ETV Bharat / sports

ম্যাজিক্যাল জাদেজা, আরসিবিকে 69 রানে হারাল সিএসকে - রবীন্দ্র জাদেজা

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের 191 রানের জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাঙ্গালোরের ইনিংস ৷ মাত্র 122 রানেই শেষ হল কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলদের সমস্ত জারিজুরি ৷ চেন্নাই সুপার কিংসের কাছে 69 রানে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আরসিবি বনাম সিএসকে
আরসিবি বনাম সিএসকে
author img

By

Published : Apr 25, 2021, 7:20 PM IST

Updated : Apr 25, 2021, 8:35 PM IST

মুম্বই, 25 এপ্রিল : রবীন্দ্র জাদেজাময় ওয়াংখেড়ে ৷ ব্যাট হাতে মাত্র 28 বলে অপরাজিত 62 রান ৷ বোলিং করতে এসে 4 ওভারে 13 রান খরচ করে 3টি উইকেট ৷ এক ঝলকে এটাই আজ রবীন্দ্র জাদেজার পারফরমেন্স ৷ এই ম্যাজিকেল পারফরমেন্সের উপর ভিত্তি করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হেলায় হারাল চেন্নাই সুপার কিংস ৷

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের 191 রানের জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাঙ্গালোরের ইনিংস ৷ মাত্র 122 রানেই শেষ হল কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলদের সমস্ত জারিজুরি ৷ চেন্নাই সুপার কিংসের কাছে 69 রানে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আরসিবির স্কোর বোর্ড দেখে বলার উপায় ছিল না এই দলটাই আগের ম্যাচে 10 উইকেটে জিতেছে ৷ শতরান করেছিলেন পাড়িক্কাল ৷ অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি ৷

ব্যাট হাতে দুরন্ত রবীন্দ্র জাদেজা
ব্যাট হাতে দুরন্ত রবীন্দ্র জাদেজা

আজ দলের হয়ে সর্বোচ্চ রান করলেন সেই দেবদূত পাড়িক্কল ৷ তবে তাঁর বিস্ফোরক ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ খেললেন মাত্র 15 বলে 34 রানের ইনিংস ৷ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন গ্লেন ম্যাক্সওয়েলের 22 রান ৷

ব্যাটের পর বল হাতেও ম্যাজিক দেখালেন রবীন্দ্র জাদেজা ৷ মাত্র চার ওভার হাত ঘুরিয়ে তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের উইকেট ৷ মুম্বইয়ের পিচে জাদেজার মতোই ভয়ঙ্কর দেখাল ইমরান তাহিরকে ৷ বলা চলে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ৷ নিলেন 2টি উইকেট ৷ পাশাপাশি কাইল জেমিসনকে রান আউটে বড় ভূমিকা নিলেন তিনি ৷

আরও পড়ুন : করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস

জাদেজাকে কেন স্যার জাদেজা বলেন ধোনি, তা আজ বুঝিয়ে দিলেন ৷ মাত্র 28 বলে খেললেন 62 রানের অপরাজিত ইনিংস ৷ 5টি বিশাল ছক্কা ও 4টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ শেষ ওভারে হর্শাল প্যাটেলের থেকে নিলেন 37 রান ৷ এই হর্শাল প্যাটেলই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ৷ তাঁকেই আজ কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনলেন জাদেজা ৷

মুম্বই, 25 এপ্রিল : রবীন্দ্র জাদেজাময় ওয়াংখেড়ে ৷ ব্যাট হাতে মাত্র 28 বলে অপরাজিত 62 রান ৷ বোলিং করতে এসে 4 ওভারে 13 রান খরচ করে 3টি উইকেট ৷ এক ঝলকে এটাই আজ রবীন্দ্র জাদেজার পারফরমেন্স ৷ এই ম্যাজিকেল পারফরমেন্সের উপর ভিত্তি করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হেলায় হারাল চেন্নাই সুপার কিংস ৷

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের 191 রানের জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাঙ্গালোরের ইনিংস ৷ মাত্র 122 রানেই শেষ হল কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলদের সমস্ত জারিজুরি ৷ চেন্নাই সুপার কিংসের কাছে 69 রানে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আরসিবির স্কোর বোর্ড দেখে বলার উপায় ছিল না এই দলটাই আগের ম্যাচে 10 উইকেটে জিতেছে ৷ শতরান করেছিলেন পাড়িক্কাল ৷ অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি ৷

ব্যাট হাতে দুরন্ত রবীন্দ্র জাদেজা
ব্যাট হাতে দুরন্ত রবীন্দ্র জাদেজা

আজ দলের হয়ে সর্বোচ্চ রান করলেন সেই দেবদূত পাড়িক্কল ৷ তবে তাঁর বিস্ফোরক ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ খেললেন মাত্র 15 বলে 34 রানের ইনিংস ৷ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন গ্লেন ম্যাক্সওয়েলের 22 রান ৷

ব্যাটের পর বল হাতেও ম্যাজিক দেখালেন রবীন্দ্র জাদেজা ৷ মাত্র চার ওভার হাত ঘুরিয়ে তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের উইকেট ৷ মুম্বইয়ের পিচে জাদেজার মতোই ভয়ঙ্কর দেখাল ইমরান তাহিরকে ৷ বলা চলে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ৷ নিলেন 2টি উইকেট ৷ পাশাপাশি কাইল জেমিসনকে রান আউটে বড় ভূমিকা নিলেন তিনি ৷

আরও পড়ুন : করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস

জাদেজাকে কেন স্যার জাদেজা বলেন ধোনি, তা আজ বুঝিয়ে দিলেন ৷ মাত্র 28 বলে খেললেন 62 রানের অপরাজিত ইনিংস ৷ 5টি বিশাল ছক্কা ও 4টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ শেষ ওভারে হর্শাল প্যাটেলের থেকে নিলেন 37 রান ৷ এই হর্শাল প্যাটেলই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ৷ তাঁকেই আজ কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনলেন জাদেজা ৷

Last Updated : Apr 25, 2021, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.