চেন্নাই, 18 ফেব্রুয়ারি : আইপিএল 14-র নিলামে কোনও দল পেলেন না হরভজন সিং ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের নিলাম ছিল ৷ সেখানে পীযূষ চাওলাকে 2কোটি 40 লাখ টাকা দিয়ে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কোরোনা পরিস্থিতির মধ্যেই বায়ো সিকিওর বাবল তৈরি করে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল তেরোর আয়োজন করেছিল বিসিসিআই ৷ সেবার চেন্নাই সুপার কিংস দলে থাকলেও, পারিবারিক কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ভাজ্জি ৷ তারপর নতুন সিজনের আগে খেলোয়াড় ছাড়ার সময় হরভজনকে বাদ দিয়ে দেয় চেন্নাই ৷ তারপর আজকের নিলামে কোনও দলই পেলেন না প্রাক্তন এই ভারতীয় অফস্পিনার ৷
তবে, শুধু হরভজন নন ৷ আশ্চর্যভাবে আইপিএলে কোনও দল পেলেন না আফগান সেনসেশন মুজিব-উর-হরমান ৷ গত আইপিএলে পঞ্জাবের হয়ে ভালো পারফর্মেন্স করার পরেও তাঁকে ছেড়ে দেয় পঞ্জাব ৷ তবে, আইপিএলে মুজিবের মতো খেলোয়াড় কোনও দল পেল না, এটা প্রায় সবাইকেই অবাক করেছে ৷ একই সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইস পাওয়া দুই ক্রিকেটার হরভজন সিং এবং কেদার যাদবের দল না পাওয়াটাও কিছুটা হলেও অবাক করেছে ক্রিকেট মহলকে ৷
আরও পড়ুন : 2012 এবং 2014 সালের মতোই খেলতে চান, জানালেন শাকিব
তবে, আইপিএল চোদ্দোর নিলামে এবার সর্বোচ্চ দর পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস ৷ তিনি 16.25 কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গিয়েছেন ৷ অন্যদিকে, 14.25 কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ম্যাক্সওয়েলকে কেনার জন্য বেঙ্গালুরু সঙ্গে নিলামে দর হেঁকে ছিল চেন্নাই সুপার কিংস ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ান পেসার জেহ রিচার্ডসনকে 14 কোটি টাকা দিয়ে কিনেছে পঞ্জাব কিংস ৷