নয়াদিল্লি, 27 এপ্রিল : মঙ্গলবার ভারতের নয়া ইয়র্কার সেনসেশন টি নটরাজনের হাঁটুতে অস্ত্রোপচার হল ৷ তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে ৷ আর তার জন্য বিসিসিআই ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করলেন হায়দরাবাদের এই তরুণ বাঁ হাতি পেসার ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান নটরাজন ৷
অস্ত্রোপচার সফল হতেই নটরাজন বোর্ড এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে টুইট করে জানান, ‘‘আজকে আমার হাঁটুর অস্ত্রোপচার হল ৷ আর আমি এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জেন, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই ৷ সেই সঙ্গে বিসিসিআই ও অন্যান্য সবাই, যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ ৷’’
-
Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021
আরও পড়ুন : কমনওয়েলথে 8 দলের নাম ঘোষণা আইসিসির
টি নটরাজনের এই চোট গত অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই ৷ সেখানে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে হাঁটুতে চোট লাগে তাঁর ৷ তারপর দেশে ফিরে বেঙ্গালুরুতে রিহ্যাবে থাকলেও, পুরোপুরি ফিট হওয়ার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেন তিনি ৷ তারপরেই এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামেন তিনি ৷ যার পরেই তিনি চোটের কারণে ছিটকে যান ৷ আজ তাঁর হাঁটুর সেই চোটে অস্ত্রোপচার হয়েছে ৷