ETV Bharat / sports

KKR vs PBKS Preview: কেকেআর ম্যাচের আগে বায়ো-বাবল ছাড়লেন গেইল, আত্মবিশ্বাসী নাইট শিবির

দুবাইতে আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ৷ আর সেই ম্যাচের আগে পঞ্জাব শিবিরে বড় ধাক্কা ৷ বাবল ছেড়ে বেরিয়ে গেলেন পঞ্জাবের বিদেশি ক্রিকেটার ক্রিস গেইল ৷ যার পর পঞ্জাবের আপাত দুর্বল ব্যাটিং আরও ভেঙে পড়ল বলে মনে করা হচ্ছে ৷

ipl-2021-kkr-vs-pbks-match-preview
কেকেআর ম্যাচের আগে বায়ো-বাবল ছাড়লেন গেইল, আত্মবিশ্বাসী নাইট শিবির
author img

By

Published : Oct 1, 2021, 1:58 PM IST

দুবাই, 1 অক্টোবর : আজ দুবাইতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ৷ যে দ্বৈরথে জয়ে মধ্যে রয়েছে নাইটরা ৷ অন্যদিকে, একের পর এক ম্যাচ হেরে কার্যত কোণঠাসা পঞ্জাব ৷ বিশেষ করে গত কয়েক ম্যাচে পঞ্জাব ব্যাটিং লাইনআপের হতাশাজনক পারফর্মেন্স চিন্তায় রেখে পঞ্জাব শিবিরকে ৷ আর উল্টোদিকে লিগ টেবিলে কার্যত প্লে অফে কোয়ালিফাই করে যাওয়া দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর কলকাতা নাইট রাইডার্স ৷ কেকেআর-এর শিবিরে আবার ব্যাটিং, বোলিং দুই তরফেই ফর্মে রয়েছেন ক্রিকেটাররা ৷ যা পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কেকেআর-কে অনেকটাই এগিয়ে রাখবে ৷

প্রসঙ্গত, গতকাল আরও একটা ধাক্কা খেয়েছেন লোকেশ রাহুলরা ৷ বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, লাগাতার 3 মাস বায়ো-বাবলে থাকার ফলে তিনি ‘বাবল ক্লান্তি’-তে ভুগছেন ৷ প্রসঙ্গত, তিনি আইপিএল’র দ্বিতীয় ভাগে অংশ নেওয়ার আগে ক্যারিবিয়ান লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলেছেন ৷ সেখানেও বায়ো-বাবলে ছিলেন ক্রিস গেইল ৷ সেখান থেকে একদিনের ব্যবধানে বায়ো-বাবলের মধ্যেই পঞ্জাব শিবিরে যোগ দিয়েছিলেন ৷ যা তাঁকে ক্রমশ ক্লান্ত করে দিচ্ছিল বলে জানিয়েছেন গেইল ৷ আর কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগের দিন গেইলের নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া পঞ্জাব শিবিরকে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন : Smriti Mandhana : স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি

অন্যদিকে, কলকাতার বিরুদ্ধে বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলে এসেছিলেন ক্রিস গেইল ৷ সেখানে পঞ্জাব কিংগসের মরণবাঁচন লড়াইয়ের আগে গেইলের ছেড়ে যাওয়া সত্যিই বড় ধাক্কা ৷ তবে, সে সব নিয়ে ভাবতে নারাজ নাইট শিবির ৷ পঞ্জাব শিবিরের সবচেয়ে বড় দুর্বলতা তাঁদের ব্যাটিং ৷ আর সেখানেই আরও বেশি করে লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়ালদের চেপে ধরতে চাইছেন অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর পঞ্জাব ব্যাটিংয়ের হাল ধরার মতো খেলোয়াড় এই মুহূর্তে সেরকম কেউ নেই ৷ অন্তত গত 2-3 ম্যাচের পারফরম্যান্সে সেটাই দেখা গিয়েছে ৷ আর সেখানে বড় ভূমিকা নেবেন সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী ৷

আরও পড়ুন : IPL 2021 CSK vs SRH : ফিনিশ ইন ধোনি স্টাইল, হায়দরাবাদকে হারিয়ে প্রথম টিম হিসেবে প্লে অফে চেন্নাই

অন্যদিকে, পঞ্জাবের বোলিংয়ে মহম্মদ শামি, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণৌইরা দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ এই বোলিং ত্রয়ীকে সামলাতেই এবার পরিকল্পনা শুরু করেছে নাইট কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ আর সেখানে নাইটদের বড় ভরসা শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী এবং নীতিশ রানার মতো দেশের তরুণ ব্যাটাররা ৷ এই চার তরুণ তুর্কির ব্যাটে ভর করে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা ৷ কারণ, কেকেআর-এর বিদেশি ব্যাটিং লাইন আপ সেভাবে প্রভাব ফেলতে পারেনি ৷ বিশেষ করে অধিনায়ক মর্গ্যান ৷ ফলে আজ দুবাইয়ে ময়দানে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংগস ম্যাচে ধারে ও ভারে দু’দিক থেকেই এগিয়ে রয়েছেন ইয়ন মর্গ্যানরা ৷

আরও পড়ুন : Jose Ramirez Barreto : নবরূপে মোহনবাগান ক্লাব তাঁবু দেখে মুগ্ধ ব্যারেটো

দুবাই, 1 অক্টোবর : আজ দুবাইতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ৷ যে দ্বৈরথে জয়ে মধ্যে রয়েছে নাইটরা ৷ অন্যদিকে, একের পর এক ম্যাচ হেরে কার্যত কোণঠাসা পঞ্জাব ৷ বিশেষ করে গত কয়েক ম্যাচে পঞ্জাব ব্যাটিং লাইনআপের হতাশাজনক পারফর্মেন্স চিন্তায় রেখে পঞ্জাব শিবিরকে ৷ আর উল্টোদিকে লিগ টেবিলে কার্যত প্লে অফে কোয়ালিফাই করে যাওয়া দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর কলকাতা নাইট রাইডার্স ৷ কেকেআর-এর শিবিরে আবার ব্যাটিং, বোলিং দুই তরফেই ফর্মে রয়েছেন ক্রিকেটাররা ৷ যা পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কেকেআর-কে অনেকটাই এগিয়ে রাখবে ৷

প্রসঙ্গত, গতকাল আরও একটা ধাক্কা খেয়েছেন লোকেশ রাহুলরা ৷ বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, লাগাতার 3 মাস বায়ো-বাবলে থাকার ফলে তিনি ‘বাবল ক্লান্তি’-তে ভুগছেন ৷ প্রসঙ্গত, তিনি আইপিএল’র দ্বিতীয় ভাগে অংশ নেওয়ার আগে ক্যারিবিয়ান লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলেছেন ৷ সেখানেও বায়ো-বাবলে ছিলেন ক্রিস গেইল ৷ সেখান থেকে একদিনের ব্যবধানে বায়ো-বাবলের মধ্যেই পঞ্জাব শিবিরে যোগ দিয়েছিলেন ৷ যা তাঁকে ক্রমশ ক্লান্ত করে দিচ্ছিল বলে জানিয়েছেন গেইল ৷ আর কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগের দিন গেইলের নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া পঞ্জাব শিবিরকে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন : Smriti Mandhana : স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি

অন্যদিকে, কলকাতার বিরুদ্ধে বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলে এসেছিলেন ক্রিস গেইল ৷ সেখানে পঞ্জাব কিংগসের মরণবাঁচন লড়াইয়ের আগে গেইলের ছেড়ে যাওয়া সত্যিই বড় ধাক্কা ৷ তবে, সে সব নিয়ে ভাবতে নারাজ নাইট শিবির ৷ পঞ্জাব শিবিরের সবচেয়ে বড় দুর্বলতা তাঁদের ব্যাটিং ৷ আর সেখানেই আরও বেশি করে লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়ালদের চেপে ধরতে চাইছেন অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর পঞ্জাব ব্যাটিংয়ের হাল ধরার মতো খেলোয়াড় এই মুহূর্তে সেরকম কেউ নেই ৷ অন্তত গত 2-3 ম্যাচের পারফরম্যান্সে সেটাই দেখা গিয়েছে ৷ আর সেখানে বড় ভূমিকা নেবেন সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী ৷

আরও পড়ুন : IPL 2021 CSK vs SRH : ফিনিশ ইন ধোনি স্টাইল, হায়দরাবাদকে হারিয়ে প্রথম টিম হিসেবে প্লে অফে চেন্নাই

অন্যদিকে, পঞ্জাবের বোলিংয়ে মহম্মদ শামি, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণৌইরা দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ এই বোলিং ত্রয়ীকে সামলাতেই এবার পরিকল্পনা শুরু করেছে নাইট কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ আর সেখানে নাইটদের বড় ভরসা শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী এবং নীতিশ রানার মতো দেশের তরুণ ব্যাটাররা ৷ এই চার তরুণ তুর্কির ব্যাটে ভর করে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা ৷ কারণ, কেকেআর-এর বিদেশি ব্যাটিং লাইন আপ সেভাবে প্রভাব ফেলতে পারেনি ৷ বিশেষ করে অধিনায়ক মর্গ্যান ৷ ফলে আজ দুবাইয়ে ময়দানে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংগস ম্যাচে ধারে ও ভারে দু’দিক থেকেই এগিয়ে রয়েছেন ইয়ন মর্গ্যানরা ৷

আরও পড়ুন : Jose Ramirez Barreto : নবরূপে মোহনবাগান ক্লাব তাঁবু দেখে মুগ্ধ ব্যারেটো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.