ETV Bharat / sports

IPL 2023: বিধ্বংসী ব্যাটিংয়ে রানের ইমারত চেন্নাইয়ের, টানা চতুর্থ হারের প্রহর গুনছে নাইটরা

author img

By

Published : Apr 23, 2023, 9:26 PM IST

Updated : Apr 23, 2023, 10:36 PM IST

ইডেনে হলুদ ঝড় ৷ তিন ব্যাটারের অর্ধশতরানে কেকেআরের সামনে রানের পাহাড় ৷ নাইট শিবিরকে জিততে করতে হবে 236 ৷

IPL 2023
টানা চতুর্থ হারের প্রহর গুনছে নাইটরা

কলকাতা, 23 এপ্রিল: ম্যাচের আগে উন্মাদনার নিরিখে ইডেনের দখল নিয়েছিল চেন্নাই সমর্থকরা ৷ রবিবাসরীয় ইডেনে বাইশ গজও সুপার কিংসের দখলে ৷ অন্ততপক্ষে প্রথম ইনিংসের নিরিখে ৷ নাইট বোলারদের বেধড়ক ঠেঙিয়ে স্কোরবোর্ডে যা রান তুলল ধোনির দল, তাতে ঘরের মাঠে টানা চতুর্থ হারের প্রহর গুনছে কেকেআর ৷ ডেভন কনওয়ে, শিবম দুবে, আজিঙ্কা রাহানে ৷ তিন ব্যাটারের ঝোড়ো অর্ধশতরানে নাইটদের 236 রানের টার্গেট দিল চারবারের চ্যাম্পিয়নরা ৷ ডেভন কনওয়ে করলেন 40 বলে 56, শিবম দুবের ব্যাট থেকে আসে 50 রান (21), শেষমেশ 29 বলে 71 রান করে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে ৷ ইডেনবাসী মোহিত প্রাক্তন টেস্ট সহ-অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং দেখে ৷ রাহানে মারেন 6টি চার, 5টি ছয় ৷

ওপেনিংয়ে নেমে 20 বলে 35 রান সংগ্রহ করে আউট হন রতুরাজ গায়কোয়াড় ৷ শেষদিকে জাদেজার ব্যাট থেকে আসে 18 রান ৷ এরপর ইডেনে ব্যাট হাতে নামেন ধোনি ৷ শেষদিকে নেমে তিনি মাত্র তিন বল খেলার সুযোগ পান ৷ 2 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অন্যদিকে, নাইট শিবিরের সবচেয়ে সফল বোলার কুলবন্ত খেজরোলিয়া 44 রান দিয়ে 2টি উইকেট পান ৷ বরুণ চক্রবর্তী ও সুয়াস শর্মা পান একটি করে উইকেট ৷ বিপক্ষ ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা হয় কেকেআরের ৷ ফলত 7 জনকে দিয়ে বল করান নাইট অধিনায়ক নীতীশ রানা ৷

আরও পড়ুন: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

টি-20 ক্রিকেটে থার্টি প্লাস ইনিংসই বড় রান। সেখানে চেন্নাই সুপার কিংসের 235 রানের ইনিংস তিনটে হাফ সেঞ্চুরিতে সমৃদ্ধ। সেইসঙ্গে সুপার কিংস ব্যাটাররা খেললেন দুর্দান্ত স্ট্রাইক রেটে। ইডেনে সিংহভাগ দর্শক মহেন্দ্র সিং ধোনির উপাসক। তাই গ্যালারিতে রাহানেকে দ্রুত আউট হয়ে ধোনিকে নামার সুযোগ দেওয়ার অনুরোধ সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেল। ধোনি নামলেন কিন্তু রং ছড়াতে পারলেন না। শেষলগ্নে দুই রানে অপরাজিত তিনি। তবে তাতেই খুশি ইডেন। অন্যদিকে, কেকেআর যেন 'কেকে হার'। চার ম্যাচে টানা হারের ধাক্কায় আইপিএলে ভালো কিছুর স্বপ্ন ধাক্কা খাবে কেকেআর।

কলকাতা, 23 এপ্রিল: ম্যাচের আগে উন্মাদনার নিরিখে ইডেনের দখল নিয়েছিল চেন্নাই সমর্থকরা ৷ রবিবাসরীয় ইডেনে বাইশ গজও সুপার কিংসের দখলে ৷ অন্ততপক্ষে প্রথম ইনিংসের নিরিখে ৷ নাইট বোলারদের বেধড়ক ঠেঙিয়ে স্কোরবোর্ডে যা রান তুলল ধোনির দল, তাতে ঘরের মাঠে টানা চতুর্থ হারের প্রহর গুনছে কেকেআর ৷ ডেভন কনওয়ে, শিবম দুবে, আজিঙ্কা রাহানে ৷ তিন ব্যাটারের ঝোড়ো অর্ধশতরানে নাইটদের 236 রানের টার্গেট দিল চারবারের চ্যাম্পিয়নরা ৷ ডেভন কনওয়ে করলেন 40 বলে 56, শিবম দুবের ব্যাট থেকে আসে 50 রান (21), শেষমেশ 29 বলে 71 রান করে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে ৷ ইডেনবাসী মোহিত প্রাক্তন টেস্ট সহ-অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং দেখে ৷ রাহানে মারেন 6টি চার, 5টি ছয় ৷

ওপেনিংয়ে নেমে 20 বলে 35 রান সংগ্রহ করে আউট হন রতুরাজ গায়কোয়াড় ৷ শেষদিকে জাদেজার ব্যাট থেকে আসে 18 রান ৷ এরপর ইডেনে ব্যাট হাতে নামেন ধোনি ৷ শেষদিকে নেমে তিনি মাত্র তিন বল খেলার সুযোগ পান ৷ 2 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অন্যদিকে, নাইট শিবিরের সবচেয়ে সফল বোলার কুলবন্ত খেজরোলিয়া 44 রান দিয়ে 2টি উইকেট পান ৷ বরুণ চক্রবর্তী ও সুয়াস শর্মা পান একটি করে উইকেট ৷ বিপক্ষ ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা হয় কেকেআরের ৷ ফলত 7 জনকে দিয়ে বল করান নাইট অধিনায়ক নীতীশ রানা ৷

আরও পড়ুন: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

টি-20 ক্রিকেটে থার্টি প্লাস ইনিংসই বড় রান। সেখানে চেন্নাই সুপার কিংসের 235 রানের ইনিংস তিনটে হাফ সেঞ্চুরিতে সমৃদ্ধ। সেইসঙ্গে সুপার কিংস ব্যাটাররা খেললেন দুর্দান্ত স্ট্রাইক রেটে। ইডেনে সিংহভাগ দর্শক মহেন্দ্র সিং ধোনির উপাসক। তাই গ্যালারিতে রাহানেকে দ্রুত আউট হয়ে ধোনিকে নামার সুযোগ দেওয়ার অনুরোধ সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেল। ধোনি নামলেন কিন্তু রং ছড়াতে পারলেন না। শেষলগ্নে দুই রানে অপরাজিত তিনি। তবে তাতেই খুশি ইডেন। অন্যদিকে, কেকেআর যেন 'কেকে হার'। চার ম্যাচে টানা হারের ধাক্কায় আইপিএলে ভালো কিছুর স্বপ্ন ধাক্কা খাবে কেকেআর।

Last Updated : Apr 23, 2023, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.