ETV Bharat / sports

KKR WIN : 'দিল্লি জয়' করে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা - আইপিএল 2021

দুরন্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দলের হাল ধরেন সুনীল নারাইন ৷ যদিও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি কিং খানের দলের এই ক্যারিবায়ান অল-রাউন্ডার ৷ তবে নীতিশ রানার লড়াইয়ে বৈতরণী পার করে কেকেআর ৷

KKR WIN
'দিল্লি জয়' করে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা
author img

By

Published : Sep 28, 2021, 7:09 PM IST

Updated : Sep 29, 2021, 8:58 AM IST

শারজা, 28 সেপ্টেম্বর : দিল্লি ক্যাপিটালস জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলতেন ঋষভ পন্থরা ৷ আর কেকেআর জিতলে প্লে-অফের আশা জিইয়ে রাখত ইয়ন মরগ্যানের দল ৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল কিং খানের কলকাতা নাইট রাইডার্স ৷ দিল্লিকে 3 উইকেটে হারিয়ে প্লে-অফে ওঠার পথে আরও একবার অক্সিজেন পেল নাইটরা ৷

শারজার ছোট মাঠে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে অল্প রানে বেঁধে রেখেছিলেন নাইট বোলাররা ৷ সুনীল নারাইন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ে 130 রানের গণ্ডি ছুঁতে পারেননি দিল্লি ব্যাটাররা ৷ 9 উইকেট হারিয়ে 127 রান তুলেছিল ক্যাপিটালস ৷ রান তাড়া করতে নেমে কেকেআর-এর শুরুটাও ভাল হয়নি ৷ আগের দুটি ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা ভেঙ্কটেশ আইয়ার ইনিংসের চতুর্থ ওভারে ব্যক্তিগত 14 রানে আউট হন ৷

আইয়ার দ্রুত ডাগ-আউটে ফিরলেও শুভমন গিল নাইটদের ভরসা জোগান ৷ তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠিকে ব্যক্তিগত 9 রানে ফিরিয়ে কেকেআর-কে ধাক্কা দেন আবেশ খান ৷ পাওয়ার প্লে-র আগেই মাত্র 43 রানে 2 উইকেট হারায় কেকেআর ৷ গিলের সঙ্গে নাইট ইনিংসকে এগিয়ে নিয়ে যান নীতিশ রানা ৷ তবে ব্যক্তিগত 30 রানে গিল ফিরতেই চাপে পড়ে যায় কেকেআর ৷ 67 রানে তিন উইকেট হারায় কলকাতা ৷ এই স্কোরেই ডাগ-আউটে ফেরেন ক্যাপ্টেন মরগ্যান ৷ শূন্য রানে নাইট অধিনায়ককে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন

এরপর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে ব্যক্তিগত 12 রানে ফিরিয়ে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে দিল্লি ৷ তবে রানা ও নারাইনের লড়াইয়ে শেষ পর্যন্ত 3 উইকেটে জয় তুলে নেয় কেকেআর ৷ নারাইন 10 বলে 2টি ছয় ও একটি বাউন্ডারি-সহ 21 রান করে আউট হন ৷ কিন্তু 27 বলে 2টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মেরে 36 রানে অপরাজিত থেকে যান নাইটদের বাঁ-হাতি ব্যাটার নীতিশ রানা ৷ বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রানা ৷ এই জয়ের ফলে 11 ম্যাচে পাঁচটি জিতে 10 পয়েন্ট চার নম্বরেই রয়েছে কেকেআর ৷ 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস ৷

শারজা, 28 সেপ্টেম্বর : দিল্লি ক্যাপিটালস জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলতেন ঋষভ পন্থরা ৷ আর কেকেআর জিতলে প্লে-অফের আশা জিইয়ে রাখত ইয়ন মরগ্যানের দল ৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল কিং খানের কলকাতা নাইট রাইডার্স ৷ দিল্লিকে 3 উইকেটে হারিয়ে প্লে-অফে ওঠার পথে আরও একবার অক্সিজেন পেল নাইটরা ৷

শারজার ছোট মাঠে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে অল্প রানে বেঁধে রেখেছিলেন নাইট বোলাররা ৷ সুনীল নারাইন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ে 130 রানের গণ্ডি ছুঁতে পারেননি দিল্লি ব্যাটাররা ৷ 9 উইকেট হারিয়ে 127 রান তুলেছিল ক্যাপিটালস ৷ রান তাড়া করতে নেমে কেকেআর-এর শুরুটাও ভাল হয়নি ৷ আগের দুটি ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা ভেঙ্কটেশ আইয়ার ইনিংসের চতুর্থ ওভারে ব্যক্তিগত 14 রানে আউট হন ৷

আইয়ার দ্রুত ডাগ-আউটে ফিরলেও শুভমন গিল নাইটদের ভরসা জোগান ৷ তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠিকে ব্যক্তিগত 9 রানে ফিরিয়ে কেকেআর-কে ধাক্কা দেন আবেশ খান ৷ পাওয়ার প্লে-র আগেই মাত্র 43 রানে 2 উইকেট হারায় কেকেআর ৷ গিলের সঙ্গে নাইট ইনিংসকে এগিয়ে নিয়ে যান নীতিশ রানা ৷ তবে ব্যক্তিগত 30 রানে গিল ফিরতেই চাপে পড়ে যায় কেকেআর ৷ 67 রানে তিন উইকেট হারায় কলকাতা ৷ এই স্কোরেই ডাগ-আউটে ফেরেন ক্যাপ্টেন মরগ্যান ৷ শূন্য রানে নাইট অধিনায়ককে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন

এরপর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে ব্যক্তিগত 12 রানে ফিরিয়ে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে দিল্লি ৷ তবে রানা ও নারাইনের লড়াইয়ে শেষ পর্যন্ত 3 উইকেটে জয় তুলে নেয় কেকেআর ৷ নারাইন 10 বলে 2টি ছয় ও একটি বাউন্ডারি-সহ 21 রান করে আউট হন ৷ কিন্তু 27 বলে 2টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মেরে 36 রানে অপরাজিত থেকে যান নাইটদের বাঁ-হাতি ব্যাটার নীতিশ রানা ৷ বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রানা ৷ এই জয়ের ফলে 11 ম্যাচে পাঁচটি জিতে 10 পয়েন্ট চার নম্বরেই রয়েছে কেকেআর ৷ 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস ৷

Last Updated : Sep 29, 2021, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.