷

কেকেআর-এর দলে দুটি পরিবর্তন ৷ চোটের কারণে নেই ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল ৷ এছাড়া আগের ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে জঘন্য় বোলিংয়ের জন্য বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ রাসেলের পরিবর্তে দলে এসেছেন কিউয়ি অল-রাউন্ডার টিম সাউদি ৷ নাইট জার্সিতে এদিন অভিষেক হচ্ছে তাঁর ৷ আর কৃষ্ণার পরিবর্তে দলে এসেছেন সন্দীপ ওয়ারিয়র ৷ ক্যাপিটালসও এদিন দলে দুটি পরিবর্তন করেছে ৷ চোটের জন্য নেই পৃথ্বী শ ৷ তাঁর পরিবর্তে দলে এসেছেন ললিত যাদব ৷ আর মাকার্স স্টওনিসকে বসিয়ে স্টিভ স্মিথকে খেলাচ্ছে দিল্লি ৷

ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম পর্বে নাইটদের হারিয়েছিল ক্যাপিটালস ৷ টস জিতে নাইট অধিনায়ক বলেন, "পিচের চরিত্র কেমন হবে, তা বোঝা মুশকিল ৷ তবে দল হিসেবে আমরা ম্যাচে ফোকাস করতে চাই ৷ মরু শহরে টুর্নামেন্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় আমরা শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে ছিলাম ৷ কিন্তু দলগত পারফরম্যান্সে আমরা প্রথম চারে উঠে এসেছি ৷ এটা আমাদের ধরে রাখতে হবে ৷" গত বছরের মতো এবার এখানে শারাজার বাইশ গজে রানের ফুলঝুরি দেখা যায়নি ৷ দিল্লি অধিনায়ক পন্থ বলেন, "পিচ অত্যন্ত স্লো ৷ এখানে 150 থেকে 160 রান চ্যালেঞ্জিং স্কোর ৷ আশা করি ম্যাচ জিতে আমরা প্লে-অফ নিশ্চিত করতে পারব ৷"

আরও পড়ুন : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার , রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র ৷

দিল্লি ক্যাপিটালস একাদশ : শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নটর্জে ও আবেশ খান ৷

Last Updated : Sep 28, 2021, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.