ETV Bharat / sports

প্রথমবার পঞ্জাবের হয়ে অর্ধশতরান ছাড়া মরসুম শুরু গেইলের

শুরুটা হয়েছিল গেইল স্টাইলেই ৷ ওয়াংখেড়ের প্রতিটি প্রান্তে যখন বল মারছিলেন, তখন দেখে মনে হচ্ছেল আজ দিনটা ক্রিস গেইলের ৷ পঞ্জাবের টুইটার হ্যান্ডেলেও সাইক্লোনের ছবি দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল গেইল ঝড়ের ৷ তবে বাস্তবে অর্ধশতরান থেকে 10 রান আগেই থামলেন ইউনিভার্সাল বস ৷

author img

By

Published : Apr 12, 2021, 10:32 PM IST

অর্ধশতরান হাতছাড়া গেইলের
অর্ধশতরান হাতছাড়া গেইলের

মুম্বই, 12 এপ্রিল : পঞ্জাব কিংসের হয়ে বড়াবড়ই প্রথম ম্যাচে দুরন্ত ফর্মে পাওয়া গেছে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলকে ৷ বরাবরই গেইলের ঝোড়ো ব্যাটিং পঞ্জাবকে দুরন্ত শুরু দিয়েছে ৷ প্রতিবারই তাঁর ব্যাট থেকে অর্ধশতরান এসেছে ৷ তবে এবার আর তা হল না ৷ মাত্র 10 রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন ক্রিস গেইল ৷

আজও শুরুটা হয়েছিল গেইল স্টাইলেই ৷ ওয়াংখেড়ের প্রতিটি প্রান্তে যখন বল মারছিলেন, তখন দেখে মনে হচ্ছেল আজ দিনটা ক্রিস গেইলের ৷ পঞ্জাবের টুইটার হ্যান্ডেলেও সাইক্লোনের ছবি দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল গেইল ঝড়ের ৷ তবে বাস্তবে অর্ধশতরান থেকে 10 রান আগেই থামলেন ইউনিভার্সাল বস ৷ ততক্ষণে মাত্র 22 বলে 40 রানের ইনিংসে 4টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছেন তিনি ৷

2018 সাল থেকে পঞ্জাব কিংসের জার্সি পরে খেলছেন ক্রিস গেইল ৷ প্রতিবারই মরসুম শুরুর প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস ৷ তবে এবার আর হল না ৷ বেন স্টোকসের দুরন্ত ক্যাচে 10 রান আগেই ফিরলেন ডাগআউটে ৷

  • আইপিএল 2018 : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোহালিতে 33 বলে 63 রান
  • আইপিএল 2019 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে 47 বলে 79 রান
  • আইপিএল 2020 : রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 45 বলে 53 রান
  • আইপিএল 2021 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 28 বলে 40 রান

তবে আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে দেখা যায়নি ক্রিস গেইলকে ৷ লোকেশ রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল পঞ্জাব ইনিংসের সূচনা করেন ৷ তিন নম্বরে নামেন গেইল ৷ একবার জীবনদানও পান ক্যারিবিয়ান দৈত্য ৷ তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি ৷

মুম্বই, 12 এপ্রিল : পঞ্জাব কিংসের হয়ে বড়াবড়ই প্রথম ম্যাচে দুরন্ত ফর্মে পাওয়া গেছে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলকে ৷ বরাবরই গেইলের ঝোড়ো ব্যাটিং পঞ্জাবকে দুরন্ত শুরু দিয়েছে ৷ প্রতিবারই তাঁর ব্যাট থেকে অর্ধশতরান এসেছে ৷ তবে এবার আর তা হল না ৷ মাত্র 10 রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন ক্রিস গেইল ৷

আজও শুরুটা হয়েছিল গেইল স্টাইলেই ৷ ওয়াংখেড়ের প্রতিটি প্রান্তে যখন বল মারছিলেন, তখন দেখে মনে হচ্ছেল আজ দিনটা ক্রিস গেইলের ৷ পঞ্জাবের টুইটার হ্যান্ডেলেও সাইক্লোনের ছবি দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল গেইল ঝড়ের ৷ তবে বাস্তবে অর্ধশতরান থেকে 10 রান আগেই থামলেন ইউনিভার্সাল বস ৷ ততক্ষণে মাত্র 22 বলে 40 রানের ইনিংসে 4টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছেন তিনি ৷

2018 সাল থেকে পঞ্জাব কিংসের জার্সি পরে খেলছেন ক্রিস গেইল ৷ প্রতিবারই মরসুম শুরুর প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস ৷ তবে এবার আর হল না ৷ বেন স্টোকসের দুরন্ত ক্যাচে 10 রান আগেই ফিরলেন ডাগআউটে ৷

  • আইপিএল 2018 : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোহালিতে 33 বলে 63 রান
  • আইপিএল 2019 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে 47 বলে 79 রান
  • আইপিএল 2020 : রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 45 বলে 53 রান
  • আইপিএল 2021 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 28 বলে 40 রান

তবে আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে দেখা যায়নি ক্রিস গেইলকে ৷ লোকেশ রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল পঞ্জাব ইনিংসের সূচনা করেন ৷ তিন নম্বরে নামেন গেইল ৷ একবার জীবনদানও পান ক্যারিবিয়ান দৈত্য ৷ তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.