ETV Bharat / sports

অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু নটরাজনের, শক্তিশালী হয়ে ফেরার বার্তা - আইপিএল

আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ হাঁটুতে চোটের কারণে আইপিএল খেলতে পারেননি তিনি ৷ এবার অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করেছেন হায়দরাবাদের এই ক্রিকেটার ৷

i-wake-up-each-day-stronger-t natarajan-recovering-from-knee-surgery
অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু নটরাজনের, বার্তা শক্তিশালী হয়ে ফিরবেন
author img

By

Published : May 16, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 16 মে : ‘‘আগের দিনের থেকে আরও শক্তিশালী হয়ে প্রত্যেকদিনের সকাল শুরু করি’’!! ইনস্টাগ্রামে এই বার্তাই দিলেন ভারতের নয়া বাঁ হাতি পেস বোলার টি নটরাজন ৷ হাঁটুর চোটের কারণে আইপিএল 14’র শুরুতেই ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার ৷ গত এপ্রিল মাসে চেন্নাইয়ে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয় ৷ তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন নটরাজন ৷ এই মুহূর্তে বাড়িতেই রিহ্যাবে রয়েছেন তিনি ৷ সেই ছবি পোস্ট করেই এই বার্তা দিয়েছেন ভারতীয় বাঁ হাতি পেসার ৷

করোনা সংক্রমণের জেরে মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল 14 ৷ তবে, তারও আগে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ হাঁটুতে চোটের কারণে আইপিএল’র প্রথম কয়েকটি ম্যাচে খেললেও, পরবর্তী সময়ে অস্ত্রোপচার করানোর জন্য আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি ৷ গত এপ্রিল মাসে সফল অস্ত্রোপচার হয়েছে নটরাজনের ৷

আরও পড়ুন : ডব্লিউটিসি ফাইনাল : বাড়িতেই তিনবার করোনা পরীক্ষা বিরাটদের

অস্ত্রোপচারের পর এবার নটরাজনের রিহ্যাবিলিয়েশন শুরু হয়েছে ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় এই পেসার ৷ যে পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘‘আরও শক্তিশালী হয়ে প্রত্যেকটা দিন শুরু করছি’’ ! আশা করা যায় খুব দ্রুত সম্পূর্ণ ফিট সার্টিফিটেক নিয়ে তিনি বল হাতে মাঠে ফিরবেন ৷

নয়াদিল্লি, 16 মে : ‘‘আগের দিনের থেকে আরও শক্তিশালী হয়ে প্রত্যেকদিনের সকাল শুরু করি’’!! ইনস্টাগ্রামে এই বার্তাই দিলেন ভারতের নয়া বাঁ হাতি পেস বোলার টি নটরাজন ৷ হাঁটুর চোটের কারণে আইপিএল 14’র শুরুতেই ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার ৷ গত এপ্রিল মাসে চেন্নাইয়ে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয় ৷ তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন নটরাজন ৷ এই মুহূর্তে বাড়িতেই রিহ্যাবে রয়েছেন তিনি ৷ সেই ছবি পোস্ট করেই এই বার্তা দিয়েছেন ভারতীয় বাঁ হাতি পেসার ৷

করোনা সংক্রমণের জেরে মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল 14 ৷ তবে, তারও আগে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ হাঁটুতে চোটের কারণে আইপিএল’র প্রথম কয়েকটি ম্যাচে খেললেও, পরবর্তী সময়ে অস্ত্রোপচার করানোর জন্য আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি ৷ গত এপ্রিল মাসে সফল অস্ত্রোপচার হয়েছে নটরাজনের ৷

আরও পড়ুন : ডব্লিউটিসি ফাইনাল : বাড়িতেই তিনবার করোনা পরীক্ষা বিরাটদের

অস্ত্রোপচারের পর এবার নটরাজনের রিহ্যাবিলিয়েশন শুরু হয়েছে ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় এই পেসার ৷ যে পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘‘আরও শক্তিশালী হয়ে প্রত্যেকটা দিন শুরু করছি’’ ! আশা করা যায় খুব দ্রুত সম্পূর্ণ ফিট সার্টিফিটেক নিয়ে তিনি বল হাতে মাঠে ফিরবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.