কলকাতা, 25 মে : 3 বছর পর ইডেনের আইপিএল উৎসবে বাটলারের বদলি মিলার ৷ প্রোটিয়া ব্যাটারের বিধ্বংসী ইনিংসে ভর করে ফাইনালে ‘হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোং’ (Gujarat Titans qualify for IPL final) ৷ পঞ্চদশ আইপিএলের চ্যাম্পিয়নের ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে আশিস নেহরার ছেলেরা ৷ যদিও ঘরের মাঠে ব্যর্থ ঋদ্ধি, শামিরা ৷
কলকাতা আগেই ছিটকে গিয়েছিল ৷ তাও মঙ্গলবারের ম্যাচে গুজরাত-রাজস্থান মহারণ দেখতে বিকিয়ে গিয়েছিল সমস্ত টিকিট, সেজে উঠেছিল ক্রিকেটের নন্দনকাননও ৷ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল কলকাতা জুড়ে ৷ তা থামার পরেই বাটলার ঝড় উঠেছিল ইডেনে ৷ শেষ মুহূর্তে সমস্ত কিছু স্তব্ধ করে দিলেন ডেভিড মিলার ৷ হার্দিকের সঙ্গে 106 রানের জুটিতে মরুশহরের বোলারদের কার্যত মাটি ধরিয়ে দিলেন (Gujarat Titans vs Rajasthan Royals) ৷
প্রথমে ব্যাট করতে নেমে ‘বিধ্বংসী বাটলার’-এর সৌজন্যে রানের পাহাড়ে চড়েছিল রয়্যালসরা ৷ গোলাপি জার্সিধারীদের দেওয়া 189 রান তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ‘ঘরের ছেলে’ ৷ আইপিএলে ভাল ফর্মে থাকা ঋদ্ধিমান এদিন খাতাই খুলতে পারেননি ৷ যদিও দ্বিতীয় উইকেট থেকেই খেলা ধরে নেন গিল-ওয়েড জুটি ৷ ইন্দো-অজি পার্টনারশিপে স্কোরবোর্ডে ওঠে 70 রান ৷ 21 বলে ঝোড়ো 35 রান করেন গিল, ওয়েডের অবদান 30 বলে 35 ৷
-
'Agent' Miller ended up booking our ticket to the #IPLFinal! 😆 pic.twitter.com/RRw495pmPu
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'Agent' Miller ended up booking our ticket to the #IPLFinal! 😆 pic.twitter.com/RRw495pmPu
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2022'Agent' Miller ended up booking our ticket to the #IPLFinal! 😆 pic.twitter.com/RRw495pmPu
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2022
শেষপর্যন্ত পান্ডিয়া, মিলার বাইশ গজে নামতেই ঝড় তোলে গুজরাত ৷ প্রোটিয়া ব্যাটারের 38 বলে 68 রানের ইনিংসে ছিল 5টি ছয়, 3টি চার ৷ 37 বলে 40 রানের অধিনায়কোচিত ইনিংসে যোগ্য সঙ্গত দিয়েছেন পান্ডিয়াও ৷ ফলে 3 বল বাকি থাকতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে নবাগতরা ৷ 29 মে মোতেরায় ফাইনালে নামবেন শামি, ঋদ্ধিরা ৷
আরও পড়ুন : ইডেনে বাটলার ঝড়, প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে রয়্যালস
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে রাজস্থান ৷ বড় রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসনও ৷ 26 বলে 47 রান হাঁকিয়ে অধিনায়ক ফিরে গেলেও একই আইপিএলে কোহলির চারটি শতরানের নজির ছোঁয়ার চেষ্টা জারি রাখেন বাটলার ৷ মাত্র 11 রানের জন্য সেই চেষ্টা শেষমেশ ব্যর্থ হলেও দলের বড় রান নিশ্চিত হয় ইংরেজ ব্যাটারের ব্যাটে ৷ ঘরের মাঠে 1টি উইকেট পেলেও 43 রান খরচ করেন মহম্মদ শামি ৷