নয়াদিল্লি, 2 মে : সানরাইর্জাস হায়দরাবাদের অধিনায়ক বদল ৷ ডেভিড ওয়ার্নাকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল কেন উইলিয়ামসকে ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ থেকেই দায়িত্বভার পালন করবেন কেন ৷ সেই সঙ্গে তিনি আগামীকালের ম্যাচে প্রথম একাদশে বিদেশি ক্রিকেটারের তালিকাতেও পরিবর্তন হবে বলে জানানো হয়েছে ৷
2021 আইপিএলে 6 ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ যেখানে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ ৷ এই অবস্থায় অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ এমনকি অনেক জেতা ম্যাচও হারতে হয়েছে ওয়ার্নারদের ৷ এই অবস্থায় এবার হায়দরাবাদের অধিনায়কত্বের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হল ডেভিড ওয়ার্নারকে ৷ তাঁর বদলে কেন উইলিয়ামসকে সানরাইজার্সের অধিনায়ক করা হয়েছে ৷ আজ বিকেলে ফ্র্যাঞ্চাইজির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এখবর দেওয়া হয়েছে ৷
-
🚨 Announcement 🚨 pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🚨 Announcement 🚨 pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021🚨 Announcement 🚨 pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021
আরও পড়ুন : সচিনের 'মিশন অক্সিজেন', দান করলেন 1 কোটি টাকা
সেই সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদে প্রথম একাদশের বিদেশি খেলোয়াড়দের পরিবর্তন করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ আর সেটা টিম ম্যানেজমেন্ট নিজেদের সিদ্ধান্ত মতো করবে বলে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে বলা হয়েছে, অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার হায়দরাবাদ দলে যতটা গুরুত্বপূর্ণ ছিলেন ৷ একজন ক্রিকেটার হিসেবেও তিনি ততটাই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে থাকবেন ৷ তিনি মাঠে এবং মাঠের বাইরে সমানভাবে দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টকে সাহায্য করবেন বলে সানরাইজার্স হায়দরাবাদের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন :রাহুল, হরপ্রীতের দাপটে পঞ্জাবের কাছে হার কোহলিদের