ETV Bharat / sports

IPL 2023: দাক্ষিণাত্যের ডার্বিতে বিরাট-ধোনি দ্বৈরথ, সিএসকে-র চিন্তায় ধোনির চোট - CSK Look for Middle Overs Push Against RCB

সাউথ ইন্ডিয়া ডার্বিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস ৷ বা বলা ভালো মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ৷ যে ম্যাচে সিএসকে এর চিন্তায় ধোনির হাঁটুর চোট এবং মিডল ওভারে রান তুলতে না পারার সমস্যা ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 16, 2023, 5:23 PM IST

বেঙ্গালুরু, 16 এপ্রিল: আইপিএল-এর সাউথ ইন্ডিয়া ডার্বিতে সোমবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ৷ শনিবার দিল্লির বিরুদ্ধে জিতে এই ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে নামবে আরসিবি ৷ উলটোদিকে একাধিক চিন্তা চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ আর সবচয়ে বেশি চিন্তা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাঁ-হাটুর চোট ৷ যে চোটের কারণে তাঁকে ম্যাচের মাঝে সমস্যায় পড়তে হচ্ছে ৷ কী অবস্থায় রয়েছে মাহির হাঁটুর চোট ? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আরসিবি ম্যাচের আগে ৷ সেই সঙ্গে মাঝের ওভারে রান গতি কমে যাওয়া চেন্নাইয়ের সবচেয়ে বড় চিন্তা ৷

ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে 176 রান চেজ করতে ব্যর্থ হয়েছে সিএসকে ৷ তিন রানে হারতে হয়েছে ইয়েলো ব্রিগেডকে ৷ আর এর জন্য একমাত্র মাঝের ওভারে রান গতি বজায় রাখতে না-পারাকেই দায়ী করছে টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষত, পাওয়ার প্লে-র পর থেকে 15 ওভার পর্যন্ত চেন্নাইয়ের রান-রেট প্রায় 6-7 রান প্রতি ওভারে নেমে আসে ৷ যা ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস অধিনায়কের মুখেও শোনা গিয়েছিল ৷

আগামিকালের সাউথ ইন্ডিয়া ডার্বিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকবে পুরো দেশ ৷ তবে, মাহি-কোহলির ব্যক্তিগত সম্পর্কের রসায়নও দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে ৷ এই সিজনে দারুণ ফর্মে রয়েছেন বিরাট ৷ 4 ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি ৷ ফলে ঘরের মাঠে কোহলির ব্যাট চলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ বিশেষত, তুলনামূলক অনভিজ্ঞ পেস অ্যাটাকের সামনে কোহলি যে জ্বলে উঠবেন তা স্বাভাবিক ৷

আরও পড়ুন: অধিনায়কত্ব নিয়ে বেশি মাথা ঘামান না কেএল, মত জন্টির

তবে, চেন্নাই শিবিরে আরও একটি বড় চিন্তা মহেন্দ্র সিং ধোনির চোট ৷ আইপিএল শুরুর আগে থেকেই বাঁ-হাটুর চোট ধোনিকে ভোগাচ্ছে ৷ এমনকি নেট সেশন ‘নি-গার্ড’ পরে নামতে দেখা গিয়েছে তাঁকে ৷ সবচেয়ে বড় সমস্যা উইকেট-কিপিংয়ের সময় হচ্ছে ৷ উইকেট-কিপিং করার সময় হাঁটু মুড়ে বসতে পারছেন না তিনি ৷ বিশেষত, স্পিনারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ধোনির ৷ এই পরিস্থিতিতে 8 নম্বরে ব্যাট করতে নেমে সিঙ্গল রান তুলতেও সমস্যায় পড়তে হচ্ছে অধিনায়ককে ৷ ফলে স্কোর বোর্ড চালানোর জন্য বড় শট খেলতে বাধ্য হচ্ছেন তিনি ৷ ফলে অনেক সময়ই তা সিএসকে-র বিরুদ্ধে যাচ্ছে ৷

বেঙ্গালুরু, 16 এপ্রিল: আইপিএল-এর সাউথ ইন্ডিয়া ডার্বিতে সোমবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ৷ শনিবার দিল্লির বিরুদ্ধে জিতে এই ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে নামবে আরসিবি ৷ উলটোদিকে একাধিক চিন্তা চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ আর সবচয়ে বেশি চিন্তা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাঁ-হাটুর চোট ৷ যে চোটের কারণে তাঁকে ম্যাচের মাঝে সমস্যায় পড়তে হচ্ছে ৷ কী অবস্থায় রয়েছে মাহির হাঁটুর চোট ? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আরসিবি ম্যাচের আগে ৷ সেই সঙ্গে মাঝের ওভারে রান গতি কমে যাওয়া চেন্নাইয়ের সবচেয়ে বড় চিন্তা ৷

ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে 176 রান চেজ করতে ব্যর্থ হয়েছে সিএসকে ৷ তিন রানে হারতে হয়েছে ইয়েলো ব্রিগেডকে ৷ আর এর জন্য একমাত্র মাঝের ওভারে রান গতি বজায় রাখতে না-পারাকেই দায়ী করছে টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষত, পাওয়ার প্লে-র পর থেকে 15 ওভার পর্যন্ত চেন্নাইয়ের রান-রেট প্রায় 6-7 রান প্রতি ওভারে নেমে আসে ৷ যা ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস অধিনায়কের মুখেও শোনা গিয়েছিল ৷

আগামিকালের সাউথ ইন্ডিয়া ডার্বিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকবে পুরো দেশ ৷ তবে, মাহি-কোহলির ব্যক্তিগত সম্পর্কের রসায়নও দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে ৷ এই সিজনে দারুণ ফর্মে রয়েছেন বিরাট ৷ 4 ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি ৷ ফলে ঘরের মাঠে কোহলির ব্যাট চলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ বিশেষত, তুলনামূলক অনভিজ্ঞ পেস অ্যাটাকের সামনে কোহলি যে জ্বলে উঠবেন তা স্বাভাবিক ৷

আরও পড়ুন: অধিনায়কত্ব নিয়ে বেশি মাথা ঘামান না কেএল, মত জন্টির

তবে, চেন্নাই শিবিরে আরও একটি বড় চিন্তা মহেন্দ্র সিং ধোনির চোট ৷ আইপিএল শুরুর আগে থেকেই বাঁ-হাটুর চোট ধোনিকে ভোগাচ্ছে ৷ এমনকি নেট সেশন ‘নি-গার্ড’ পরে নামতে দেখা গিয়েছে তাঁকে ৷ সবচেয়ে বড় সমস্যা উইকেট-কিপিংয়ের সময় হচ্ছে ৷ উইকেট-কিপিং করার সময় হাঁটু মুড়ে বসতে পারছেন না তিনি ৷ বিশেষত, স্পিনারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ধোনির ৷ এই পরিস্থিতিতে 8 নম্বরে ব্যাট করতে নেমে সিঙ্গল রান তুলতেও সমস্যায় পড়তে হচ্ছে অধিনায়ককে ৷ ফলে স্কোর বোর্ড চালানোর জন্য বড় শট খেলতে বাধ্য হচ্ছেন তিনি ৷ ফলে অনেক সময়ই তা সিএসকে-র বিরুদ্ধে যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.