ETV Bharat / sports

IPL : বিডিংয়ে অংশ নিয়েও 'টাকার অভাবে' দল কিনতে ব্যর্থ গ্লেজার ফ্যামিলি - গ্লেজার ফ্যামিলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) থেকে আইটিটি'ও (Invitation to Tender) সংগ্রহ করেছিল গ্লেজার পরিবার ৷ বিডিংয়ে অংশ নিলেও শেষ পর্যন্ত দল কিনতে পারেনি তারা ৷

IPL
ডিংয়ে অংশ নিয়েও 'টাকার অভাবে' দল কিনতে ব্যর্থ গ্লেজার ফ্যামিলি
author img

By

Published : Oct 26, 2021, 5:33 PM IST

দুবাই, 26 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নয়া দুই দল এবং ফ্র্য়াঞ্চাইজির মালিকের নাম ৷ সিভিসি ক্যাপিটালস ও সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে আইপিএলা নয়া দুই দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে আহমেদাবাদ ও লখনউ ৷ আগেই শোনা গিয়েছিল, রেড ডেভিল মালিকদের গ্লেজার পরিবার 2022 সালের আইপিএলে টুর্নামেন্টে অংশ নেবে এমন দু'টি নতুন দল কিনতে আগ্রহী । দু'টি নতুন দল কেনার জন্য গ্লেজার পরিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর থেকে আইটিটি'ও (Invitation to Tender) সংগ্রহ করেছিল ৷ বিডিংয়ে অংশ নিলেও শেষ পর্যন্ত দল কিনতে পারেনি তারা ৷

আভরাম গ্লেজার, যার ল্যান্সার ক্যাপিটাল প্রায়ই ম্যানচেস্টার ইউনাইটেডে 'ইয়ং ট্য়ালেন্ট' খোঁজের ক্ষেত্রে বেশি বিনিয়োগ না করার জন্য সমালোচিত হয়েছেন ৷ তাঁর দল লিভারপুলের কাছে লজ্জাজনকভাবে হারার পরেই তিনি দুবাইতে চলে আসেন ৷ যদিও নিলামে তিনি নিজে আসেননি, প্রতিনিধি পাঠিয়েছিলেন বলেই খবর আইপিএল সূত্রে ৷ গ্লেজার ছাড়াও নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল আদানি গ্রুপ, টোরেন্ট ফার্মা, এইচটি মিডিয়া, জিন্দাল পাওয়ার অ্যান্ড স্টিল, কোটাক গ্রুপ প্রমুখরাও ৷

আরও পড়ুন : 'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল

লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আরপিএসজি'র সঙ্গে সৌরভের বোর্ডের রফা হল 7 হাজার 90 কোটিতে ৷ আর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটাল পার্টনার বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হল 5 হাজার 625 কোটিতে ৷ 400 মিলিয়ন ডলার পর্যন্ত উঠলেও শিঁকে ছেড়েনি যুক্তরাষ্ট্রের এই পরিবারের ভাগ্যে ৷ বিনিয়োগ উপদেষ্টা ফার্ম সিভিসি ক্যাপিটাল পার্টনার এবং বহুজাতিক কোম্পানি আরপিএসজি'র কাছ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা থাকা সংস্থা আইপিএলের টিম কিনতে না পারায় সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোল ৷

দুবাই, 26 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নয়া দুই দল এবং ফ্র্য়াঞ্চাইজির মালিকের নাম ৷ সিভিসি ক্যাপিটালস ও সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে আইপিএলা নয়া দুই দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে আহমেদাবাদ ও লখনউ ৷ আগেই শোনা গিয়েছিল, রেড ডেভিল মালিকদের গ্লেজার পরিবার 2022 সালের আইপিএলে টুর্নামেন্টে অংশ নেবে এমন দু'টি নতুন দল কিনতে আগ্রহী । দু'টি নতুন দল কেনার জন্য গ্লেজার পরিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর থেকে আইটিটি'ও (Invitation to Tender) সংগ্রহ করেছিল ৷ বিডিংয়ে অংশ নিলেও শেষ পর্যন্ত দল কিনতে পারেনি তারা ৷

আভরাম গ্লেজার, যার ল্যান্সার ক্যাপিটাল প্রায়ই ম্যানচেস্টার ইউনাইটেডে 'ইয়ং ট্য়ালেন্ট' খোঁজের ক্ষেত্রে বেশি বিনিয়োগ না করার জন্য সমালোচিত হয়েছেন ৷ তাঁর দল লিভারপুলের কাছে লজ্জাজনকভাবে হারার পরেই তিনি দুবাইতে চলে আসেন ৷ যদিও নিলামে তিনি নিজে আসেননি, প্রতিনিধি পাঠিয়েছিলেন বলেই খবর আইপিএল সূত্রে ৷ গ্লেজার ছাড়াও নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল আদানি গ্রুপ, টোরেন্ট ফার্মা, এইচটি মিডিয়া, জিন্দাল পাওয়ার অ্যান্ড স্টিল, কোটাক গ্রুপ প্রমুখরাও ৷

আরও পড়ুন : 'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল

লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আরপিএসজি'র সঙ্গে সৌরভের বোর্ডের রফা হল 7 হাজার 90 কোটিতে ৷ আর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটাল পার্টনার বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হল 5 হাজার 625 কোটিতে ৷ 400 মিলিয়ন ডলার পর্যন্ত উঠলেও শিঁকে ছেড়েনি যুক্তরাষ্ট্রের এই পরিবারের ভাগ্যে ৷ বিনিয়োগ উপদেষ্টা ফার্ম সিভিসি ক্যাপিটাল পার্টনার এবং বহুজাতিক কোম্পানি আরপিএসজি'র কাছ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা থাকা সংস্থা আইপিএলের টিম কিনতে না পারায় সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.