ETV Bharat / sports

IPL 2023: নিজামের শহরে সানরাইজার্সকে কঠিন টার্গেট নাইটদের - Kolkata Knight Riders

প্রতিপক্ষকে ফিল্ডিং করতে পাঠালেন কলকাতার অধিনায়ক নীতীশ রানা । ইনিংসের শুরুটা ভালো না-হলেও সানরাইজার্স হায়দরাবাদের সামনে কঠিন টার্গেট রাখল কলকাতা নাইট রাইডার্স ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 4, 2023, 7:16 PM IST

Updated : May 4, 2023, 10:40 PM IST

হায়দরাবাদ, 4 মে: গত অ্যাওয়ে ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলেও পরের ইডেনে পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে কিং খানের দল ৷ বৃহস্পতিবার উপ্পলে প্রথম ব্যাটিং করে শুরুটা ভালো না-হলেও ক্যাপ্টেন নীতিশ রানা ও রিংকু সিংয়ের ব্যাটিং দাপটে সানরাইজার্সের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা রাখে কেকেআর ৷

শুরুতেই ফর্মে থাকা গুরবাজের উইকেট হারায় নাইটরা ৷ তাঁর ওপেনিং পার্টানার জেসন রয় ব্যক্তিগত 20 রানে ডাগ-আউটে ফেরেন ৷ আইয়ারও বড় রান করতে ব্যর্থ ৷ তবে ক্যাপ্টেন রানার 31 বলে 42 এবং রিংকুর 35 বলে 46 রানের ইনিংস নাইটদের ভিত শক্ত করে ৷ শেষ দিকে আন্দ্রে রাসেলের 15 বলে 24 এবং অনুকূল রয়ের 7 বলে 13 রানে জেরে 9 উইকেটে 171 রান তোলে কেকেআর ৷

ফ্র্যাঞ্চাইজি লিগে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ । নিজামের ডেরায় ঢুকে জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে কেকেআর । টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিং করতে পাঠালেন অধিনায়ক নীতীশ রানা । শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে নাইটরা । অন্যদিকে দিল্লি 'বধ' করে ঘরের মাঠে নামছে হায়দরাবাদ ।

চলতি টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতাকে । দু-একজনের ভালো পারফরম্যান্স দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কেকেআর । শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ঘরের মাঠে রহমান্নুলাহ গুরবাজ অসাধারণ খেললেও কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি । একমাত্র আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করলেও তা জয়ের জন্য প্রয়োজনীয় ছিল না । অধিনায়ক নীতীশ রানা নিজেকে মেলে ধরতে ব্যর্থ । রিঙ্কু সিং ক্যামিও খেলছেন, যদিও এখনও দলকে ভরসা দেওয়ার জায়গায় পৌঁছননি পাঁচ ছক্কার হিরো । ফলে কেকেআর শিবির ইনিংস দীর্ঘায়ত করার দৃঢ়তা দেখানোর লোকের অভাবে ভুগছে ।

নিজামের শহরে রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন সমস্ত রোগ সারিয়ে হায়দরাবাদ 'বধ' না-করতে পারলে আইপিএল থেকে কার্যত ছুটি হয়ে যাবে নাইটদের । এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব বড় রান তুলে প্রতিপক্ষকে কোনঠাসা করাই লক্ষ্য নীতীশদের । নাইট শিবির থেকে বলা হচ্ছে, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর নজির রয়েছে । দু'বছর আগে এই পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়েছেন তারা । এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া কলকাতা ।

আরও পড়ুন: রাহুলের চোট কি ভারতীয় দলে আবার সুপারম্যান হওয়ার সুযোগ দেবে ঋদ্ধিকে !

কলকাতা নাইট রাইডার্স একাদশ: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, অনরিক ক্লাসেন, হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, মার্কো জ্যানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, টি নটরাজন

আরও পড়ুন: মাঠকর্মীদের সঙ্গী হয়ে মাঠে পিচ কভার টেনে আনলেন জন্টি! রোডসে মুগ্ধ নেটপাড়া

হায়দরাবাদ, 4 মে: গত অ্যাওয়ে ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলেও পরের ইডেনে পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে কিং খানের দল ৷ বৃহস্পতিবার উপ্পলে প্রথম ব্যাটিং করে শুরুটা ভালো না-হলেও ক্যাপ্টেন নীতিশ রানা ও রিংকু সিংয়ের ব্যাটিং দাপটে সানরাইজার্সের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা রাখে কেকেআর ৷

শুরুতেই ফর্মে থাকা গুরবাজের উইকেট হারায় নাইটরা ৷ তাঁর ওপেনিং পার্টানার জেসন রয় ব্যক্তিগত 20 রানে ডাগ-আউটে ফেরেন ৷ আইয়ারও বড় রান করতে ব্যর্থ ৷ তবে ক্যাপ্টেন রানার 31 বলে 42 এবং রিংকুর 35 বলে 46 রানের ইনিংস নাইটদের ভিত শক্ত করে ৷ শেষ দিকে আন্দ্রে রাসেলের 15 বলে 24 এবং অনুকূল রয়ের 7 বলে 13 রানে জেরে 9 উইকেটে 171 রান তোলে কেকেআর ৷

ফ্র্যাঞ্চাইজি লিগে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ । নিজামের ডেরায় ঢুকে জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে কেকেআর । টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিং করতে পাঠালেন অধিনায়ক নীতীশ রানা । শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে নাইটরা । অন্যদিকে দিল্লি 'বধ' করে ঘরের মাঠে নামছে হায়দরাবাদ ।

চলতি টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতাকে । দু-একজনের ভালো পারফরম্যান্স দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কেকেআর । শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ঘরের মাঠে রহমান্নুলাহ গুরবাজ অসাধারণ খেললেও কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি । একমাত্র আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করলেও তা জয়ের জন্য প্রয়োজনীয় ছিল না । অধিনায়ক নীতীশ রানা নিজেকে মেলে ধরতে ব্যর্থ । রিঙ্কু সিং ক্যামিও খেলছেন, যদিও এখনও দলকে ভরসা দেওয়ার জায়গায় পৌঁছননি পাঁচ ছক্কার হিরো । ফলে কেকেআর শিবির ইনিংস দীর্ঘায়ত করার দৃঢ়তা দেখানোর লোকের অভাবে ভুগছে ।

নিজামের শহরে রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন সমস্ত রোগ সারিয়ে হায়দরাবাদ 'বধ' না-করতে পারলে আইপিএল থেকে কার্যত ছুটি হয়ে যাবে নাইটদের । এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব বড় রান তুলে প্রতিপক্ষকে কোনঠাসা করাই লক্ষ্য নীতীশদের । নাইট শিবির থেকে বলা হচ্ছে, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর নজির রয়েছে । দু'বছর আগে এই পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়েছেন তারা । এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া কলকাতা ।

আরও পড়ুন: রাহুলের চোট কি ভারতীয় দলে আবার সুপারম্যান হওয়ার সুযোগ দেবে ঋদ্ধিকে !

কলকাতা নাইট রাইডার্স একাদশ: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, অনরিক ক্লাসেন, হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, মার্কো জ্যানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, টি নটরাজন

আরও পড়ুন: মাঠকর্মীদের সঙ্গী হয়ে মাঠে পিচ কভার টেনে আনলেন জন্টি! রোডসে মুগ্ধ নেটপাড়া

Last Updated : May 4, 2023, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.