মুম্বই, 24 এপ্রিল : কলকাতা নাইট রাইডার্সের হলটা কী ৷ পরপর তিনটি ম্যাচে হারের পর জয়ের সরণীতে ফেরার লক্ষ্যে টেবিলের শেষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল মরগ্যান ব্রিগেড ৷ কিন্তু প্রথমে ব্য়াট করতে নেমে নাত্র 133 রানেই শেষ কলকাতার ইনিংস ৷ দলের সর্বোচ্চ রাহুুল ত্রিপাঠীর 36 রান ৷
আজ টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্য়াট করতে ডাকেন রাজস্থান রয়্য়ালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ ধীর গতিতে শুরু করে কেকেআরের দুই ওপেনার শুভমন গিল ও নীতিশ রাণা ৷ চলতি আইপিএলে এখনও ফর্মের ধারকাছে নেই শুভমন ৷ আজও তাঁর সংগ্রহ মাত্র 11 রান ৷ খেললেন 19টি বল ৷ 24 রানে প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কেকেআর ৷ নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠী প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করেন ৷ তবে 25 বলে 22 রান করে ফেরেন নীতিশ ৷ তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ব্য়াটিং ৷ শেষ দিকে খানিকটা চেষ্টা করলেন প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ৷ করলেন 25 রান ৷
আরও পড়ুন : 48-এ পা সচিনের, ফিরে দেখা কিছু অবিস্মরণীয় ইনিংস
আন্দ্রে রাসেলকে যেন প্রিয় শিকারে পরিণত করেছেন ক্রিস মরিস ৷ এতদিন 3 বার প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন ক্যারিবিয়ান দানবকে ৷ আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ৷ ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে সাজঘরে ফেরালেন তিনি ৷ আগের ম্যাচে ব্যাটে ঝড়ের পূর্বাভাস দেওয়া রাসেলের আজ সংগ্রহ মাত্র 10 রান ৷ অন্য়দিকে ক্রিস মরিস নিলেন 4টি উইকেট ৷ এছাড়া জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া নিলেন একটি করে উইকেট ৷ জয়ের জন্য রাজস্থান রয়্য়ালসের প্রয়োজন 134 রান ৷