গ্রেফতার, 9 মে: টুর্নামেন্টের 10টি ম্যাচ খেলে ফেলার পর চোটগ্রস্ত জোফরা আর্চারের পরিবর্ত ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ ইংরেজ পেসারের পরিবর্তে আরও এক ব্রিটিশ ক্রিকেটার ক্রিস জর্ডনকে দলে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ 2022 সালের মেগা অকশনে জোফরাকে 8 কোটি টাকায় কিনেছিল ফ্র্যাঞ্চাইজি ৷ সেবারেও চোটের জন্য জোফরা পুরো সিজনে খেলতে পারেননি ৷ বলা হয়েছিল, দীর্ঘ সময়ের বিনিয়োগ হিসেবে জামাইকান-ব্রিটিশ পেসারকে দলে নেওয়া হয়েছে ৷
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, চোটের কারণে ছিটকে যাওয়া জোফরার জায়গায় ক্রিস জর্ডনকে দলে নেওয়া হয়েছে ৷ জোফরা আর্চার এই মরশুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ৷ সেই ম্যাচে বিরাট-ডু'প্লেসিদের সামনে পারফরম্যান্স করতে পারেননি তিনি ৷ এরপর বেশ কয়েক ম্যাচে বাইরে বসতে হয় ৷ সবমিলিয়ে মাত্র 5টি ম্যাচ খেলেছেন জোফরা ৷ এই পাঁচ ম্যাচে মাত্র 2 উইকেট নিয়েছেন ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, তাঁদের বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ৷ সেখানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করবে ৷
অন্যদিকে 2016 সালে আইপিএলে অভিষেকের পর ক্রিস জর্ডন এখনও পর্যন্ত মোট 28টি ম্যাচ খেলেছেন আইপিএল-এ ৷ ওই 28 ম্যাচে মোট 27টি উইকেট নিয়েছেন ব্রিটিশ বোলিং অলরাউন্ডার ৷ প্রসঙ্গত, 2016 সাল থেকে এখনও পর্যন্ত মোট 4টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জর্ডন ৷ তার মধ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস ৷
আরও পড়ুন: স্লো ওভার-রেটের কারণে 12 লক্ষ টাকা জরিমানা নীতীশের
34 বছরের ক্রিস জর্ডন ইংল্যান্ডের হয়ে মোট 87টি টি-20 আন্তর্জাতিকে খেলেছেন ৷ সেখানে 96 উইকেট নিয়েছেন ৷ তিনি এ বছর এপ্রিল মাসের শেষের দিকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ৷ সোমবার ওয়াংখেড়েতে 2 ঘণ্টা নেট সেশন করেন তিনি ৷ জর্ডনকে 2 কোটি টাকায় সই করিয়েছে মুম্বই ৷ গত ডিসেম্বর মাসে মিনি অকশনে কোনও দল পাননি তিনি ৷