ETV Bharat / sports

Glenn Maxwell : মরু শহরে ম্যাক্স-ঝড় অব্যাহত, বড় রান বিরাটদের

2021 আইপিএল নিলামে ম্যাক্সওয়েলকে কিনে হাসির খোরাক হয়েছিল বিরাট কোহলির আরসিবি ৷ কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট হাতে সমালোচকদের জবাব দেন অজি তারকা ব্যাটসম্যান ৷ ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম পর্বের পাশাপাশি মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বেও ম্যাক্সেওয়েল ব্যাটে রানের ফুলঝুরি অব্যাহত ৷

Glenn Maxwell
মরু শহরে ম্যাক্স-ঝড় অব্যাহত, বড় রান বিরাটদের
author img

By

Published : Oct 3, 2021, 5:23 PM IST

Updated : Oct 3, 2021, 5:45 PM IST

শারজা, 3 অক্টোবর : প্রীতি জিন্টার দলের ব্রাত্য ক্রিকেটার গ্লেন ম্যাকওয়েলের ব্যাটে পঞ্জাব কিংসকে বড় রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে দুরন্ত ফর্মে রয়েছেন ম্যাক্সি ৷ হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক এল বিরাট কোহলির দলের এই অজি তারকার ব্যাট থেকে ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র 29 বলে হাফ-সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল ৷ তাঁর ঝোড়ো ব্যাটিং ভর করে পঞ্জাবের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি ৷ আগের দু‘টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যথাক্রমে 56 ও 50 রানে করেছিলেন ম্যাক্সওয়েল ৷

আইপিএলের চতুর্দশ সংস্করণে দারুণ ছন্দে রয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এপ্রিলে ঘরের মাঠে শুরুতে জয়ের হ্য়াটট্রিক করে অন্যদের চমকে দিয়েছিল বিরাটবাহিনী ৷ মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে প্রথম দু'ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ে ফেরে আরসিবি ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসকে বড় রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করে আরসিবি ৷ বিরাট কোহলি ও দেবদূত পারিক্কল ওপেনিং জুটিতে 68 রান যোগ করেন ৷ ব্যক্তিগত 25 রানে কোহলি আউট হলেও ইনিংসকে এগিয়ে নিয়ে যান বাঁ-হাতি পারিক্কল ৷ তাঁকে সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েল ৷ তবে ম্যাক্সি ক্রিজে এসে ঝড় তোলার আগেই 38 বলে 40 রান করে ডাগ-আউটে ফেরেন পারিক্কল ৷

আরও পড়ুন : এভার্টনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট, রোনাল্ডোকে বসানোয় আক্ষেপ নেই ওলের

তারপর শারজার ছোট মাঠে ব্যাটে ঝড় তোলেন ম্যাক্সি ৷ মাত্র 29 বলে অর্ধশতরান করেন কোহলির দলের তারকা ব্যাটার ৷ ক্রিজে এসে ঝোড় তোলার চেষ্টা করেন এবি ডি'ভিলিয়ার্স ৷ তবে 18 বলে দুটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে 23 রান করে ডাগ-আউটে ফেরেন এবিডি ৷ ইনিংসের শেষ ওভারে আউট হন ম্যাক্সেওয়েল ৷ 33 বলে চার ছক্কা ও তিনটি বাউন্ডারি-সহ 57 রান করেন অজি তারকা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 164 রান তোলে আরসিবি ৷ পঞ্জাবকে হারালেই কার্যত প্লে-অফে পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং ৷ আর রাহুলরা হারলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

শারজা, 3 অক্টোবর : প্রীতি জিন্টার দলের ব্রাত্য ক্রিকেটার গ্লেন ম্যাকওয়েলের ব্যাটে পঞ্জাব কিংসকে বড় রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে দুরন্ত ফর্মে রয়েছেন ম্যাক্সি ৷ হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক এল বিরাট কোহলির দলের এই অজি তারকার ব্যাট থেকে ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র 29 বলে হাফ-সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল ৷ তাঁর ঝোড়ো ব্যাটিং ভর করে পঞ্জাবের সামনে 165 রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি ৷ আগের দু‘টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যথাক্রমে 56 ও 50 রানে করেছিলেন ম্যাক্সওয়েল ৷

আইপিএলের চতুর্দশ সংস্করণে দারুণ ছন্দে রয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এপ্রিলে ঘরের মাঠে শুরুতে জয়ের হ্য়াটট্রিক করে অন্যদের চমকে দিয়েছিল বিরাটবাহিনী ৷ মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে প্রথম দু'ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ে ফেরে আরসিবি ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসকে বড় রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করে আরসিবি ৷ বিরাট কোহলি ও দেবদূত পারিক্কল ওপেনিং জুটিতে 68 রান যোগ করেন ৷ ব্যক্তিগত 25 রানে কোহলি আউট হলেও ইনিংসকে এগিয়ে নিয়ে যান বাঁ-হাতি পারিক্কল ৷ তাঁকে সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েল ৷ তবে ম্যাক্সি ক্রিজে এসে ঝড় তোলার আগেই 38 বলে 40 রান করে ডাগ-আউটে ফেরেন পারিক্কল ৷

আরও পড়ুন : এভার্টনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট, রোনাল্ডোকে বসানোয় আক্ষেপ নেই ওলের

তারপর শারজার ছোট মাঠে ব্যাটে ঝড় তোলেন ম্যাক্সি ৷ মাত্র 29 বলে অর্ধশতরান করেন কোহলির দলের তারকা ব্যাটার ৷ ক্রিজে এসে ঝোড় তোলার চেষ্টা করেন এবি ডি'ভিলিয়ার্স ৷ তবে 18 বলে দুটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে 23 রান করে ডাগ-আউটে ফেরেন এবিডি ৷ ইনিংসের শেষ ওভারে আউট হন ম্যাক্সেওয়েল ৷ 33 বলে চার ছক্কা ও তিনটি বাউন্ডারি-সহ 57 রান করেন অজি তারকা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 164 রান তোলে আরসিবি ৷ পঞ্জাবকে হারালেই কার্যত প্লে-অফে পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং ৷ আর রাহুলরা হারলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

Last Updated : Oct 3, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.