ETV Bharat / sports

IPL 2021: শেষ ওভারে কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিং, 2 রানে পঞ্জাবকে হারাল রাজস্থান - RR vs PBKS

পঞ্জাবের সামনে 186 রানের টার্গেট ছিল ৷ শুরুটাও ভাল হয়েছিল ৷ শুরুতে 11.5 ওভারের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল (67) ও কেএল রাহুলের (49) জুটি 120 রান করে পঞ্জাবকে অনেকটা এগিয়ে দেয় ৷ কিন্তু শেষ ওভারে কার্তিক ত্যাগীর দুরন্ত পারফরম্যান্সে 2 রানে জিতল রাজস্থান রয়্যালস ৷

4 রানে পঞ্জাবকে হারাল রাজস্থান
4 রানে পঞ্জাবকে হারাল রাজস্থান
author img

By

Published : Sep 22, 2021, 7:25 AM IST

Updated : Sep 22, 2021, 8:46 AM IST

দুবাই, 22 সেপ্টেম্বর : পাল্লা ভারী ছিল পঞ্জাবের দিকেই ৷ শেষ ওভারে জেতার জন্য বাকি ছিল মাত্র চার রান ৷ কিন্তু, কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিল ৷ পঞ্জাব কিংসকে দুই রানে হারাল রাজস্থান রয়্যালস ৷

টস হেরে প্রথম ব্যাটিং করে দারুণ শুরু করে রাজস্থান ৷ এভিন লুইস ও জস্বশী জসওয়াল ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে 54 রান যোগ করে দারুণ শুরু দেয় ৷ 21 বলে 36 রান করে লুইস আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন স্যামসন ৷ কিন্তু তাঁকে শুরুতেই ফেরান ইশান ৷ বছরের শুরুতেই নিলামে বাংলার এই পেসারকে কিনেছিল পঞ্জাব। এদিন শামির সঙ্গেই ঈশানকে খেলান পঞ্জাব কোচ অনিল কুম্বলে। অভিষেক ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকট নেন ঈশান।

ক্যাপ্টেন দ্রুত ডাগ-আউটে ফিরলেও জসওয়াল ও লিয়াম লিভিংস্টোনের লড়াই রাজস্থান ইনিংসকে এগিয়ে নিয়ে যায় ৷ তবে লিভিংস্টোন ব্যক্তিগত 17 রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন মহিপাল ৷ শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং করে ঝড় তোলেন তিনি ৷ তবে মহিপাল আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে রয়্যালস ব্যাটিং ৷ মূলত, চার জনের ব্যাটেই পঞ্জাবকে বড় রানের টার্গেট দেয় রাজস্থান ৷

আরও পড়ুন, RR vs PBKS : মরু শহরে মহিপাল ঝড়, বড় রান রয়্যালসের

পঞ্জাবের সামনে 186 রানের টার্গেট ছিল ৷ শুরুটাও ভাল হয়েছিল ৷ শুরুতে 11.5 ওভারের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল (67) ও কেএল রাহুলের (49) জুটি 120 রান করে পঞ্জাবকে অনেকটা এগিয়ে দেয় ৷ এরপরে ময়দানে নামে এইডেন মারক্রাম ও নিকোলাস পুরান ৷ এই জুটির দুরন্ত ব্যাটিংয়ে পঞ্জাবের ঘরে জয়ের খেতাব শুধু সময়ের অপেক্ষা ছিল ৷

কিন্তু ম্যাচের মোড় ঘুরতে কতক্ষণ ৷ শেষ ওভার ৷ পঞ্জাবকে 6 বলে 4 রান করতে হবে ৷ বোলিং ক্রিজ়ে তখন কার্তিক ত্যাগী ৷ প্রথম বলে কোনও রান নিতে পারেনি মারক্রাম ৷ দ্বিতীয় বলে এক রান নিলে স্ট্রাইকে আসেন পুরান ৷ উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান পুরান ৷ এরপরেই নামেন দীপক হুডা ৷ চতুর্থ বলে কোনও রান নিতে পারেননি ৷ পঞ্চম বলে ড্রাইভ করতে গিয়ে আউট হন ৷ শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন কোনও রান নিতে পারেননি ৷ 186 রানের জবাবে পঞ্জাব তোলে 183 রান ৷

আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ৷ 23 তারিখের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্স ৷

দুবাই, 22 সেপ্টেম্বর : পাল্লা ভারী ছিল পঞ্জাবের দিকেই ৷ শেষ ওভারে জেতার জন্য বাকি ছিল মাত্র চার রান ৷ কিন্তু, কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিল ৷ পঞ্জাব কিংসকে দুই রানে হারাল রাজস্থান রয়্যালস ৷

টস হেরে প্রথম ব্যাটিং করে দারুণ শুরু করে রাজস্থান ৷ এভিন লুইস ও জস্বশী জসওয়াল ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে 54 রান যোগ করে দারুণ শুরু দেয় ৷ 21 বলে 36 রান করে লুইস আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন স্যামসন ৷ কিন্তু তাঁকে শুরুতেই ফেরান ইশান ৷ বছরের শুরুতেই নিলামে বাংলার এই পেসারকে কিনেছিল পঞ্জাব। এদিন শামির সঙ্গেই ঈশানকে খেলান পঞ্জাব কোচ অনিল কুম্বলে। অভিষেক ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকট নেন ঈশান।

ক্যাপ্টেন দ্রুত ডাগ-আউটে ফিরলেও জসওয়াল ও লিয়াম লিভিংস্টোনের লড়াই রাজস্থান ইনিংসকে এগিয়ে নিয়ে যায় ৷ তবে লিভিংস্টোন ব্যক্তিগত 17 রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন মহিপাল ৷ শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং করে ঝড় তোলেন তিনি ৷ তবে মহিপাল আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে রয়্যালস ব্যাটিং ৷ মূলত, চার জনের ব্যাটেই পঞ্জাবকে বড় রানের টার্গেট দেয় রাজস্থান ৷

আরও পড়ুন, RR vs PBKS : মরু শহরে মহিপাল ঝড়, বড় রান রয়্যালসের

পঞ্জাবের সামনে 186 রানের টার্গেট ছিল ৷ শুরুটাও ভাল হয়েছিল ৷ শুরুতে 11.5 ওভারের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল (67) ও কেএল রাহুলের (49) জুটি 120 রান করে পঞ্জাবকে অনেকটা এগিয়ে দেয় ৷ এরপরে ময়দানে নামে এইডেন মারক্রাম ও নিকোলাস পুরান ৷ এই জুটির দুরন্ত ব্যাটিংয়ে পঞ্জাবের ঘরে জয়ের খেতাব শুধু সময়ের অপেক্ষা ছিল ৷

কিন্তু ম্যাচের মোড় ঘুরতে কতক্ষণ ৷ শেষ ওভার ৷ পঞ্জাবকে 6 বলে 4 রান করতে হবে ৷ বোলিং ক্রিজ়ে তখন কার্তিক ত্যাগী ৷ প্রথম বলে কোনও রান নিতে পারেনি মারক্রাম ৷ দ্বিতীয় বলে এক রান নিলে স্ট্রাইকে আসেন পুরান ৷ উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান পুরান ৷ এরপরেই নামেন দীপক হুডা ৷ চতুর্থ বলে কোনও রান নিতে পারেননি ৷ পঞ্চম বলে ড্রাইভ করতে গিয়ে আউট হন ৷ শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন কোনও রান নিতে পারেননি ৷ 186 রানের জবাবে পঞ্জাব তোলে 183 রান ৷

আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ৷ 23 তারিখের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্স ৷

Last Updated : Sep 22, 2021, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.