ETV Bharat / sports

স্লো ওভার রেট, 12 লক্ষ টাকা জরিমানা মরগ্যানের - কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল স্লো ওভার রেটের আওতায় এলে প্রথম ম্যাচের ক্ষেত্রে অধিনায়কের ম্যাচ ফি-র 50 শতাংশ কাটা যাবে ৷ সেই নিয়ম মেনেই চেন্নাই ম্যাচে স্লো ওভার রেটের কারণে 50 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ইয়ন মরগ্যানের ৷ যেখানে মোট 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেকেআর অধিনায়ককে ৷

eoin Morgan fined 50 percent of his match fee due to the slow over rate in ipl csk vs kkr
স্লো ওভার রেটের কারণে 50 শতাংশ ম্যাচ ফি কাটা গেল অইন মর্গ্যানের
author img

By

Published : Apr 22, 2021, 11:20 AM IST

মুম্বই, 22 এপ্রিল : চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ আর তার জেরে 50 শতাংশ ম্যাচ ফি কাটা গেল কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যানের ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী 12 লক্ষ টাকা ম্যাচ ফি কাটা গিয়েছে তাঁর ৷ বুধবার টস জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ৷ যেখানে প্রথমে ব্যাট করে চেন্নাই 20 ওভারে 3 উইকেট হারিয়ে 220 রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে 202 রানে অল আউট হয়ে যায় কলকাতা ৷

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল স্লো ওভার রেটের আওতায় এলে প্রথম ম্যাচের ক্ষেত্রে অধিনায়কের ম্যাচ ফি-র 50 শতাংশ কাটা যাবে ৷ সেই নিয়ম মেনেই চেন্নাই ম্যাচে স্লো ওভার রেটের কারণে 50 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে মরগ্যানের ৷ যেখানে মোট 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেকেআর অধিনায়ককে ৷ প্রসঙ্গত, এর পর আবারও কোনও ম্যাচে স্লো ওভার রেটের আওতায় এলে মরগ্যানের একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনর বাকি সদস্যদের 25 শতাংশ ম্যাচ ফি কাটা হবে ৷ একই ঘটনা তৃতীয়বার ঘটলে অধিনায়ককে 30 লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচ নির্বাসনের শাস্তি হবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনের বাকিদের 50 শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷

আরও পড়ুন :রাসেল-কামিন্স ঝড়েও হার নাইটদের, পয়েন্ট টেবিল শীর্ষে চেন্নাই

চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে গতকাল 18 রানে ম্যাচ হেরেছে কলকাতা ৷ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে ৷ প্রসঙ্গত, 221 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে মাত্র 31 রানে 5 উইকেট হারায় কেকেআর ৷ সেখান থেকে প্রথমে দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংস এবং শেষে টেল এন্ডারদের নিয়ে প্যাট কামিন্সের লড়াইয়ের কারণে 202 রানে গিয়ে থেমে যায় কলকাতার ইনিংস ৷ এখানেই দলের টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার সমালোচনা শুরু হয়েছে ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা শুরুতে ধরে খেললে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত ৷

মুম্বই, 22 এপ্রিল : চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ আর তার জেরে 50 শতাংশ ম্যাচ ফি কাটা গেল কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যানের ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী 12 লক্ষ টাকা ম্যাচ ফি কাটা গিয়েছে তাঁর ৷ বুধবার টস জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ৷ যেখানে প্রথমে ব্যাট করে চেন্নাই 20 ওভারে 3 উইকেট হারিয়ে 220 রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে 202 রানে অল আউট হয়ে যায় কলকাতা ৷

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল স্লো ওভার রেটের আওতায় এলে প্রথম ম্যাচের ক্ষেত্রে অধিনায়কের ম্যাচ ফি-র 50 শতাংশ কাটা যাবে ৷ সেই নিয়ম মেনেই চেন্নাই ম্যাচে স্লো ওভার রেটের কারণে 50 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে মরগ্যানের ৷ যেখানে মোট 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেকেআর অধিনায়ককে ৷ প্রসঙ্গত, এর পর আবারও কোনও ম্যাচে স্লো ওভার রেটের আওতায় এলে মরগ্যানের একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনর বাকি সদস্যদের 25 শতাংশ ম্যাচ ফি কাটা হবে ৷ একই ঘটনা তৃতীয়বার ঘটলে অধিনায়ককে 30 লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচ নির্বাসনের শাস্তি হবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনের বাকিদের 50 শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷

আরও পড়ুন :রাসেল-কামিন্স ঝড়েও হার নাইটদের, পয়েন্ট টেবিল শীর্ষে চেন্নাই

চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে গতকাল 18 রানে ম্যাচ হেরেছে কলকাতা ৷ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে ৷ প্রসঙ্গত, 221 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে মাত্র 31 রানে 5 উইকেট হারায় কেকেআর ৷ সেখান থেকে প্রথমে দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংস এবং শেষে টেল এন্ডারদের নিয়ে প্যাট কামিন্সের লড়াইয়ের কারণে 202 রানে গিয়ে থেমে যায় কলকাতার ইনিংস ৷ এখানেই দলের টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার সমালোচনা শুরু হয়েছে ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা শুরুতে ধরে খেললে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.