ETV Bharat / sports

ইশান্ত শর্মাকে 150 টেস্ট ম্যাচ খেলতে দেখতে চান অমিত মিশ্র - ভারত

ইশান্ত শর্মাকে তাঁর 100 টেস্ট খেলার জন্য শুভেচ্ছা জানালেন দিল্লি ক্যাপিটালসে তাঁর সতীর্থ অমিত মিশ্র ৷ সেই সঙ্গে অমিতের আশা ইশান্ত ভারতের হয়ে 150 টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করুন ৷ দিল্লি ক্যাপিটালসের ওয়েব সাইটে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি ৷

ishant-sharma-will-play-at-least-150-tests-says-amit-mishra
ইশান্ত শর্মাকে 150 টেস্ট ম্যাচ খেলতে দেখতে চান অমিত মিশ্র
author img

By

Published : Apr 1, 2021, 1:11 PM IST

মুম্বই, 1 এপ্রিল : ইশান্ত শর্মা 150 টেস্ট খেলুক ৷ এমনটাই চান তাঁর দিল্লি ক্যাপিটালসের আরেক সঙ্গী অমিত মিশ্র ৷ তাঁরা দু’জনেই এই মুহূর্তে আইপিএল 14-তে অংশ নিতে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন ৷ দিল্লি ক্যাপিটালসের তরফে প্রকাশ করা এক সাক্ষাৎকারে অমিত মিশ্রকে এই কথা বলতে শোনা গিয়েছে ৷ যেখানে নিজের ও ইশান্তের একসঙ্গে খেলা একাধিক মুহূর্তের কথা বলতে শোনা যায় অমিত মিশ্রকে ৷

দিল্লি ক্যাপিটালসের ওই সাক্ষাৎকারে অমিত মিশ্র জানিয়েছেন, ‘‘ইশান্ত এবং আমি বহুবার ভারতের হয়ে একসঙ্গে খেলেছি ৷ ইশান্ত 100 টেস্ট ম্যাচ খেলেছেন ৷ আর আমি তাঁর এই প্রাপ্তির জন্য তাঁকে শুভেচ্ছা জানাতে চাই ৷ আমি চাই ইশান্ত আরও 25-30টা ম্যাচ খেলুক এবং ভারতের হয়ে 150 টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করুন ৷ যখনই প্রয়োজন পড়েছে, আমরা ব্যাটেও ভারতের হয়ে নিজেদের অবদান রাখার চেষ্টা করেছি ৷’’

আরও পড়ুন : ওয়ান’ডে ক্রিকেটে 10 হাজার রান করার 20 বসন্ত সচিনের

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে 100 টেস্ট ম্যাচ খেলেন ইশান্ত শর্মা ৷ 32 বছর বয়সী এই পেসার মোট 101 টেস্টে 303 উইকেট নিয়েছেন ৷ যেখানে একবার ম্যাচে 10 উইকেট এবং 11 বার 5 উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ৷

মুম্বই, 1 এপ্রিল : ইশান্ত শর্মা 150 টেস্ট খেলুক ৷ এমনটাই চান তাঁর দিল্লি ক্যাপিটালসের আরেক সঙ্গী অমিত মিশ্র ৷ তাঁরা দু’জনেই এই মুহূর্তে আইপিএল 14-তে অংশ নিতে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন ৷ দিল্লি ক্যাপিটালসের তরফে প্রকাশ করা এক সাক্ষাৎকারে অমিত মিশ্রকে এই কথা বলতে শোনা গিয়েছে ৷ যেখানে নিজের ও ইশান্তের একসঙ্গে খেলা একাধিক মুহূর্তের কথা বলতে শোনা যায় অমিত মিশ্রকে ৷

দিল্লি ক্যাপিটালসের ওই সাক্ষাৎকারে অমিত মিশ্র জানিয়েছেন, ‘‘ইশান্ত এবং আমি বহুবার ভারতের হয়ে একসঙ্গে খেলেছি ৷ ইশান্ত 100 টেস্ট ম্যাচ খেলেছেন ৷ আর আমি তাঁর এই প্রাপ্তির জন্য তাঁকে শুভেচ্ছা জানাতে চাই ৷ আমি চাই ইশান্ত আরও 25-30টা ম্যাচ খেলুক এবং ভারতের হয়ে 150 টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করুন ৷ যখনই প্রয়োজন পড়েছে, আমরা ব্যাটেও ভারতের হয়ে নিজেদের অবদান রাখার চেষ্টা করেছি ৷’’

আরও পড়ুন : ওয়ান’ডে ক্রিকেটে 10 হাজার রান করার 20 বসন্ত সচিনের

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে 100 টেস্ট ম্যাচ খেলেন ইশান্ত শর্মা ৷ 32 বছর বয়সী এই পেসার মোট 101 টেস্টে 303 উইকেট নিয়েছেন ৷ যেখানে একবার ম্যাচে 10 উইকেট এবং 11 বার 5 উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.