আমেদাবাদ, 29 মে: বৃষ্টির কারণে রবিবারের মতো বাতিল হয়ে গিয়েছিল আইপিএল ফাইনাল ৷ এমনকী টস পর্যন্ত করা যায়নি ৷ আজ. সোমবার রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ে শুরু হবে ম্যাচ ৷ কিন্তু, সেখানেও থাকছে একাধিক প্রশ্ন ৷ কারণ, আমেদাবাদের আকাশে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ জানানো হয়েছে, বিকেল 5 টার পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ যদি আজও ম্যাচ না হয়, তাহলে কী হবে ? সেই প্রশ্নই এবার উকিঁঝুকি দিচ্ছে ৷ এমনটা হলে, লিগ টেবিলে দুই ফাইনালিস্টের অবস্থান দেখা হবে ৷
আমেদাবাদ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল 5টা থেকে বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হলেও, ম্যাচের সময় তার কোনও সম্ভাবনা নেই ৷ অর্থাৎ, সন্ধ্যে 7টা পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ৷ তাও, রবিবারের পর আজ ফের বৃষ্টি হলে, মাঠ কত দ্রুত ম্যাচের উপযোগী করা যাবে ? সেনিয়ে প্রশ্ন থাকছেই ৷ সেক্ষেত্রে ম্যাচের ওভার কাট-অফের সময়সীমা রবিবারের মতোই থাকছে ৷ রাত 9টা 35 মিনিটের মধ্যে খেলা শুরু হলে পুরো 20 ওভারের ম্যাচ হবে ৷ 9টা 45 মিনিটে খেলা শুরু হলে 19 ওভারের ম্যাচ ৷ 10টা থেকে ম্যাচ হলে খেলা হবে 17 ওভারের ৷ আর সাড়ে 10টা থেকে ম্যাচ হলে 15 ওভারের খেলা হবে ৷
আরও পড়ন: অবিরাম বারিধারায় সম্ভব হল না টসও, আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডে'তে
আর ন্যূনতম 5 ওভারের খেলার জন্য কাট-অফ টাইম একই থাকছে ৷ রাত 12টা 6 মিনিট ৷ তাও সম্ভব না হলে রিজার্ভ ডে-তে সুপার ওভারের ব্যবস্থা থাকছে ৷ তবে, তার জন্য রাত 1টা 20 মিনিটের মধ্যে মাঠ ও পিচ খেলার উপযোগী করে তুলতে হবে ৷ তবে, রিজার্ভ ডে-তেও খেলা না হলে কী হবে ? আইপিএল গর্ভনিং কমিটির নিয়ম অনুযায়ী, লিগের 70 ম্যাচ অর্থাৎ, সব দলের 14টি করে ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের অবস্থান অনুযায়ী আইপিএল সিজন-16’র চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷ সেক্ষেত্রে পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকার সুবাদে গুজরাত টাইটান্স দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়নের খেতাব জিতবে ৷