ETV Bharat / sports

IPL 2023: কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি, ধোনির মন্তব্যে ফের অবসর জল্পনা - ধোনির আইপিএল অবসর জল্পনা

আরও একবার ধোনির আইপিএল-অবসরের জল্পনা মাথাচারা দিল ৷ এবার স্বয়ং ধোনির মন্তব্যে ৷ শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের পর ধোনির মন্তব্যে প্রশ্ন, এটাই কি তবে ধোনির শেষ আইপিএল ?

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 22, 2023, 11:23 AM IST

চেন্নাই, 22 এপ্রিল: আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2020 সালে অবসর ঘোষণা করেছিলেন ৷ এখন শুধু আইপিএলে খেলতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে । শুধু আইপিএলেই উইকেট-কিপিং গ্লাভস ও ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায় তাঁকে ৷ এবার সেই পর্বেরও কি ইতি হতে চলেছে ? সেই প্রশ্ন আরও জোড়ালো করে দিলেন স্বয়ং ধোনি ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ধোনি জানালেন, তিনি কেরিয়ারে শেষ পর্যায়ে রয়েছেন ৷ তাঁর এই ছোট্ট মন্তব্যের পরেই হইচই পড়ে গিয়েছে সমগ্র ক্রিকেট বিশ্বে । মাহির অনুরাগীদের মধ্যে আগ্রহের সঞ্চার হয়েছে ৷

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম বোলিং করে ধোনির চেন্নাই প্রতিপক্ষকে মাত্র 134 রানে আটকে দেয় ৷ সেখানে ধোনি একটি স্টাম্পিং এবং উইকেটের পিছনে একটি ক্যাচ নিয়েছিলেন ৷ ধোনির সেই ক্যাচ নিয়ে ম্যাচ শেষে ধারাভাষ্যকার হর্ষ ভগলে প্রশ্ন করেন ৷ জানতে চান মহেন্দ্র সিং ধোনির এই রিফ্লেক্স নিয়ে ৷ মহেন্দ্র সিং ধোনির জবাব ছিল, "এটা আমার কেরিয়ারের শেষ পর্যায় ৷ যতদিন পারি খেলব ৷"

উল্লেখ্য, চেন্নাই শহরকে ধোনি নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন ৷ আর সিএসকে অধিনায়ক তথা 'থালা মাহি'কে চেন্নাইয়ের মানুষও ভালোবাসা উজার করে দিয়েছেন ৷ যা নিয়ে তিনি বলেন, "প্রায় 2 বছর পর দর্শকরা এখানে মাঠে এসে খেলা দেখতে পারছেন ৷ আমাদের ভালো লাগছে চেন্নাইতে ফিরতে পেরে ৷ এই ভিড় আমাদের অনেক ভালোবাসা দিয়েছে ৷" তবে, এবারের আইপিএল শুরুর দিন থেকে মহেন্দ্র সিং ধোনির আইপিএল অবসর নিয়ে জল্পনা চলছেই ৷ বিশেষত, তাঁর হাটুর চোট নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷

আরও পড়ুন: জাদেজা-কনওয়ে যুগলবন্দিতে সানরাইজার্স 'বধ', তিনে উঠে এল ধোনির চেন্নাই

সেই জল্পনায় যেন ধোনি নিজেও কিছুটা ঘৃতাহুতি করলেন বলা যায় ৷ তবে, ধোনির নেতৃত্ব এবারের আইপিএল-এ চেন্নাই এখনও পর্যন্ত ভালো পারফর্ম্যান্স করেছে ৷ টুর্নামেন্টের সবচেয়ে অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে খেলতে নেমেও তাবড় সব দলকে ধরাশীয় করছে ধোনির চেন্নাই ৷ এই মুহূর্তে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সমসংখ্যক 6টি ম্যাচ খেলে 8 পয়েন্ট তুলেছে চেন্নাই সুপার কিংস ৷ রাজস্থান ও লখনউ একই পয়েন্টে রয়েছে ৷ শুধুমাত্র নেট রানরেটের নিরিখে রাজস্থান 1 নম্বরে, লখনউ দুইয়ে এবং চেন্নাই 3 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে ৷ রবিবার ধোনির সিএসকে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ৷

চেন্নাই, 22 এপ্রিল: আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2020 সালে অবসর ঘোষণা করেছিলেন ৷ এখন শুধু আইপিএলে খেলতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে । শুধু আইপিএলেই উইকেট-কিপিং গ্লাভস ও ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায় তাঁকে ৷ এবার সেই পর্বেরও কি ইতি হতে চলেছে ? সেই প্রশ্ন আরও জোড়ালো করে দিলেন স্বয়ং ধোনি ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ধোনি জানালেন, তিনি কেরিয়ারে শেষ পর্যায়ে রয়েছেন ৷ তাঁর এই ছোট্ট মন্তব্যের পরেই হইচই পড়ে গিয়েছে সমগ্র ক্রিকেট বিশ্বে । মাহির অনুরাগীদের মধ্যে আগ্রহের সঞ্চার হয়েছে ৷

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম বোলিং করে ধোনির চেন্নাই প্রতিপক্ষকে মাত্র 134 রানে আটকে দেয় ৷ সেখানে ধোনি একটি স্টাম্পিং এবং উইকেটের পিছনে একটি ক্যাচ নিয়েছিলেন ৷ ধোনির সেই ক্যাচ নিয়ে ম্যাচ শেষে ধারাভাষ্যকার হর্ষ ভগলে প্রশ্ন করেন ৷ জানতে চান মহেন্দ্র সিং ধোনির এই রিফ্লেক্স নিয়ে ৷ মহেন্দ্র সিং ধোনির জবাব ছিল, "এটা আমার কেরিয়ারের শেষ পর্যায় ৷ যতদিন পারি খেলব ৷"

উল্লেখ্য, চেন্নাই শহরকে ধোনি নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন ৷ আর সিএসকে অধিনায়ক তথা 'থালা মাহি'কে চেন্নাইয়ের মানুষও ভালোবাসা উজার করে দিয়েছেন ৷ যা নিয়ে তিনি বলেন, "প্রায় 2 বছর পর দর্শকরা এখানে মাঠে এসে খেলা দেখতে পারছেন ৷ আমাদের ভালো লাগছে চেন্নাইতে ফিরতে পেরে ৷ এই ভিড় আমাদের অনেক ভালোবাসা দিয়েছে ৷" তবে, এবারের আইপিএল শুরুর দিন থেকে মহেন্দ্র সিং ধোনির আইপিএল অবসর নিয়ে জল্পনা চলছেই ৷ বিশেষত, তাঁর হাটুর চোট নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷

আরও পড়ুন: জাদেজা-কনওয়ে যুগলবন্দিতে সানরাইজার্স 'বধ', তিনে উঠে এল ধোনির চেন্নাই

সেই জল্পনায় যেন ধোনি নিজেও কিছুটা ঘৃতাহুতি করলেন বলা যায় ৷ তবে, ধোনির নেতৃত্ব এবারের আইপিএল-এ চেন্নাই এখনও পর্যন্ত ভালো পারফর্ম্যান্স করেছে ৷ টুর্নামেন্টের সবচেয়ে অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে খেলতে নেমেও তাবড় সব দলকে ধরাশীয় করছে ধোনির চেন্নাই ৷ এই মুহূর্তে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সমসংখ্যক 6টি ম্যাচ খেলে 8 পয়েন্ট তুলেছে চেন্নাই সুপার কিংস ৷ রাজস্থান ও লখনউ একই পয়েন্টে রয়েছে ৷ শুধুমাত্র নেট রানরেটের নিরিখে রাজস্থান 1 নম্বরে, লখনউ দুইয়ে এবং চেন্নাই 3 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে ৷ রবিবার ধোনির সিএসকে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.