ETV Bharat / sports

IPL 2021 KKR vs CSK : সামনে ধোনির চেন্নাই, জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নাইটবাহিনী ? - আইপিএল

কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস পরপর দুটি ম্যাচে জয়ী হয়েছে ৷ আজও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর দু'পক্ষ ৷ তবে ম্যাচ কার দখলে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ ৷

IPL 2021 KKR vs CSK
আজও কি জয়ের ধারা অব্যাহত রাখবে নাইটবাহিনী
author img

By

Published : Sep 26, 2021, 11:42 AM IST

Updated : Sep 26, 2021, 12:05 PM IST

আবুধাবি, 26 সেপ্টেম্বর : ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচেই জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ৷ দুই ম্যাচ জয়ের ফলে মনোবল এখন তুঙ্গে দু'দলের ৷ আজ দু'দলই ম্যাচের নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে ৷ তবে শেষ হাসি কারা হাসে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ ৷

আইপিএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই ফর্মে রয়েছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৷ আজ তিনি আবারও জ্বলে উঠতে পারেন কি না সেটাই দেখার ৷ গত ম্যাচে রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ধোনি ব্রিগেড ৷ তবে আজ কেকেআরকে পর্যুদস্ত করে জয়ের ধারা অব্যাহত রাখবে নাকি ম্যাচ পকেটে পুরবে ইয়ন মরগ্যানের ছেলেরা সেটাই দেখার ৷ ম্যাচ শুরু হবে বেলা 3.30 মিনিটে ৷

আরও পড়ুন: 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

সম্ভবত দু'দলের প্রথম একাদশে তেমন বড় কোনও পরিবর্তন হবে না ৷ তবে যদি পরিবর্তন করা হয়ও তা সামান্য পরিবর্তন হতে পারে ৷ আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিধ কৃষ্ণরা ৷ আজও সম্ভবত সেই দলকে মাঠে নামাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংসও আগের দলকে নামাতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আবুধাবি, 26 সেপ্টেম্বর : ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচেই জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ৷ দুই ম্যাচ জয়ের ফলে মনোবল এখন তুঙ্গে দু'দলের ৷ আজ দু'দলই ম্যাচের নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে ৷ তবে শেষ হাসি কারা হাসে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ ৷

আইপিএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই ফর্মে রয়েছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৷ আজ তিনি আবারও জ্বলে উঠতে পারেন কি না সেটাই দেখার ৷ গত ম্যাচে রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ধোনি ব্রিগেড ৷ তবে আজ কেকেআরকে পর্যুদস্ত করে জয়ের ধারা অব্যাহত রাখবে নাকি ম্যাচ পকেটে পুরবে ইয়ন মরগ্যানের ছেলেরা সেটাই দেখার ৷ ম্যাচ শুরু হবে বেলা 3.30 মিনিটে ৷

আরও পড়ুন: 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

সম্ভবত দু'দলের প্রথম একাদশে তেমন বড় কোনও পরিবর্তন হবে না ৷ তবে যদি পরিবর্তন করা হয়ও তা সামান্য পরিবর্তন হতে পারে ৷ আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিধ কৃষ্ণরা ৷ আজও সম্ভবত সেই দলকে মাঠে নামাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংসও আগের দলকে নামাতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 26, 2021, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.