ETV Bharat / sports

Virat Kohli: দুবাই পৌঁছলেন কোহলি, থাকতে হবে ছ'দিনের কোয়ারেন্টাইনে - বিরাট কোহলি

ম্য়াঞ্চেস্টার থেকে আমিরশাহী পৌঁছনোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে চাটার্ড ফ্লাইটের আবেদন করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ কিন্তু বোর্ড তা দিতে রাজি না-হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে তাদের ক্রিকেটারদের মরু শহরে উড়িয়ে আনার ব্যবস্থা করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

Virat Kohli
দুবাই পৌঁছলেন কোহলি, থাকতে হবে ছ'দিনের কোয়ারেন্টাইনে
author img

By

Published : Sep 12, 2021, 3:52 PM IST

দুবাই, 12 সেপ্টেম্বর : 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে দুবাই পৌঁছলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ রবিবার চাটার্ড বিমানে ম্যাঞ্চেস্টার থেকে মরু শহরে পৌঁছন কোহলি ও আরসিবি-র ভারতীয় দলে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ৷

রবিবার আরসিবি তাদের অফিসিয়াল টুইটারে বিরাট-সিরাজের দুবাই পৌঁছনোর কথা জানায় ৷ টুইটারে লেখা হয়, "আপনার এই খবরটার জন্যই অপেক্ষা করছিলেন ৷ কিং কোহলি ও মিয়ান ম্যাজিক দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷" এই দুই ক্রিকেটারের জন্যা চাটার্ড বিমানের ব্যবস্থা করেছিল রয়্যাল চ্যালঞ্জার্স ৷ ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলে খেলা ভারতীয় দলের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরশাহী আনার জন্য বিসিসিআই-এর কাছে চাটার্ঢ বিমানের জন্য অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ কিন্তু বোর্ড তা দিতে রাজি না-হওয়ায় নিজেদের ক্রিকেটারদের দ্রুত মরু শহরে আনার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

আরও পড়ুন: আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'

আরসিবি-র তরফে আগেই জানানো হয়েছিল, বিরাট-সিরাজকে নিয়ে চাটার্ড বিমান শনিবার রাত সাড়ে 11 টার সময় ম্যাঞ্চাস্টার ছাড়বে এবং রবিবার সকালে দুবাই পৌঁছবে ৷ সেই মতো এদিন সকালেই মরু শহরে পা রাখেন আরসিবি অধিনায়ক ৷ তবে ইংল্য়ান্ড ফেরত সব ক্রিকেটারকে ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷

19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ দ্বিতীয় দিনেই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাটদের প্রথম প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে মরু শহরের আইপিএলে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে 10 পয়েন্ট নিয়ে তিন নম্বর রয়েছে বিরাট-বাহিনী ৷

দুবাই, 12 সেপ্টেম্বর : 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে দুবাই পৌঁছলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ রবিবার চাটার্ড বিমানে ম্যাঞ্চেস্টার থেকে মরু শহরে পৌঁছন কোহলি ও আরসিবি-র ভারতীয় দলে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ৷

রবিবার আরসিবি তাদের অফিসিয়াল টুইটারে বিরাট-সিরাজের দুবাই পৌঁছনোর কথা জানায় ৷ টুইটারে লেখা হয়, "আপনার এই খবরটার জন্যই অপেক্ষা করছিলেন ৷ কিং কোহলি ও মিয়ান ম্যাজিক দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷" এই দুই ক্রিকেটারের জন্যা চাটার্ড বিমানের ব্যবস্থা করেছিল রয়্যাল চ্যালঞ্জার্স ৷ ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলে খেলা ভারতীয় দলের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরশাহী আনার জন্য বিসিসিআই-এর কাছে চাটার্ঢ বিমানের জন্য অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ কিন্তু বোর্ড তা দিতে রাজি না-হওয়ায় নিজেদের ক্রিকেটারদের দ্রুত মরু শহরে আনার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

আরও পড়ুন: আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'

আরসিবি-র তরফে আগেই জানানো হয়েছিল, বিরাট-সিরাজকে নিয়ে চাটার্ড বিমান শনিবার রাত সাড়ে 11 টার সময় ম্যাঞ্চাস্টার ছাড়বে এবং রবিবার সকালে দুবাই পৌঁছবে ৷ সেই মতো এদিন সকালেই মরু শহরে পা রাখেন আরসিবি অধিনায়ক ৷ তবে ইংল্য়ান্ড ফেরত সব ক্রিকেটারকে ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷

19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ দ্বিতীয় দিনেই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাটদের প্রথম প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে মরু শহরের আইপিএলে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে 10 পয়েন্ট নিয়ে তিন নম্বর রয়েছে বিরাট-বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.