ETV Bharat / sports

অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর - Cricket

আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷

অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর
অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর
author img

By

Published : Jun 7, 2021, 3:35 PM IST

নয়াদিল্লি, 7 জুন : আগামী 19 সেপ্টেম্বর আবার শুরু হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) ৷ ফাইনাল হবে আগামী 15 অক্টোবর ৷ আজ, সোমবার বিসিসিআই সূত্রে এমনই খবরই পাওয়া গিয়েছে ৷

চলতি বছরে আইপিএল নির্ধারিত সময়ে শুরু হয়েছিল ৷ কিন্তু করোনার কারণে মে মাসের গোড়ায় প্রতিযোগিতা শেষ না করেই বাতিল করা দেওয়া হয় ৷ তখন থেকেই আলোচনা চলছি এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ৷

সম্প্রতি জানা যায় যে আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ এবার একেবারে সময়ের বিষয়টি সামনে চলে এল ৷ তবে কোন দিন, কোন দলের খেলা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর

গত বছর আইপিএল সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের গোড়া পর্যন্ত আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতেই ৷ কারণ, করোনার জেরে ভারতে নির্ধারিত সময়ে আইপিএল আয়োজন করা যায়নি ৷ পরে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷

নয়াদিল্লি, 7 জুন : আগামী 19 সেপ্টেম্বর আবার শুরু হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) ৷ ফাইনাল হবে আগামী 15 অক্টোবর ৷ আজ, সোমবার বিসিসিআই সূত্রে এমনই খবরই পাওয়া গিয়েছে ৷

চলতি বছরে আইপিএল নির্ধারিত সময়ে শুরু হয়েছিল ৷ কিন্তু করোনার কারণে মে মাসের গোড়ায় প্রতিযোগিতা শেষ না করেই বাতিল করা দেওয়া হয় ৷ তখন থেকেই আলোচনা চলছি এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ৷

সম্প্রতি জানা যায় যে আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ এবার একেবারে সময়ের বিষয়টি সামনে চলে এল ৷ তবে কোন দিন, কোন দলের খেলা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর

গত বছর আইপিএল সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের গোড়া পর্যন্ত আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতেই ৷ কারণ, করোনার জেরে ভারতে নির্ধারিত সময়ে আইপিএল আয়োজন করা যায়নি ৷ পরে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.