ETV Bharat / sports

CSK vs DC : শীর্ষে থাকার লড়াই, ধোনিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ পন্থের - CSK

প্লে-অফে পৌঁছে গিয়েছে দুই দল ৷ লড়াইটা এবার ফার্স্ট বয়ের জন্য ৷ সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াইয়ে নামল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷ সিএসকে এক নম্বরে থেকে মাঠে নামলেও সেকেন্ড বয় দিল্লিও টক্কর দিতে তৈরি ৷

CSK vs DC
শীর্ষে থাকার লড়াই, ধোনিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ পন্থের
author img

By

Published : Oct 4, 2021, 7:16 PM IST

Updated : Oct 4, 2021, 8:19 PM IST

দুবাই, 4 অক্টোবর : প্লে-অফে পৌঁছে গিয়েছে দুই দল ৷ লড়াইটা এবার ফার্স্ট বয়ের জন্য ৷ সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াইয়ে নামল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷ সিএসকে এক নম্বরে থেকে মাঠে নামলেও সেকেন্ড বয় দিল্লিও টক্কর দিতে তৈরি ৷ ধোনিদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্য়াপ্টেন পন্থের ৷ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পিচেই লড়াই ধোনি-পন্থের ৷ রবিবার রান তাড়া করেই জেতে কেকেআর ৷

ফার্স্ট বয় ও সেকেন্ড বয়ের মধ্যে লড়াই ঘিরে মরু শহরে উন্মাদনা ৷ মুম্বইয়ে প্রথম সাক্ষাতে দিল্লির কাছে হেরেছিল চেন্নাই ৷ ফলে আজ শিষ্য পন্থকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চাইবেন গুরু ধোনি। আগের ম্যাচে স্কোর বোর্ডে বড় রান তুলেও রাজস্থান রয়্যালসের হয়েছে ধোনিব্রিগেড । অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে দিল্লি। এদিন 28 বছরে পা-দিলেন ক্যাপিটালস ক্যাপ্টেন পন্থ ৷

এদিন দলে তিনটি পরিবর্তন করেছে চেন্নাই ৷ স্যাম কারেন, কে আসিফ ও সুরেশ রায়নার জায়গায় দলে এসেছেন ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার ও রবিন উথাপ্পা। আর স্টিভ স্মিথের জায়গায় এদিন অভিষেক হচ্ছে দিল্লির রিপল প্যাটেলের।

আরও পড়ুন : আইপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন উমরান

চেন্নাই সুপার কিংস : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মইন আলি, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড ৷

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, রিপল প্যাটেল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), শিমরণ হেটমায়ার, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও আবেশ খান ৷

দুবাই, 4 অক্টোবর : প্লে-অফে পৌঁছে গিয়েছে দুই দল ৷ লড়াইটা এবার ফার্স্ট বয়ের জন্য ৷ সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াইয়ে নামল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷ সিএসকে এক নম্বরে থেকে মাঠে নামলেও সেকেন্ড বয় দিল্লিও টক্কর দিতে তৈরি ৷ ধোনিদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্য়াপ্টেন পন্থের ৷ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পিচেই লড়াই ধোনি-পন্থের ৷ রবিবার রান তাড়া করেই জেতে কেকেআর ৷

ফার্স্ট বয় ও সেকেন্ড বয়ের মধ্যে লড়াই ঘিরে মরু শহরে উন্মাদনা ৷ মুম্বইয়ে প্রথম সাক্ষাতে দিল্লির কাছে হেরেছিল চেন্নাই ৷ ফলে আজ শিষ্য পন্থকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চাইবেন গুরু ধোনি। আগের ম্যাচে স্কোর বোর্ডে বড় রান তুলেও রাজস্থান রয়্যালসের হয়েছে ধোনিব্রিগেড । অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে দিল্লি। এদিন 28 বছরে পা-দিলেন ক্যাপিটালস ক্যাপ্টেন পন্থ ৷

এদিন দলে তিনটি পরিবর্তন করেছে চেন্নাই ৷ স্যাম কারেন, কে আসিফ ও সুরেশ রায়নার জায়গায় দলে এসেছেন ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার ও রবিন উথাপ্পা। আর স্টিভ স্মিথের জায়গায় এদিন অভিষেক হচ্ছে দিল্লির রিপল প্যাটেলের।

আরও পড়ুন : আইপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন উমরান

চেন্নাই সুপার কিংস : রুতরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু'প্লেসিস, মইন আলি, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড ৷

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, রিপল প্যাটেল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), শিমরণ হেটমায়ার, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও আবেশ খান ৷

Last Updated : Oct 4, 2021, 8:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.