শারজা, 11 অক্টোবর : মরু শহরে যে দাপটের সঙ্গে আইপিএল 14’র দ্বিতীয় পর্বের অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইর্ডাস ৷ এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই দাপটটাই বজায় রাখল নাইটরা ৷ আরসিবি’কে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে গেল কেকেআর ৷ সোমবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷ যেখানে শুরুটা ভাল করলেও শেষের দিকে সুনীল নারাইন, সাকিব আল হাসান এবং বরুণ চক্রবর্তীদের বোলিং দাপটে 138 রানে আটকে যায় আরসিবি’র ইনিংস ৷ জবাবে, 6 উইকেট হারিয়ে 19.4 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটরা ৷ ম্যাচের সেরা হয়েছেন সুনীল নারাইন ৷
প্রসঙ্গত, পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরুটা ভালই করেছিলেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কাল ৷ 1 উইকেট হারিয়ে 53 রান তোলে আরসিবি ৷ যেখানে 18 বলে 21 রান করে পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হন দেবদত্ত ৷ কিন্তু, প্রথম উইকেট পড়তেই যেন ফ্লাড গেট খুলে যায় বেঙ্গালুরু দলের ৷ একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন ৷ এ দিন অধিনায়ক হিসেবে আরসিবি’র হয়ে শেষ ম্যাচ খেললেন বিরাট ৷ তাঁকেই একমাত্র লড়াই করতে দেখা যায় কেকেআর’র বোলিংয়ের সামনে ৷ বিরাট 33 বলে 39 রান করে নারাইনের বলে বোল্ড হন ৷ অন্যদিকে, আইপিএল’র দ্বিতীয় পর্বে আরসিবি’র সবচেয়ে ধারাবাহিক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে আজ ছন্দে দেখা যায়নি ৷ 18 বল খেলে মাত্র 15 রান করে আউট হন তিনি ৷
অন্যদিক, বল হাতে নাইটদের হয়ে সুনীল নারাইন 4 উইকেট নিয়েছেন ৷ নারাইন ছাড়া উইকেট পেয়েছেন লকি ফার্গুসন ৷ তিনি 2 উইকেট নিয়েছেন ৷ উইকেট না পেলেও আরসিবি’র ব্যাটারদের রান তুলতে দেননি বাকি কেকেআর’র বাকি দুই স্পিনার সাকিব আল হাসান এবং বরুণ চক্রবর্তী ৷ লিগ পর্যায়ে কলকাতার সেরা ক্রিকেটার শিবম মাভি এ দিন নাইটদের হয়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন ৷ তা সত্ত্বেও 20 ওভারে মাত্র 138 রান করে আরসিবি ৷
আরও পড়ুন : World Cup Qualifier : কোয়ালিফায়ারে প্রথম পয়েন্ট নষ্ট ব্রাজিলের, জিতল আর্জেন্টিনা
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই তরুণ নাইট ওপেনার ৷ শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার পাওয়ার প্লে-তে 41 রানের পার্টনারশিপ করেন ৷ যদি, পাওয়ার প্লে’র শেষ ওভারে শুভমান ব্যক্তিগত 29 রানে আউট হন ৷ 18 বলে করা 19 রানে 4টি বাউন্ডারি মারেন তিনি ৷ তবে, অন্যান্য দিনে আক্রমণাত্মক শুরু করা ভেঙ্কটেশ আইয়ার এ দিন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন ৷ তিনি 30 বল খেলে 26 রানে আউট হন ৷
আরও পড়ুন : Andre Russell : এলিমিনেটর ম্যাচের আগে ছক্কা মারার অনুপ্রেরণার কথা জানালেন রাসেল
একটা সময় পরপর বেশ কয়েকটা উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল আরসিবি ৷ কিন্তু, বিরাট কোহলির একটা ভুল সিদ্ধান্তে এক ওভারের মধ্যে ম্যাচের ভাগ্য ঘুরে যায় ৷ 12তম ওভারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে 3টি ওভার বাউন্ডারি মারেন সুনীল নারাইন (15 বলে 26 রান) ৷ ওই ওভারে মোট 22 রান তোলে কলকাতা ৷ আর সেখানেই ম্যাচ পুরোপুরি কেকেআর’র হাতে চলে আসে ৷ তার আগে 11 তম ওভার শেষে কলকাতার রান ছিল 3 উইকেট হারিয়ে 79 ৷ কিন্তু, ওই একটা ওভারে ম্যাচের ভাগ্য বলা ভাল আরসিবি এবং অধিনায়ক বিরাট কোহলির ভাগ্য ওলট-পালট হয়ে যায় ৷ শেষের দিকে আরসিবি’র হয়ে হর্ষল প্যাটেল এবং মহম্মদ সিরাজরা কিছুটা চেষ্টা করলেও, নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান (7 বলে 5 রান) এবং অল রাউন্ডার সাকিব আল হাসান (6 বলে 9 রান) ম্যাচ বের করে নিয়ে যান ৷
আরও পড়ুন : IPL 2021 Eliminator : সুনীলের ঘূর্ণিতে কুপোকাত কোহলিরা
বুধবার শারজায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রসঙ্গত, শেষ কয়েকটা ম্যাচ হেরে এই মুহূর্তে কিছুটা চাপেই আছে দিল্লি ৷ বিশেষ করে লিগের শেষ ম্যাচে আরসিবি’র বিরুদ্ধে শেষ বলে হার এবং প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হারতে হয় ঋষভদের ৷ ফলে, দ্বিতীয় কোয়ালিফায়ারে নাইট রাইডার্স যতটা ফুরফুরে মেজাজে নামবে, উল্টোদিকে কিছুটা হলেও চাপে থেকে শুরু করবে দিল্লি ক্যাপিটালস ৷