চেন্নাই, 4 মার্চ: চলতি বছরে আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে চেন্নাই পৌঁছালেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। আগামী 8-9 মার্চ থেকে চেন্নাইয়ে প্রশিক্ষণ শিবির চালু করছে সিএসকে টিম ম্যানেজমেন্ট।
দলের সিইও কাশি বিশ্বনাথন আজ জানিয়েছেন, আমরা আগামী 8-9 মার্চ থেকে দলের অনুশীলন শুরু হবে চেন্নাইতে। চলতি বছরের জন্যই এই অনুশীলন শুরু করা হবে।
দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, 'আমরা আগামী আইপিএল সেশনের দিকে তাকিয়ে আছি। এই শিবিরে রায়ডু ছাড়াও অন্যান্য সবাইকেই পাওয়া যাবে।' গত কয়েক বছর ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারও তারা চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিতে বদ্ধপরিকর।
আরও পড়ুন: IPL-এ প্রথমবার, অর্ধশতরান ছাড়া মরশুম শেষ ধোনির
বিশ্বনাথন এক বিবৃতিতে বলেন, ''আমরা বিশেষত তাকিয়ে আছি তাদের দিকে যারা তামিলনাড়ু দলের নতুন খেলোয়াড়।'' যদিও এবার দলের অনেক পুরোনো খেলোয়াড়দেরই বাদ দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নতুন অনেক মুখ।