মুম্বই, 21 এপ্রিল : প্রথম ম্য়াচে দাপুটে জয় ৷ কিন্তু তার পর থেকেই ছন্দহীন দল ৷ এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাহিনী এটাই ৷ এমতবস্থায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মরগ্য়ানের নাইটরা মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মরগ্যান ৷
গত ম্য়াচে রাজস্থান রয়্যালসকে কার্যত উড়িয়ে দিয়েছে চেন্নাই ৷ ভাল ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছাপ ছাড়েন ইয়লো ব্রিগেড ৷ ব্যাট বলে অলরাউন্ড পারফরমেন্স করেন মইন আলি ৷ ব্যাটে 26 রান করার পাশাপাশি বোলিং করেও তিনটি উইকেট তুলে নেন তিনি ৷
অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে ছেড়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ পরের ম্যাচে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে শোচনীয় পরাজয় স্বীকার করতে হয় নাইটদের ৷ এরপরই মরগ্য়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে ৷ এমনকি কোচ ম্যাকালামও নাইট অধিনায়কের বোলিং পরিবর্তন নিয়ে কথা বলেন ৷ প্রশ্ন ওঠে শাকিব অল হাসানের পারফরমেন্স নিয়েও ৷ তবে এত কিছুর মধ্যেও স্বস্তির বিষয়, শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন আন্দ্রে রাসেল ৷
আরও পড়ুন : ক্যাপিটালসের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজয়ের কারণ
জয়ের খোঁজে ওয়াংখেড়েতে নামা মরগ্যান বাহিনী দলে আজ দুটি পরিবর্তন করেছে ৷ শাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সুনীল নারাইন ৷ অন্যদিকে হরভজন সিংয়ের পরিবর্তে দলে এসেছেন কমলেশ নাগরকোটি ৷ চেন্নাই সুপার কিংসের দলেও হয়েছে একটি পরিবর্তন ৷ ব্রাভোর পরিবর্তে দলে এসেছেন লুঙ্গি এনগিডি ৷