কলকাতা, 28 মার্চ: তিন বছর পরে ইডেনে ফিরছে কলকাতা নাইট রাইডার্স । ঘরের মাঠে প্রতিপক্ষকে প্যাঁচে ফেলতে তৈরি পার্পল ব্রিগেড । বড় নামের ঝলকানি নয়, বরং দলগত সংহতিতে ভর করেই 'করব লড়ব জিতব রে...' মন্ত্রের বাস্তবায়ন ঘটাতে চাইছে নাইটরা । দলের অন্যতম শক্তি পেস অ্যাটাক । উমেশ যাদব, শার্দূল ঠাকুরের সঙ্গে টিম সাউদি, লকি ফার্গুসন রয়েছেন । চার পেসারের দাপট যে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে পারে তা মানছেন সকলে ।
নাইট পেস ব্যাটারির সিনিয়র পেসার উমেশ যাদবের কথায়, "রঞ্জি ফাইনালে ইডেনের বাইশ গজ পেসারদের সাহায্য করেছিল । আমাদের শক্তি পেস আক্রমণ। আইপিএলে একই ধরনের পিচ থাকলে দলের পেসাররা প্রতিপক্ষকে মুশকিলে ফেলতে পারবে।" আইপিএলে খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তাঁকে সম্ভবত পাওয়া যাবে না । অক্টোবরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ । সেখানেও বুমরাহকে পাওয়া নাও যেতে পারে । বিষয়গুলো উমেশের মাথায় থাকলেও তিনি এই মুহূর্তে শুধুমাত্র আইপিএল নিয়ে মনোসংযোগ করতে চান । 6 এপ্রিল ইডেনে নাইটরা খেলবে । তার আগে পয়লা এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ওপেনিং ম্যাচ । উমেশ যাদব নাইট সমর্থকদের ঘরে বাইরে সব ম্যাচে দলকে সমর্থনের আবেদন করেছেন ।
এদিকে কেকেআর শিবিরের যোগ দিলেন সুনীল নারাইন । পাশাপাশি নাইট শিবিরে আরও একটি খুশির খবর যে, প্রথম ম্যাচের আগেই মোহালিতে যোগ দিতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান । আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবেন না তিনি । তবে লিটন দাস টেস্ট ম্যাচ খেলেই যোগ দেবেন । সেক্ষেত্রে 10 এপ্রিলের আগে তাঁর যোগ দেওয়া হয়ত সম্ভব হবে না । বুধবার মোহালির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মঙ্গলবার ইডেনে অপশনাল প্র্যাক্টিসে দীর্ঘক্ষণ গা ঘামালেন উমেশ, টিম সাউদিরা ।
আইপিএল শুরু হওয়ার আগে, কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং নতুন অধিনায়ক নীতীশ রানা (KKR Coach and Captain at Kalighat Temple)। মঙ্গলবার বিকেলে হোটেল থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান এবং গিয়ে আরতি করেন দু'জন । নাইট অধিনায়ক এবং কোচকে হঠাৎ দেখে কালীঘাট মন্দির চত্বরে উপস্থিত মানুষদের মধ্যে শোরগোল পড়ে যায় । মন্দির থেকে বেরিয়ে দেশপ্রিয় পার্কে ফুচকা খান দু'জনেই । সেখান থেকে নাইটদের অপশনাল অনুশীলনে যোগ দেন (Nitish Rana)।
আরও পড়ুন : দাদার অধিনায়কের অনুরাগী, তবে নীতীশ চান নিজ দক্ষতায় সাফল্য কুড়োতে