ETV Bharat / sports

KKR vs SRH : সানরাইজার্সের সূর্যাস্তে প্লে-অফের আশা জিইয়ে রাখল কেকেআর - সানরাইজার্স হায়দরাবাদ

116 রান তাড়া করতে নেমে কষ্টার্জিত জয় কেকেআর-এর ৷ তবে এই জয়ের ফলে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিং খানের দল ৷ বৃহস্পতিবার শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকবে নাইটদের ৷

KKR vs SRH
সানরাইজার্সের সূর্যাস্তে প্লে-অফের আশা জিইয়ে রাখল কেকেআর
author img

By

Published : Oct 3, 2021, 10:58 PM IST

দুবাই, 3 অক্টোবর : সানরাইজার্স ব্যাটারদের অল্প রানে বেঁধে রেখে কাজটা সহজ করে দিয়েছিলেন নাইট বোলারররা ৷ কিন্তু 115 রান তুলতেই ঘাম ঝরাতে হল কেকেআর ব্যাটারদের ৷ শেষ পর্যন্ত অধিনায়ক ইয়ন মরগ্যান ও প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন ৷ বাউন্ডারি মেরে দলকে জেতান ডিকে ৷ 4 উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স ৷

116 রান তাড়া করতে নেমেও শুরুটা ভাল হয়নি কেকেআর-এর ৷ অল্প রান তাড়া করতে নেমে মন্থর গতিতে শুরু করে নাইট ওপেনাররা ৷ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার এদিন বর্থ হন ৷ 14 বলে মাত্র 8 রান জেসন হোল্ডারের শিকার হন তিনি ৷ 23 রানে প্রথম উইকেট হারায় কলকাতা ৷ পাওয়ার প্লে-তে আইয়ারের উইকেট হারিয়ে মাত্র 36 রান তোলে কেকেআর ৷ কিন্তু পরের ওভারেই ফর্মে থাকা আরও রাহুল ত্রিপাঠির উইকেট হারায় নাইট রাইডার্স ৷ মাত্র 7 রান করে রশিদ খানের বলে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ 38 রানে দুই উইকেট হারায় কলকাতা ৷

অল্প রান তাড়া করতে নেমে নাইট ব্যাটাররা এমন ব্যাটিং করতে থাকেন, মন হয় পিচে জুজু রয়েছে ৷ তবে ব্যতিক্রম ছিলেন শুভমন গিল ৷ স্বাভাবিক ছন্দে ব্যাটিং করে হাফ-সেঞ্চুরি করেন নাইটদের এই পঞ্জাব তনয় ৷ তবে দারুণ ব্যাটিং করেও দলকে জিতিয়ে আসতে পারেননি গিল ৷ সিদ্ধার্থ কউলকে তুলে মারতে গিয়ে আউট হন তিনি ৷ 51 বলে 10টি বাউন্ডারি-সহ 57 রানে ডাগ-আউটে ফেরেন নাইট ওপেনার ৷

তবে মর্গান ও দীনেশ কার্তিকের ব্যাটে বৈতরণী পার হয় কলকাতা ৷ সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিং খানের দল ৷ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এখনও লিগ তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে কেকেআর ৷ বৃহস্পতিবার শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালে 14 পয়েন্ট নিয়ে প্লে-অফের যাওয়ার সম্ভাবনা থাকবে নাইটদের ৷

আরও পড়ুন : রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে বিরাটরা

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লিগ তালিকার 'লাস্ট বয়' সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ কিন্তু নাইট বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই দিশেহারা হায়দরাবাদের ব্যাটারারা ৷ পাওয়ার প্লে-তে 2 উইকেট হারিয়ে মাত্র 35 রান তোলে সানরাইজার্স শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 115 রান তোলে সানরাইজার্স ৷ সর্বোচ্চ 26 রান করেন ক্যাপ্টেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আব্দুল সামাদের 25 রান ৷ 18 বলে তিনটি ছয় মারেন তিনি ৷ উইকেট না-পেলেও টি-20 ক্রিকেটে কৃপণ বোলিংয়ের দৃষ্টান্ত রাখেন নারাইন ৷ 4 ওভারে মাত্র 12 রান খরচ করেন তিনি ৷ চলতি আইপিএলে প্রথমবার সুযোগ পেয়ে বল হাতে নজর কাড়েন শাকিব ৷ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ টিম সাউদি, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন ৷

দুবাই, 3 অক্টোবর : সানরাইজার্স ব্যাটারদের অল্প রানে বেঁধে রেখে কাজটা সহজ করে দিয়েছিলেন নাইট বোলারররা ৷ কিন্তু 115 রান তুলতেই ঘাম ঝরাতে হল কেকেআর ব্যাটারদের ৷ শেষ পর্যন্ত অধিনায়ক ইয়ন মরগ্যান ও প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন ৷ বাউন্ডারি মেরে দলকে জেতান ডিকে ৷ 4 উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স ৷

116 রান তাড়া করতে নেমেও শুরুটা ভাল হয়নি কেকেআর-এর ৷ অল্প রান তাড়া করতে নেমে মন্থর গতিতে শুরু করে নাইট ওপেনাররা ৷ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার এদিন বর্থ হন ৷ 14 বলে মাত্র 8 রান জেসন হোল্ডারের শিকার হন তিনি ৷ 23 রানে প্রথম উইকেট হারায় কলকাতা ৷ পাওয়ার প্লে-তে আইয়ারের উইকেট হারিয়ে মাত্র 36 রান তোলে কেকেআর ৷ কিন্তু পরের ওভারেই ফর্মে থাকা আরও রাহুল ত্রিপাঠির উইকেট হারায় নাইট রাইডার্স ৷ মাত্র 7 রান করে রশিদ খানের বলে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ 38 রানে দুই উইকেট হারায় কলকাতা ৷

অল্প রান তাড়া করতে নেমে নাইট ব্যাটাররা এমন ব্যাটিং করতে থাকেন, মন হয় পিচে জুজু রয়েছে ৷ তবে ব্যতিক্রম ছিলেন শুভমন গিল ৷ স্বাভাবিক ছন্দে ব্যাটিং করে হাফ-সেঞ্চুরি করেন নাইটদের এই পঞ্জাব তনয় ৷ তবে দারুণ ব্যাটিং করেও দলকে জিতিয়ে আসতে পারেননি গিল ৷ সিদ্ধার্থ কউলকে তুলে মারতে গিয়ে আউট হন তিনি ৷ 51 বলে 10টি বাউন্ডারি-সহ 57 রানে ডাগ-আউটে ফেরেন নাইট ওপেনার ৷

তবে মর্গান ও দীনেশ কার্তিকের ব্যাটে বৈতরণী পার হয় কলকাতা ৷ সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিং খানের দল ৷ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এখনও লিগ তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে কেকেআর ৷ বৃহস্পতিবার শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালে 14 পয়েন্ট নিয়ে প্লে-অফের যাওয়ার সম্ভাবনা থাকবে নাইটদের ৷

আরও পড়ুন : রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে বিরাটরা

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লিগ তালিকার 'লাস্ট বয়' সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ কিন্তু নাইট বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই দিশেহারা হায়দরাবাদের ব্যাটারারা ৷ পাওয়ার প্লে-তে 2 উইকেট হারিয়ে মাত্র 35 রান তোলে সানরাইজার্স শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 115 রান তোলে সানরাইজার্স ৷ সর্বোচ্চ 26 রান করেন ক্যাপ্টেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আব্দুল সামাদের 25 রান ৷ 18 বলে তিনটি ছয় মারেন তিনি ৷ উইকেট না-পেলেও টি-20 ক্রিকেটে কৃপণ বোলিংয়ের দৃষ্টান্ত রাখেন নারাইন ৷ 4 ওভারে মাত্র 12 রান খরচ করেন তিনি ৷ চলতি আইপিএলে প্রথমবার সুযোগ পেয়ে বল হাতে নজর কাড়েন শাকিব ৷ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ টিম সাউদি, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.