ETV Bharat / sports

IPL 2021: জেসন-কেন জুটির দুরন্ত পারফরম্যান্স, রাজস্থানকে 7 উইকেটে হারাল হায়দরাবাদ

author img

By

Published : Sep 28, 2021, 9:19 AM IST

Updated : Sep 28, 2021, 9:35 AM IST

জেসন রয় ও কেন উইলিমসনের দুরন্ত পারফরম্যান্সে হায়দরাবাদের জন্য জয়ের পথ মসৃণ করে দেয় ৷ অর্ধশতরান পূরণ করেন জেসন ৷ শেষে অভিষেক শর্মার সঙ্গে কেনের পার্টনারশিপে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন ৷

রাজস্থানকে 7 উইকেটে হারাল হায়দরাবাদ
রাজস্থানকে 7 উইকেটে হারাল হায়দরাবাদ

দুবাই, 28 সেপ্টেম্বর : ধীরে ধীরে জয়ে ফিরছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ গতকালই রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারায় হায়দরাবাদ ৷ এবারের আইপিএল-র মরসুমে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা ৷ সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখে রাজস্থান ৷ তবে 7 উইকেট বাকি থাকতেই ওই রান তুলে নেয় হায়দরাবাদ ৷

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের ৷ দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ এভিন লুইস ৷ মাত্র 6 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ অধিনায়ক সঞ্জু দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে ধামাকাদার শুরু করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি তরুণ ওপেনার জস্বশী জসওয়াল ৷ দু‘জনে পাওয়ার প্লে-তে 49 রান তোলেন ৷ দ্বিতীয় উইকেটে দু'জনে 43 বলে 50 রান যোগ করেন ৷ সঞ্জুর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করেন জস্বশীও ৷

আরও পড়ুন, Durand Cup: যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট, মাঠে আলো জ্বালিয়ে ডুরান্ড ফাইনালে মহমেডান

যদিও, তা কাজে আসেনি বলা যেতে পারে ৷ কারণ জেসন রয় ও কেন উইলিমসনের দুরন্ত পারফরম্যান্সে হায়দরাবাদের জন্য জয়ের পথ মসৃণ করে দেয় ৷ অর্ধশতরান পূরণ করেন জেসন ৷ 60 রানে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি ৷ পরে কেন উইলিয়ামস অর্ধশতরান করে ৷ শেষে অভিষেক শর্মার সঙ্গে পার্টনারশিপে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন ৷

দুবাই, 28 সেপ্টেম্বর : ধীরে ধীরে জয়ে ফিরছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ গতকালই রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারায় হায়দরাবাদ ৷ এবারের আইপিএল-র মরসুমে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা ৷ সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখে রাজস্থান ৷ তবে 7 উইকেট বাকি থাকতেই ওই রান তুলে নেয় হায়দরাবাদ ৷

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের ৷ দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ এভিন লুইস ৷ মাত্র 6 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ অধিনায়ক সঞ্জু দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে ধামাকাদার শুরু করেন ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ-হাতি তরুণ ওপেনার জস্বশী জসওয়াল ৷ দু‘জনে পাওয়ার প্লে-তে 49 রান তোলেন ৷ দ্বিতীয় উইকেটে দু'জনে 43 বলে 50 রান যোগ করেন ৷ সঞ্জুর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করেন জস্বশীও ৷

আরও পড়ুন, Durand Cup: যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট, মাঠে আলো জ্বালিয়ে ডুরান্ড ফাইনালে মহমেডান

যদিও, তা কাজে আসেনি বলা যেতে পারে ৷ কারণ জেসন রয় ও কেন উইলিমসনের দুরন্ত পারফরম্যান্সে হায়দরাবাদের জন্য জয়ের পথ মসৃণ করে দেয় ৷ অর্ধশতরান পূরণ করেন জেসন ৷ 60 রানে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি ৷ পরে কেন উইলিয়ামস অর্ধশতরান করে ৷ শেষে অভিষেক শর্মার সঙ্গে পার্টনারশিপে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন ৷

Last Updated : Sep 28, 2021, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.