ETV Bharat / sports

IPL Final 2023: বৃষ্টিতে ভাসছে মোতেরা, পিছিয়ে গেল ফাইনালে টসের সময় - হার্দিক পান্ডিয়া

আইপিএল ফাইনালের দ্বৈরথে প্রথমবার চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ৷ যে ম্যাচে চ্যাম্পিয়নের হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির সিএসকে ৷ আর সেখানেই খেতাব ধরে রাখতে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ৷

IPL Final 2023 ETV BHARAT
IPL Final 2023
author img

By

Published : May 28, 2023, 7:37 PM IST

আমেদাবাদ, 28 মে: আইপিএল সিজন 16-র সেরা কে হবে ? সেই লড়াইয়ে আজ নামছে চেন্নাই সুপার এবং গুজরাত টাইটান্স ৷ আমেদাবাদের পিচে বরাবরই বড় রান ওঠে ৷ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও তাই হয়েছিল ৷ এমনকি টস হেরে আগে ব্যাটিং করেও 233 রান স্কোর বোর্ডে তুলেছিল গুজরাত টাইটান্স ৷ তাই আজকের ম্যাচেও টস সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল দুই দলের কাছেই ৷ যদিও আমেদাবাদে বৃষ্টি এখনও কমেনি । ফলে পিছিয়ে গিয়েছে টসের সময় । জানানো হয়েছে, 9.35-এর মধ্যে খেলা শুরু হলে ওভার সংখ্যা কমানো হবে না ।

দীর্ঘ প্রায় 2 মাসের লড়াই শেষে আজ অবশেষে জানা যাবে, সিজন-16’র চ্যাম্পিয়ন কে হবে ? চেন্নাই সুপার কিংস নাকি গুজরাত টাইটান্স ৷ টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ৷ আর গতবারের চ্যাম্পিয়ন তথা আইপিএল গ্রহে মাত্র 2 বছর হলেও দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামছে গুজরাত টাইটান্স ৷ যাঁরা নামবে নিজেদের খেতাব রক্ষার লড়াইয়ে ৷ আর ধোনির নেতৃত্বে সিএসকে নামবে হৃত সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে এই ম্যাচে গুরু-শিষ্যের দ্বৈরথও বটে ৷ একদিকে গুরু অর্থাৎ, মহেন্দ্র সিং ধোনি এবং প্রতিপক্ষ তাঁর শিষ্য হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন: ফিরে দেখা গত 15 বছরের আইপিএল চ্যাম্পিয়নদের কাহিনি

টুর্নামেন্টে হার্দিকের গুজরাত টাইটান্সের বোলিং ও ব্যাটিং সবচেয়ে ধারাবাহিক ৷ ব্যাটিংয়ে শুভমন গিল এই মুহূর্তে দূরন্ত ফর্মে রয়েছেন ৷ তিনি যাই ছোঁবেন, সেটাই সোনা হয়ে যাবে এমন ফর্ম ৷ সেই সঙ্গে ঋদ্বিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাশিদ খানরা ব্যাটিংয়ে বড় ভরসা ৷ অন্যদিকে, বোলিংয়ে থাকছেন, মহম্মদ শামি ৷ যিনি পেস বোলিং বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ৷ এমনকি এ বছরের টুর্নামেন্টে সর্বাধিক 28 উইকেট শিকারি তিনি ৷ তার পরেই আছেন রাশিদ খান ৷ তিনিও 27 উইকেট নিয়েছে এবারে ৷ আর গত ম্যাচে 5 উইকেট নিয়ে সেই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন মোহিত শর্মা ৷ তাঁর উইকেট সংখ্যা 24 ৷

আরও পড়ুন: মোতেরায় মুখোমুখি চেন্নাই-গুজরাত, ষষ্ঠদশ আইপিএলের শিরোপা কার মাথায়; অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং সবচেয়ে বড় ভরসা ৷ বিশেষত, ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে ৷ আর মিডল অর্ডারে শিবম দুবে, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ডু, মইন আলি এবং রবীন্দ্র জাদেজা ৷ ধোনি তো অবশ্যই আছেন ৷ বোলিং সিএসকে-এর সবচেয়ে বড় মাথা ব্যাথা ৷ কারণ, অনভিজ্ঞ তুষার দেশপান্ডা মথিসা পাথিরানা উইকেট নিলেও রান আটকাতে ব্যর্থ হচ্ছেন ৷ তাই দীপক চাহার, মহিষ তিকশনা, রবীন্দ্র জাদেজা এবং মইন আলির উপরে বাড়তি চাপ পড়ছে বইকি ৷

আমেদাবাদ, 28 মে: আইপিএল সিজন 16-র সেরা কে হবে ? সেই লড়াইয়ে আজ নামছে চেন্নাই সুপার এবং গুজরাত টাইটান্স ৷ আমেদাবাদের পিচে বরাবরই বড় রান ওঠে ৷ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও তাই হয়েছিল ৷ এমনকি টস হেরে আগে ব্যাটিং করেও 233 রান স্কোর বোর্ডে তুলেছিল গুজরাত টাইটান্স ৷ তাই আজকের ম্যাচেও টস সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল দুই দলের কাছেই ৷ যদিও আমেদাবাদে বৃষ্টি এখনও কমেনি । ফলে পিছিয়ে গিয়েছে টসের সময় । জানানো হয়েছে, 9.35-এর মধ্যে খেলা শুরু হলে ওভার সংখ্যা কমানো হবে না ।

দীর্ঘ প্রায় 2 মাসের লড়াই শেষে আজ অবশেষে জানা যাবে, সিজন-16’র চ্যাম্পিয়ন কে হবে ? চেন্নাই সুপার কিংস নাকি গুজরাত টাইটান্স ৷ টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ৷ আর গতবারের চ্যাম্পিয়ন তথা আইপিএল গ্রহে মাত্র 2 বছর হলেও দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামছে গুজরাত টাইটান্স ৷ যাঁরা নামবে নিজেদের খেতাব রক্ষার লড়াইয়ে ৷ আর ধোনির নেতৃত্বে সিএসকে নামবে হৃত সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে এই ম্যাচে গুরু-শিষ্যের দ্বৈরথও বটে ৷ একদিকে গুরু অর্থাৎ, মহেন্দ্র সিং ধোনি এবং প্রতিপক্ষ তাঁর শিষ্য হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন: ফিরে দেখা গত 15 বছরের আইপিএল চ্যাম্পিয়নদের কাহিনি

টুর্নামেন্টে হার্দিকের গুজরাত টাইটান্সের বোলিং ও ব্যাটিং সবচেয়ে ধারাবাহিক ৷ ব্যাটিংয়ে শুভমন গিল এই মুহূর্তে দূরন্ত ফর্মে রয়েছেন ৷ তিনি যাই ছোঁবেন, সেটাই সোনা হয়ে যাবে এমন ফর্ম ৷ সেই সঙ্গে ঋদ্বিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাশিদ খানরা ব্যাটিংয়ে বড় ভরসা ৷ অন্যদিকে, বোলিংয়ে থাকছেন, মহম্মদ শামি ৷ যিনি পেস বোলিং বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ৷ এমনকি এ বছরের টুর্নামেন্টে সর্বাধিক 28 উইকেট শিকারি তিনি ৷ তার পরেই আছেন রাশিদ খান ৷ তিনিও 27 উইকেট নিয়েছে এবারে ৷ আর গত ম্যাচে 5 উইকেট নিয়ে সেই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন মোহিত শর্মা ৷ তাঁর উইকেট সংখ্যা 24 ৷

আরও পড়ুন: মোতেরায় মুখোমুখি চেন্নাই-গুজরাত, ষষ্ঠদশ আইপিএলের শিরোপা কার মাথায়; অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং সবচেয়ে বড় ভরসা ৷ বিশেষত, ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে ৷ আর মিডল অর্ডারে শিবম দুবে, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ডু, মইন আলি এবং রবীন্দ্র জাদেজা ৷ ধোনি তো অবশ্যই আছেন ৷ বোলিং সিএসকে-এর সবচেয়ে বড় মাথা ব্যাথা ৷ কারণ, অনভিজ্ঞ তুষার দেশপান্ডা মথিসা পাথিরানা উইকেট নিলেও রান আটকাতে ব্যর্থ হচ্ছেন ৷ তাই দীপক চাহার, মহিষ তিকশনা, রবীন্দ্র জাদেজা এবং মইন আলির উপরে বাড়তি চাপ পড়ছে বইকি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.