ETV Bharat / sports

IPL 2021: করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক - আইপিএল

2019 আইপিএলের পর ফের মাঠে ফিরছেন দর্শকরা ৷ 19 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ৷

IPL 2021
আইপিএলে মাঠে ফিরছে দর্শক
author img

By

Published : Sep 15, 2021, 5:40 PM IST

মুম্বই, 15 সেপ্টেম্বর : দেশের বাইরে হলেও অবশেষে আইপিএলে (IPL 2021) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন ফ্যানেরা (Fans) ৷ মরু শহরে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ আমিরশাহীর তিন শহরেই সীমিত সংখ্যক দর্শকদের সামনেই হবে আইপিএলের ম্যাচগুলি ৷ ম্যাচের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকেই ৷

চলতি বছর আইপিএল শুরু হয়েছিল নির্দিষ্ট সময়েই ৷ ঘরের মাঠে এপ্রিলে শুরু হওয়া এই টুর্নামেন্ট অবশ্য শেষ হয়নি করোনা হানার কারণে ৷ একাধিক ফ্র্যাঞ্চাইজির বায়ো-বাবলে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথে টুর্নামেন্টে স্থগিত করে দেয় বিসিসিআই ৷ পরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু শহরে করার সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷

করোনার কারণে 2020 আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে ৷ তবে সেবার কোনও দর্শক ছাড়া হয়েছিল টুর্নামেন্ট ৷ কিন্তু এবার মাঠে ফিরতে চলেছেন দর্শকরা ৷ বুধবার আইপিএল-এর তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয় ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "19 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ এই ম্যাচ থেকেই আইপিএলে মাঠে ফিরেছ দর্শক ৷ কোভিড বিধি মেনেই সীমিত সংখ্যক দর্শকদের নিয়ে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৷"

আরও পড়ুন: নাইট শিবিরে অশান্তি, আইপিএল শুরুর আগেই মর্গ্য়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুলদীপ

জানা গিয়েছে স্টেডিয়ামের আসন সংখ্যার 70 শতাংশ দর্শক মাঠে বসে খেলার দেখার সুযোগ পাবেন ৷ চতুর্দশ আইপিএলের বাকি 29টি ম্যাচই হবে মরু শহরের তিনটি স্টেডিয়ামে ৷ দুবাই ছাড়াও ম্যাচগুলি হবে আবুধাবি ও শারজায় ৷ তবে আইপিএল হতে চলেছে আসন্ন টি-20 বিশ্বকাপের মহড়া ৷ কারণ আইপিএল শেষ হলেই মরু শহরে শুরু হবে 2021 টি-20 বিশ্বকাপ ৷ মাঠে দর্শক নিয়ে আইপিএল সফলভাবে অনুষ্ঠিত হয়ে বিশ্বকাপেও মাঠে দর্শকের সামনে খেলার ছাড়পত্র দিতে পারে আইসিসি ৷

মুম্বই, 15 সেপ্টেম্বর : দেশের বাইরে হলেও অবশেষে আইপিএলে (IPL 2021) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন ফ্যানেরা (Fans) ৷ মরু শহরে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ আমিরশাহীর তিন শহরেই সীমিত সংখ্যক দর্শকদের সামনেই হবে আইপিএলের ম্যাচগুলি ৷ ম্যাচের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকেই ৷

চলতি বছর আইপিএল শুরু হয়েছিল নির্দিষ্ট সময়েই ৷ ঘরের মাঠে এপ্রিলে শুরু হওয়া এই টুর্নামেন্ট অবশ্য শেষ হয়নি করোনা হানার কারণে ৷ একাধিক ফ্র্যাঞ্চাইজির বায়ো-বাবলে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথে টুর্নামেন্টে স্থগিত করে দেয় বিসিসিআই ৷ পরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু শহরে করার সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷

করোনার কারণে 2020 আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে ৷ তবে সেবার কোনও দর্শক ছাড়া হয়েছিল টুর্নামেন্ট ৷ কিন্তু এবার মাঠে ফিরতে চলেছেন দর্শকরা ৷ বুধবার আইপিএল-এর তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয় ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "19 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ এই ম্যাচ থেকেই আইপিএলে মাঠে ফিরেছ দর্শক ৷ কোভিড বিধি মেনেই সীমিত সংখ্যক দর্শকদের নিয়ে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৷"

আরও পড়ুন: নাইট শিবিরে অশান্তি, আইপিএল শুরুর আগেই মর্গ্য়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুলদীপ

জানা গিয়েছে স্টেডিয়ামের আসন সংখ্যার 70 শতাংশ দর্শক মাঠে বসে খেলার দেখার সুযোগ পাবেন ৷ চতুর্দশ আইপিএলের বাকি 29টি ম্যাচই হবে মরু শহরের তিনটি স্টেডিয়ামে ৷ দুবাই ছাড়াও ম্যাচগুলি হবে আবুধাবি ও শারজায় ৷ তবে আইপিএল হতে চলেছে আসন্ন টি-20 বিশ্বকাপের মহড়া ৷ কারণ আইপিএল শেষ হলেই মরু শহরে শুরু হবে 2021 টি-20 বিশ্বকাপ ৷ মাঠে দর্শক নিয়ে আইপিএল সফলভাবে অনুষ্ঠিত হয়ে বিশ্বকাপেও মাঠে দর্শকের সামনে খেলার ছাড়পত্র দিতে পারে আইসিসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.