ETV Bharat / sports

IPL 2023: শুভমনের সেঞ্চুরি, শামির স্পেল ! এক নম্বরে থেকেই প্লে-অফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা - এক নম্বরে থেকেই প্লে অফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 16, 2023, 8:10 AM IST

আমেদাবাদ, 16 মে: মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত শুভমন গিল । বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি । দু'জনের দাপটে প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এর প্লে-অফ নিশ্চিত করল গুজরাত টাইটান্স । 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ।

সোমবার ঘরের মাঠে 58 বলে 101 রান করেন শুভমন । পঞ্জাব তনয়ের 1টি ছয় ও 13টি চারে সাজানো ইনিংসের সুবাদে 188 রানের ইনিংস গড়ে গুজরাত । রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ । মহম্মদ শামি ও জস দয়ালের পেসের দাপটে কার্যত ধসে যায় সানরাইজার্সের টপ অর্ডার । মাঝে অনরিখ ক্লাসেন খানিক প্রতিরোধ গড়ে তুললেও তা কোনও কাজেই আসেনি ।

হতশ্রী পারফরম্যান্সে টুর্নামেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল । ফলে বাকি সমস্ত ম্যাচই এখন নিয়মরক্ষার । তা জিতে ক্ষতে প্রলেপ দিতে বদ্ধপরিকর নিজামের শহর । যদিও চাওয়া ও পাওয়ার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে খেলোয়াড়দের পারফরম্যান্স । এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন দলের দুই ওপেনার । আনমোলপ্রীত সিং ও অভিষেক শর্মা, দুই ব্যাটারেরই ব্যক্তিগত সংগ্রহ 5 রান । 10 বলে 10 রান করে ক্রিজ ছাড়েন অধিনায়ক এইডেন মার্করাম । ব্যক্তিগত 1 রানে ডাগ-আউটে ফেরেন রাহুল ত্রিপাঠী । 29 রানেই 4 উইকেট হারিয়ে বসে এসআরএইচ ।

আরও পড়ুন: সফট সিগন্যাল থেকে ফ্রি হিট ! একাধিক নতুন নিয়মে সিলমোহর সৌরভের নেতৃত্বাধীন কমিটির

অনরিখ ক্লাসেন 44 বলে 64 রান করে পালটা দেওয়ার চেষ্টা করলেও সতীর্থদের সাহায্য পেলেন না । দুরন্ত স্পেলে 4 উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে মাত করে দিলেন শামি । 4 উইকেট ঝুলিতে এসেছে মোহিত শর্মারও । দুই পেসারের দাপটে নির্ধারিত 20 ওভারে 154 রানেই থেমে গেল হায়দরাবাদের ইনিংস ।

আমেদাবাদ, 16 মে: মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত শুভমন গিল । বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি । দু'জনের দাপটে প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এর প্লে-অফ নিশ্চিত করল গুজরাত টাইটান্স । 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ।

সোমবার ঘরের মাঠে 58 বলে 101 রান করেন শুভমন । পঞ্জাব তনয়ের 1টি ছয় ও 13টি চারে সাজানো ইনিংসের সুবাদে 188 রানের ইনিংস গড়ে গুজরাত । রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ । মহম্মদ শামি ও জস দয়ালের পেসের দাপটে কার্যত ধসে যায় সানরাইজার্সের টপ অর্ডার । মাঝে অনরিখ ক্লাসেন খানিক প্রতিরোধ গড়ে তুললেও তা কোনও কাজেই আসেনি ।

হতশ্রী পারফরম্যান্সে টুর্নামেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল । ফলে বাকি সমস্ত ম্যাচই এখন নিয়মরক্ষার । তা জিতে ক্ষতে প্রলেপ দিতে বদ্ধপরিকর নিজামের শহর । যদিও চাওয়া ও পাওয়ার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে খেলোয়াড়দের পারফরম্যান্স । এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন দলের দুই ওপেনার । আনমোলপ্রীত সিং ও অভিষেক শর্মা, দুই ব্যাটারেরই ব্যক্তিগত সংগ্রহ 5 রান । 10 বলে 10 রান করে ক্রিজ ছাড়েন অধিনায়ক এইডেন মার্করাম । ব্যক্তিগত 1 রানে ডাগ-আউটে ফেরেন রাহুল ত্রিপাঠী । 29 রানেই 4 উইকেট হারিয়ে বসে এসআরএইচ ।

আরও পড়ুন: সফট সিগন্যাল থেকে ফ্রি হিট ! একাধিক নতুন নিয়মে সিলমোহর সৌরভের নেতৃত্বাধীন কমিটির

অনরিখ ক্লাসেন 44 বলে 64 রান করে পালটা দেওয়ার চেষ্টা করলেও সতীর্থদের সাহায্য পেলেন না । দুরন্ত স্পেলে 4 উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে মাত করে দিলেন শামি । 4 উইকেট ঝুলিতে এসেছে মোহিত শর্মারও । দুই পেসারের দাপটে নির্ধারিত 20 ওভারে 154 রানেই থেমে গেল হায়দরাবাদের ইনিংস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.