ETV Bharat / sports

আইপিএল 2021 থেকে ছিটকে গেলেন আর্চার - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

29 মার্চ অপারেশনের পর গত সপ্তাহে তাঁকে ট্রেনিং শুরু করার অনুমতি দেয় চিকিৎসকরা ৷ তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও লিগের শেষ দিকে আর্চারকে পাওয়া নিয়ে আশাবাদী ছিল ৷

ইংল্যান্ড পেসার জোফ্রে আর্চার
ইংল্যান্ড পেসার জোফ্রে আর্চার
author img

By

Published : Apr 23, 2021, 10:33 PM IST

নয়া দিল্লি, 23 এপ্রিল : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে না ইংল্যান্ড পেসার জোফ্রে আর্চারকে ৷ একথা আজ পরিষ্কার করে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ যদিও এই সপ্তাহেই আগের ছন্দে অনুশীলন শুরু করেছেন আর্চার ৷ তাঁর অগ্রগতির দিকে নজর রাখছে ইসিবির মেডিকেল দল ৷

কনুইয়ে চোটের কারণে আগেই আইলিএলের প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি ৷ আজ ইসিবি একটি বিবৃতিতে জানায়, সামনের সপ্তাহ থেকেই আর্চার ট্রেনিং শুরু করবেন ৷ আশা করা যায় আগামী 2 সপ্তাহে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি ৷ তবে তা সম্ভব যদি তিনি বোলিং করার সময় কোনও ব্যাথা অনুভব আর না করেন ৷

29 মার্চ অপারেশনের পর গত সপ্তাহে তাঁকে ট্রেনিং শুরু করার অনুমতি দেয় চিকিৎসকরা ৷ তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও লিগের শেষ দিকে আর্চারকে পাওয়া নিয়ে আশাবাদী ছিল ৷

ভারতে খেলতে আসার আগে ঘর পরিষ্কার করার সময় হাত কাটে আর্চারের ৷ ইসিবির মেডিকেল টিমের তত্বাবধানে ভারত সফরে খেলতে তাঁর কোনও সমস্যা হয়নি ৷ যদিও তারপরেই কনুইয়ে চোট পান আর্চার ৷

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে টি-20 সিরিজ জমিয়ে দিল জিম্বাবোয়ে

আর্চার ছিটকে যাওয়ায় রাজস্থান রয়্যালসের কাছে নিসন্দহে বড় ক্ষতি ৷ দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারাও স্বীকার করে নিয়েছেন সেকথা ৷

নয়া দিল্লি, 23 এপ্রিল : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে না ইংল্যান্ড পেসার জোফ্রে আর্চারকে ৷ একথা আজ পরিষ্কার করে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ যদিও এই সপ্তাহেই আগের ছন্দে অনুশীলন শুরু করেছেন আর্চার ৷ তাঁর অগ্রগতির দিকে নজর রাখছে ইসিবির মেডিকেল দল ৷

কনুইয়ে চোটের কারণে আগেই আইলিএলের প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি ৷ আজ ইসিবি একটি বিবৃতিতে জানায়, সামনের সপ্তাহ থেকেই আর্চার ট্রেনিং শুরু করবেন ৷ আশা করা যায় আগামী 2 সপ্তাহে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি ৷ তবে তা সম্ভব যদি তিনি বোলিং করার সময় কোনও ব্যাথা অনুভব আর না করেন ৷

29 মার্চ অপারেশনের পর গত সপ্তাহে তাঁকে ট্রেনিং শুরু করার অনুমতি দেয় চিকিৎসকরা ৷ তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও লিগের শেষ দিকে আর্চারকে পাওয়া নিয়ে আশাবাদী ছিল ৷

ভারতে খেলতে আসার আগে ঘর পরিষ্কার করার সময় হাত কাটে আর্চারের ৷ ইসিবির মেডিকেল টিমের তত্বাবধানে ভারত সফরে খেলতে তাঁর কোনও সমস্যা হয়নি ৷ যদিও তারপরেই কনুইয়ে চোট পান আর্চার ৷

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে টি-20 সিরিজ জমিয়ে দিল জিম্বাবোয়ে

আর্চার ছিটকে যাওয়ায় রাজস্থান রয়্যালসের কাছে নিসন্দহে বড় ক্ষতি ৷ দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারাও স্বীকার করে নিয়েছেন সেকথা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.