ETV Bharat / sports

গতবারের অধরা খেতাব জয়ে প্রস্তুত দল : কাইফ - দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং কোয়ারানটিন শেষ করে দলে যোগ দেবেন ৷ কাইফ জানান আগামীদিনগুলিতে তিনি ও পন্টিং দলের পরিকল্পনা সাজাবেন ৷ কাঁধে চোট পাওয়ার জন্য আসন্ন মরসুমে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ ৷

কাইফ
কাইফ
author img

By

Published : Apr 4, 2021, 5:53 PM IST

মুম্বই, 4 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021 জেতার জন্য তৈরি দিল্লি ক্যাপিটালস ৷ বক্তা দিল্লি ক্যাপিটালসের অ্যাসিসটেন্ট কোচ মহম্মদ কাইফ ৷ শনিবার মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি ৷ তারপরই তাঁর বক্তব্য দিল্লি ফ্র্যাঞ্চাইজি এই মরসুমে ট্রফি জয় করতে মরিয়া ৷ উল্লেখ্য গত মরসুমে রানার্স হিসেবে থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে ৷

একটি প্রেস রিলিজ়ে কাইফ বলেন, ‘‘চলতি বছর আমরা আরও এককদম বাড়াতে চাই ৷ এটাই আমাদের লক্ষ্য ৷ খেতাব জয় করার মতো আমাদের ক্রিকেটার আছে ৷ গতবছর আমরা খুব কাছে পৌঁছে গিয়েছিলাম ৷ তবে চলতি বছর ঋষভ পন্থের মতো বেশিরভাগ ক্রিকেটার প্রচুর ক্রিকেট খেলেছে ৷ তাঁরা খেলার মধ্যেই আছে ৷ এবং আইপিএলে নামার আগে ভাল ছন্দে আছে ৷’’

শনিবার দলের সহকারী কোচ আরও বলেন, তাঁরা ফ্লাড লাইটে ক্যাচ ধরার উপর জোর দিয়ে অনুশীলন করছেন ৷ তিনি বলেন, ‘‘কয়েকদিন ধরে ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছে ৷ আমরা কোচিং গ্রুপ ঠিক করি আজ ফিল্ডিং অনুশীলন করানোর ৷ ফ্লাড লাইটে আমরা বেশ কিছু ক্যাচ ধরার অনুশীলন করেছি ৷ এটা দারুণ সেশন ছিল ৷ আমি দলের অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি ৷ আমি রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কা রাহানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছি ৷’’

আরও পড়ুন : করোনা আক্রান্ত পড়িক্কল, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে সংশয়

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং কোয়ারানটিন শেষ করে দলে যোগ দেবেন ৷ কাইফ জানান আগামীদিনগুলি তিনি ও পন্টিং দলের পরিকল্পনা সাজাবেন ৷ কাঁধে চোট পাওয়ার জন্য আসন্ন মরসুমে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ ৷ 10 এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস ৷

মুম্বই, 4 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021 জেতার জন্য তৈরি দিল্লি ক্যাপিটালস ৷ বক্তা দিল্লি ক্যাপিটালসের অ্যাসিসটেন্ট কোচ মহম্মদ কাইফ ৷ শনিবার মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি ৷ তারপরই তাঁর বক্তব্য দিল্লি ফ্র্যাঞ্চাইজি এই মরসুমে ট্রফি জয় করতে মরিয়া ৷ উল্লেখ্য গত মরসুমে রানার্স হিসেবে থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে ৷

একটি প্রেস রিলিজ়ে কাইফ বলেন, ‘‘চলতি বছর আমরা আরও এককদম বাড়াতে চাই ৷ এটাই আমাদের লক্ষ্য ৷ খেতাব জয় করার মতো আমাদের ক্রিকেটার আছে ৷ গতবছর আমরা খুব কাছে পৌঁছে গিয়েছিলাম ৷ তবে চলতি বছর ঋষভ পন্থের মতো বেশিরভাগ ক্রিকেটার প্রচুর ক্রিকেট খেলেছে ৷ তাঁরা খেলার মধ্যেই আছে ৷ এবং আইপিএলে নামার আগে ভাল ছন্দে আছে ৷’’

শনিবার দলের সহকারী কোচ আরও বলেন, তাঁরা ফ্লাড লাইটে ক্যাচ ধরার উপর জোর দিয়ে অনুশীলন করছেন ৷ তিনি বলেন, ‘‘কয়েকদিন ধরে ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছে ৷ আমরা কোচিং গ্রুপ ঠিক করি আজ ফিল্ডিং অনুশীলন করানোর ৷ ফ্লাড লাইটে আমরা বেশ কিছু ক্যাচ ধরার অনুশীলন করেছি ৷ এটা দারুণ সেশন ছিল ৷ আমি দলের অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি ৷ আমি রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কা রাহানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছি ৷’’

আরও পড়ুন : করোনা আক্রান্ত পড়িক্কল, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে সংশয়

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং কোয়ারানটিন শেষ করে দলে যোগ দেবেন ৷ কাইফ জানান আগামীদিনগুলি তিনি ও পন্টিং দলের পরিকল্পনা সাজাবেন ৷ কাঁধে চোট পাওয়ার জন্য আসন্ন মরসুমে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ ৷ 10 এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.